ETV Bharat / bharat

Chandrayaan-3: অ্যাসাইনমেন্ট সেরে চাঁদের বুকে ঘুমিয়ে পড়ল বিক্রম, ফের কবে জাগবে; জানাল ইসরো

Vikram Lander in Sleep Mode: চাঁদের বুকে লাফালাফির পর ঘুমিয়ে পড়ল ল্যান্ডার বিক্রম ৷ সোমবার এ কথা জানিয়েছে ইসরো ৷ বিক্রম কবে জাগতে পারে, সেই তারিখও জানিয়েছে দেশের মহাকাশ গবেষণা সংস্থা ৷

Vikram Lander
বিক্রম ল্যান্ডার ঘুমিয়ে পড়ল
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 5:43 PM IST

Updated : Sep 4, 2023, 8:25 PM IST

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: গত কয়েকদিন ধরে প্রচুর খাটাখাটনি ও ঘোরাঘুরির পর অবশেষে চাঁদের বুকে ঘুমিয়ে পড়ল বিক্রম ৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ঘোষণা করেছে যে, চন্দ্রযান 3 মিশনের ল্যান্ডার বিক্রমকে ভারতীয় সময় সোমবার সকাল প্রায় আটটা নাগাদ স্লিপ মোডে সেট করা হয়েছে ।

ইসরো জানিয়েছে যে, পেলোডগুলি দ্বারা সংগৃহীত ডেটা পৃথিবীতে গৃহীত হয়েছে এবং পেলোডগুলি এখন বন্ধ করা হয়েছে ৷ বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার আবার 22 সেপ্টেম্বরের দিকে জেগে উঠবে বলে আশা প্রকাশ করেছে ইসরো ।

সোমবার টুইটারে পোস্ট করে ইসরো বলেছে, "বিক্রম ল্যান্ডার আজ ভারতীয় সময় সকাল 08:00 নাগাদ স্লিপ মোডে সেট করা হয়েছে । তার আগে, নতুন একটি স্থানে ChaSTE, রম্ভা-এলপি ও ইলসা পেলোড দ্বারা ইন-সিটু পরীক্ষা করা হয় । সংগৃহীত তথ্য পৃথিবীতে প্রাপ্ত হয় ৷ পেলোডগুলি এখন সুইচ অফ করে রাখা হয়েছে ৷ ল্যান্ডার রিসিভার চালু রাখা হয়েছে ৷ সৌরশক্তি শেষ হয়ে গেলে এবং ব্যাটারি শেষ হয়ে গেলে প্রজ্ঞানের পাশে ঘুমিয়ে পড়বে বিক্রম । 2023 সালের 22 সেপ্টেম্বর তাদের জাগ্রত হওয়ার আশায় আছি ৷"

বিক্রম ল্যান্ডারটি চন্দ্রের সারফেস থার্মোফিজিকাল এক্সপেরিমেন্ট (ChaSTE) পৃষ্ঠের তাপীয় বৈশিষ্ট্য পরিমাপ করার জন্য লুনার সিজমিক অ্যাক্টিভিটির জন্য যন্ত্র (ILSA) বহন করছিল । ল্যান্ডিং সাইটের চারপাশে ভূমিকম্প পরিমাপ, গ্যাস এবং প্লাজমা পরিবেশ অধ্যয়ণ করার জন্য চাঁদের আবদ্ধ হাইপারসেনসিটিভ আয়নোস্ফিয়ার এবং অ্যাটমোস্ফিয়ারের রেডিয়ো অ্যানাটমি (RAMBHA) ও চন্দ্রের পরিসরের অধ্যয়ণের জন্য একটি প্যাসিভ লেজার রেট্রোরিফ্লেক্টর অ্যারে সরবরাহ করেছে নাসা।

23 অগস্ট ভারত চন্দ্রযান-3 ল্যান্ডার মডিউল সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার সঙ্গে সঙ্গে ইতিহাস সৃষ্টি করেছে ৷ ভারত প্রথম দেশ হিসেবে এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে এবং চার বছর আগে চন্দ্রযান-2 ভেঙে পড়ার হতাশার অবসান ঘটিয়েছে । সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং রাশিয়ার পরে ভারত চতুর্থ দেশ যারা সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে ।

অবতরণ করার পরে, বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার চাঁদের পৃষ্ঠে সালফারের উপস্থিতি খুঁজে বের করা এবং আপেক্ষিক তাপমাত্রা রেকর্ড করা-সহ বিভিন্ন কাজ সম্পাদন করেছে ৷ অবতরণ করার পরে, ল্যান্ডার এবং রোভারটি এক চান্দ্র দিনের জন্য পরিচালনা করতে হয়েছিল । চাঁদের একদিন পৃথিবীর 14 দিনের সমান । (সংবাদসংস্থা এএনআই)

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: গত কয়েকদিন ধরে প্রচুর খাটাখাটনি ও ঘোরাঘুরির পর অবশেষে চাঁদের বুকে ঘুমিয়ে পড়ল বিক্রম ৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ঘোষণা করেছে যে, চন্দ্রযান 3 মিশনের ল্যান্ডার বিক্রমকে ভারতীয় সময় সোমবার সকাল প্রায় আটটা নাগাদ স্লিপ মোডে সেট করা হয়েছে ।

ইসরো জানিয়েছে যে, পেলোডগুলি দ্বারা সংগৃহীত ডেটা পৃথিবীতে গৃহীত হয়েছে এবং পেলোডগুলি এখন বন্ধ করা হয়েছে ৷ বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার আবার 22 সেপ্টেম্বরের দিকে জেগে উঠবে বলে আশা প্রকাশ করেছে ইসরো ।

সোমবার টুইটারে পোস্ট করে ইসরো বলেছে, "বিক্রম ল্যান্ডার আজ ভারতীয় সময় সকাল 08:00 নাগাদ স্লিপ মোডে সেট করা হয়েছে । তার আগে, নতুন একটি স্থানে ChaSTE, রম্ভা-এলপি ও ইলসা পেলোড দ্বারা ইন-সিটু পরীক্ষা করা হয় । সংগৃহীত তথ্য পৃথিবীতে প্রাপ্ত হয় ৷ পেলোডগুলি এখন সুইচ অফ করে রাখা হয়েছে ৷ ল্যান্ডার রিসিভার চালু রাখা হয়েছে ৷ সৌরশক্তি শেষ হয়ে গেলে এবং ব্যাটারি শেষ হয়ে গেলে প্রজ্ঞানের পাশে ঘুমিয়ে পড়বে বিক্রম । 2023 সালের 22 সেপ্টেম্বর তাদের জাগ্রত হওয়ার আশায় আছি ৷"

বিক্রম ল্যান্ডারটি চন্দ্রের সারফেস থার্মোফিজিকাল এক্সপেরিমেন্ট (ChaSTE) পৃষ্ঠের তাপীয় বৈশিষ্ট্য পরিমাপ করার জন্য লুনার সিজমিক অ্যাক্টিভিটির জন্য যন্ত্র (ILSA) বহন করছিল । ল্যান্ডিং সাইটের চারপাশে ভূমিকম্প পরিমাপ, গ্যাস এবং প্লাজমা পরিবেশ অধ্যয়ণ করার জন্য চাঁদের আবদ্ধ হাইপারসেনসিটিভ আয়নোস্ফিয়ার এবং অ্যাটমোস্ফিয়ারের রেডিয়ো অ্যানাটমি (RAMBHA) ও চন্দ্রের পরিসরের অধ্যয়ণের জন্য একটি প্যাসিভ লেজার রেট্রোরিফ্লেক্টর অ্যারে সরবরাহ করেছে নাসা।

23 অগস্ট ভারত চন্দ্রযান-3 ল্যান্ডার মডিউল সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার সঙ্গে সঙ্গে ইতিহাস সৃষ্টি করেছে ৷ ভারত প্রথম দেশ হিসেবে এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে এবং চার বছর আগে চন্দ্রযান-2 ভেঙে পড়ার হতাশার অবসান ঘটিয়েছে । সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং রাশিয়ার পরে ভারত চতুর্থ দেশ যারা সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে ।

অবতরণ করার পরে, বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার চাঁদের পৃষ্ঠে সালফারের উপস্থিতি খুঁজে বের করা এবং আপেক্ষিক তাপমাত্রা রেকর্ড করা-সহ বিভিন্ন কাজ সম্পাদন করেছে ৷ অবতরণ করার পরে, ল্যান্ডার এবং রোভারটি এক চান্দ্র দিনের জন্য পরিচালনা করতে হয়েছিল । চাঁদের একদিন পৃথিবীর 14 দিনের সমান । (সংবাদসংস্থা এএনআই)

Last Updated : Sep 4, 2023, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.