ETV Bharat / bharat

Vikram Kirloskar: হৃদরোগে আক্রান্ত হয়ে 64 বছরে প্রয়াত শিল্পপতি বিক্রম কিরলসকার - প্রয়াত শিল্পপতি বিক্রম কিরলসকার

টয়োটা কিরলসকার মোটর প্রাইভেট লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট বিক্রম কিরলসকার প্রয়াত ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল তাঁর মারা গিয়েছেন বলে জানিয়েছে টয়োটা কিরলসকার মোট প্রাইভেট লিমিটেড (Vikram Kirloskar Vice Chairperson of Toyota Kirloskar Motor Passes Away) ৷

vikram-kirloskar-vice-chairperson-of-toyota-kirloskar-motor-passes-away-at-64
vikram-kirloskar-vice-chairperson-of-toyota-kirloskar-motor-passes-away-at-64
author img

By

Published : Nov 30, 2022, 11:08 AM IST

বেঙ্গালুরু, 30 নভেম্বর: প্রয়াত শিল্পপতি তথা টয়োটা কিরলসকার মোটর প্রাইভেট লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট বিক্রম কিরলসকার (Vikram Kirloskar Vice Chairperson of Toyota Kirloskar Motor Passes Away) ৷ 64 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ ভারতের মোটর ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ ব্যক্তিদের মধ্যে একজন তিনি ৷ এদিন সকালে টয়োটা সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেখানেই ভারতে ওই সংস্থার ভাইস-প্রেসিডেন্ট বিক্রম কিরলসকারের মৃত্যুর খবর জানানো হয়েছে ৷ তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী গীতাঞ্জলি কিরলসকার এবং কন্যা মানসী কিরলসকার ৷

এদিন টয়োটা সংস্থার (Toyota Kirloskar Motor Pvt Ltd) তরফে বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, 29 নভেম্বর টয়োটা কিরলসকার মোটর সংস্থার ভাইস-প্রেসিডেন্ট অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন ৷ আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ এই দুঃখের সময়ে আমরা তাঁর পরিবার এবং নিকটজনদের সমবেদনা জানাই ৷ বিক্রম কিরলসকারের শেষকৃত্য 30 নভেম্বর দুপুর 1টার সময় বেঙ্গালুরুর হেব্বাল শ্মশানে হবে ৷’’

প্রসঙ্গত, ভারতে টয়োটা সংস্থার গাড়িকে জনপ্রিয় করার পিছনে বিরাট অবদান রয়েছে বিক্রম কিরলসকারের ৷ এমআইটি থেকে তিনি মেকালিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েছিলেন ৷ এর পর টয়োটা সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন বিক্রম কিরলসকার ৷ কিরলসকার গ্রুপের চতুর্থ জেনারেশন হিসেবে সংস্থার প্রধান ছিলেন ৷ পাশাপাশি কিরলসকার সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি পদেও কাজ করেছেন ৷ আর সেই সঙ্গে টয়োটা কিরলসকার মোটর প্রাইভেট লিমিটেডের ভাইস-প্রেসিডেন্টের পদও সামলাচ্ছিলেন এই শিল্পপতি ৷

আরও পড়ুন: আদানি গোষ্ঠীর প্রবেশ, এনডিটিভি ছাড়লেন প্রণয়-রাধিকা

এদিন তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসরাজ বোম্মাই ৷ তিনি টুইটে শোকবার্তায় লেখেন, ‘‘ভারতের অটোমটিভ ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান তথা টয়োটা কিরলসকার মোটরের ভাইস-প্রেসিডেন্ট শ্রী বিক্রম কিরলসকার দুঃখজনক এবং অকালমৃত্যুতে আন্তরিক সমবেদনা ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ ঈশ্বর তাঁর পরিবার এবং নিকটজনদের এই কঠিন সময়ে সহ্য করার শক্তি দিক ৷’’

বেঙ্গালুরু, 30 নভেম্বর: প্রয়াত শিল্পপতি তথা টয়োটা কিরলসকার মোটর প্রাইভেট লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট বিক্রম কিরলসকার (Vikram Kirloskar Vice Chairperson of Toyota Kirloskar Motor Passes Away) ৷ 64 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ ভারতের মোটর ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ ব্যক্তিদের মধ্যে একজন তিনি ৷ এদিন সকালে টয়োটা সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেখানেই ভারতে ওই সংস্থার ভাইস-প্রেসিডেন্ট বিক্রম কিরলসকারের মৃত্যুর খবর জানানো হয়েছে ৷ তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী গীতাঞ্জলি কিরলসকার এবং কন্যা মানসী কিরলসকার ৷

এদিন টয়োটা সংস্থার (Toyota Kirloskar Motor Pvt Ltd) তরফে বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, 29 নভেম্বর টয়োটা কিরলসকার মোটর সংস্থার ভাইস-প্রেসিডেন্ট অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন ৷ আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ এই দুঃখের সময়ে আমরা তাঁর পরিবার এবং নিকটজনদের সমবেদনা জানাই ৷ বিক্রম কিরলসকারের শেষকৃত্য 30 নভেম্বর দুপুর 1টার সময় বেঙ্গালুরুর হেব্বাল শ্মশানে হবে ৷’’

প্রসঙ্গত, ভারতে টয়োটা সংস্থার গাড়িকে জনপ্রিয় করার পিছনে বিরাট অবদান রয়েছে বিক্রম কিরলসকারের ৷ এমআইটি থেকে তিনি মেকালিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েছিলেন ৷ এর পর টয়োটা সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন বিক্রম কিরলসকার ৷ কিরলসকার গ্রুপের চতুর্থ জেনারেশন হিসেবে সংস্থার প্রধান ছিলেন ৷ পাশাপাশি কিরলসকার সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি পদেও কাজ করেছেন ৷ আর সেই সঙ্গে টয়োটা কিরলসকার মোটর প্রাইভেট লিমিটেডের ভাইস-প্রেসিডেন্টের পদও সামলাচ্ছিলেন এই শিল্পপতি ৷

আরও পড়ুন: আদানি গোষ্ঠীর প্রবেশ, এনডিটিভি ছাড়লেন প্রণয়-রাধিকা

এদিন তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসরাজ বোম্মাই ৷ তিনি টুইটে শোকবার্তায় লেখেন, ‘‘ভারতের অটোমটিভ ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান তথা টয়োটা কিরলসকার মোটরের ভাইস-প্রেসিডেন্ট শ্রী বিক্রম কিরলসকার দুঃখজনক এবং অকালমৃত্যুতে আন্তরিক সমবেদনা ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ ঈশ্বর তাঁর পরিবার এবং নিকটজনদের এই কঠিন সময়ে সহ্য করার শক্তি দিক ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.