উদীপি (কর্নাটক), 8 এপ্রিল : জাতীয় সড়ক থেকে যে গাড়ি ও বাস গ্রামের দিকে আসে, সেগুলি থেকে নেওয়া যাবে না কোনও টোলট্যাক্স ৷ এই নিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে কর্নাটকের হেজমাডি গ্রাম পঞ্চায়েত ৷ কিন্তু জাতীয় সড়ক থেকে টোল আদায়ের জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা গ্রাম পঞ্চায়েতের সেই দাবি মানতে চায়নি ৷ তাই জাতীয় সড়কের টোলট্যাক্সের হাত থেকে বিকল্প রাস্তা তৈরি করে নেয় ওই পঞ্চায়েত ৷ এই সিদ্ধান্ত নেয় 21 গ্রাম পঞ্চায়েত৷ যার সভাপতি প্রাণেশ হেজমাডি ৷
সেই মতো গত 30 মার্চ একটি বিকল্প রাস্তা তৈরি হয়ে যায় ৷ ওই রাস্তা দিয়েই যাতায়াত করতে পারবে হেজমাডি ও কোডি গ্রামে যাওয়া গাড়িগুলি ৷ এর জন্য তাদের কোনও টোলট্যাক্স দিতে হবে না ৷
আরও পড়ুন : বিজনোরে রাসায়নিক তৈরির কারখানায় বিস্ফোরণ, মৃত 5
আর এর পরই টোল নেওয়ার জন্য দায়িত্ব পাওয়া ওই সংস্থা কিছুটা সুর নরম করে ৷ আর হেজমাডি গ্রামের ব্যক্তিগত গাড়িগুলি থেকে টোল ট্যাক্স না নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় ৷