বেঙ্গালুরু, 30 নভেম্বর: প্রয়াত শিল্পপতি তথা টয়োটা কিরলসকার মোটর প্রাইভেট লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট বিক্রম কিরলসকার (Vikram Kirloskar Vice Chairperson of Toyota Kirloskar Motor Passes Away) ৷ 64 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ ভারতের মোটর ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ ব্যক্তিদের মধ্যে একজন তিনি ৷ এদিন সকালে টয়োটা সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেখানেই ভারতে ওই সংস্থার ভাইস-প্রেসিডেন্ট বিক্রম কিরলসকারের মৃত্যুর খবর জানানো হয়েছে ৷ তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী গীতাঞ্জলি কিরলসকার এবং কন্যা মানসী কিরলসকার ৷
এদিন টয়োটা সংস্থার (Toyota Kirloskar Motor Pvt Ltd) তরফে বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, 29 নভেম্বর টয়োটা কিরলসকার মোটর সংস্থার ভাইস-প্রেসিডেন্ট অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন ৷ আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ এই দুঃখের সময়ে আমরা তাঁর পরিবার এবং নিকটজনদের সমবেদনা জানাই ৷ বিক্রম কিরলসকারের শেষকৃত্য 30 নভেম্বর দুপুর 1টার সময় বেঙ্গালুরুর হেব্বাল শ্মশানে হবে ৷’’
প্রসঙ্গত, ভারতে টয়োটা সংস্থার গাড়িকে জনপ্রিয় করার পিছনে বিরাট অবদান রয়েছে বিক্রম কিরলসকারের ৷ এমআইটি থেকে তিনি মেকালিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েছিলেন ৷ এর পর টয়োটা সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন বিক্রম কিরলসকার ৷ কিরলসকার গ্রুপের চতুর্থ জেনারেশন হিসেবে সংস্থার প্রধান ছিলেন ৷ পাশাপাশি কিরলসকার সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি পদেও কাজ করেছেন ৷ আর সেই সঙ্গে টয়োটা কিরলসকার মোটর প্রাইভেট লিমিটেডের ভাইস-প্রেসিডেন্টের পদও সামলাচ্ছিলেন এই শিল্পপতি ৷
আরও পড়ুন: আদানি গোষ্ঠীর প্রবেশ, এনডিটিভি ছাড়লেন প্রণয়-রাধিকা
-
Heartfelt condolences on the sad & untimely demise of one of the stalwarts of India's automotive industry, Vice Chairperson of Toyota Kirloskar Motor, Shri Vikram Kirloskar. May his soul rest in peace. May God grant the family & friends the strength to bear this loss.
— Basavaraj S Bommai (@BSBommai) November 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Om Shanti. pic.twitter.com/R6sxB3NCwm
">Heartfelt condolences on the sad & untimely demise of one of the stalwarts of India's automotive industry, Vice Chairperson of Toyota Kirloskar Motor, Shri Vikram Kirloskar. May his soul rest in peace. May God grant the family & friends the strength to bear this loss.
— Basavaraj S Bommai (@BSBommai) November 30, 2022
Om Shanti. pic.twitter.com/R6sxB3NCwmHeartfelt condolences on the sad & untimely demise of one of the stalwarts of India's automotive industry, Vice Chairperson of Toyota Kirloskar Motor, Shri Vikram Kirloskar. May his soul rest in peace. May God grant the family & friends the strength to bear this loss.
— Basavaraj S Bommai (@BSBommai) November 30, 2022
Om Shanti. pic.twitter.com/R6sxB3NCwm
এদিন তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসরাজ বোম্মাই ৷ তিনি টুইটে শোকবার্তায় লেখেন, ‘‘ভারতের অটোমটিভ ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান তথা টয়োটা কিরলসকার মোটরের ভাইস-প্রেসিডেন্ট শ্রী বিক্রম কিরলসকার দুঃখজনক এবং অকালমৃত্যুতে আন্তরিক সমবেদনা ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ ঈশ্বর তাঁর পরিবার এবং নিকটজনদের এই কঠিন সময়ে সহ্য করার শক্তি দিক ৷’’