ETV Bharat / bharat

চারা লাগিয়েই বাড়ি ঢুকতে পারবে এই গ্রামের নব বিবাহিতরা - Amni Lokipur village of Mooratganj development block

সদ্য বিয়ে হয়েছে দম্পতির ৷ তবে গাছ না লাগানো পর্যন্ত কিন্তু ঘরে ঢুকতে পারবে না তারা ৷ পরিবেশ বাঁচাতে এমনই অভিনব উদ্যোগ নিলেন উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার একটি গ্রামের গ্রাম পঞ্চায়েত ৷

চারা লাগিয়েই বাড়ুি ঢুকতে পারবেন এই গ্রামের নব বিবাহিতরা
চারা লাগিয়েই বাড়ুি ঢুকতে পারবেন এই গ্রামের নব বিবাহিতরা
author img

By

Published : Jun 13, 2021, 10:48 PM IST

কৌশাম্বী, 13 জুন : আগে গাছের চারা লাগাতে হবে ৷ নাহলে কোনওভাবেই ঘরে ঢুকতে পারবেন না নব বিবাহিত দম্পতি ৷ এমনকী যে চারা লাগনো হবে , সেটিকে প্রথম সন্তান হিসাবে পরিচর্যাও করতে হবে ৷ শুনতে অবাক লাগছে তো ? সবুজ বাঁচাতে এমনই নিদান দিলেন উত্তরপ্রদেশের কৌশাম্বীর আমনি লোকিপুর গ্রামের পঞ্চায়েত প্রধান ৷

কৌশাম্বীর মুরতগঞ্জ উন্নয়ন ব্লকের আমনি লোকিপুর গ্রামের ঘটনা ৷ সম্প্রতি গ্রামের প্রাকৃতিক পরিবেশের কথা ভেবে ও সবুজায়নের জন্য নব বিবাহিতদের দিয়ে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই এই উদ্যোগ শুরু হয়েছে ৷

পঞ্চায়েত প্রধান স্বতন্ত্র সিং বললেন , " বছরের পর বছর ধরে গ্রামে সবুজ কমছে ৷ গাছ কেটে ঘরবাড়ি বানানো হচ্ছে ৷ ক্ষেতজমি বানানো হচ্ছে ৷ ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ৷ সেইজন্যই গ্রামের অন্যান্যদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ " পাশাপাশি তিনি এও জানান, " শুধু যে নব বিবাহিতরাই গাছ লাগাবেন তা নয় , অন্যন্যদেরও গাছ লাগানোর জন্য অনুরোধ করা হয়েছে ৷ আমাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গ্রামের সকলেই ৷ "

আরও পড়ুন : টিকা নেওয়ার পর শরীরে চৌম্বক ক্ষেত্র ? সত্যিটা কী ...

প্রসঙ্গত , 26 বছরের অতুল ও 23 বছরের সন্ধ্যা হলেন প্রথম দম্পতি ,যাঁরা পিপল গাছের চারা লাগিয়ে এই নয়া উদ্যেগের শুভ সূচনা করলেন ৷

কৌশাম্বী, 13 জুন : আগে গাছের চারা লাগাতে হবে ৷ নাহলে কোনওভাবেই ঘরে ঢুকতে পারবেন না নব বিবাহিত দম্পতি ৷ এমনকী যে চারা লাগনো হবে , সেটিকে প্রথম সন্তান হিসাবে পরিচর্যাও করতে হবে ৷ শুনতে অবাক লাগছে তো ? সবুজ বাঁচাতে এমনই নিদান দিলেন উত্তরপ্রদেশের কৌশাম্বীর আমনি লোকিপুর গ্রামের পঞ্চায়েত প্রধান ৷

কৌশাম্বীর মুরতগঞ্জ উন্নয়ন ব্লকের আমনি লোকিপুর গ্রামের ঘটনা ৷ সম্প্রতি গ্রামের প্রাকৃতিক পরিবেশের কথা ভেবে ও সবুজায়নের জন্য নব বিবাহিতদের দিয়ে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই এই উদ্যোগ শুরু হয়েছে ৷

পঞ্চায়েত প্রধান স্বতন্ত্র সিং বললেন , " বছরের পর বছর ধরে গ্রামে সবুজ কমছে ৷ গাছ কেটে ঘরবাড়ি বানানো হচ্ছে ৷ ক্ষেতজমি বানানো হচ্ছে ৷ ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ৷ সেইজন্যই গ্রামের অন্যান্যদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ " পাশাপাশি তিনি এও জানান, " শুধু যে নব বিবাহিতরাই গাছ লাগাবেন তা নয় , অন্যন্যদেরও গাছ লাগানোর জন্য অনুরোধ করা হয়েছে ৷ আমাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গ্রামের সকলেই ৷ "

আরও পড়ুন : টিকা নেওয়ার পর শরীরে চৌম্বক ক্ষেত্র ? সত্যিটা কী ...

প্রসঙ্গত , 26 বছরের অতুল ও 23 বছরের সন্ধ্যা হলেন প্রথম দম্পতি ,যাঁরা পিপল গাছের চারা লাগিয়ে এই নয়া উদ্যেগের শুভ সূচনা করলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.