ETV Bharat / bharat

20 মে কেরলের মুখ্যমন্ত্রী পদে আবার শপথ পিনারাই বিজয়নের - এলডিএফ

140 আসনের কেরল বিধানসভায় নিয়ম অনুযায়ী 21 জন মন্ত্রী থাকতে পারে ৷ 2016 সালে 20 জন মন্ত্রী নিয়ে সরকার গড়েছিলেন বিজয়ন ৷ তার মধ্যে সিপিএমের 12 জন মন্ত্রী ছিল ৷

20 মে কেরলের মুখ্যমন্ত্রী পদে আবার শপথ পিনারাই বিজয়নের
20 মে কেরলের মুখ্যমন্ত্রী পদে আবার শপথ পিনারাই বিজয়নের
author img

By

Published : May 13, 2021, 3:09 PM IST

তিরুঅনন্তপুরম, 13 মে : আগামী 20 মে কেরলের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন পিনারাই বিজয়ন ৷ তবে সেদিনই মন্ত্রিসভা শপথ নেবে কি না, সেই বিষয়টি স্পষ্ট নয় ৷ পিনারাই বিজয়ন জানিয়েছেন, আগামী সপ্তাহে লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ) - এর বৈঠক হবে ৷ সেখানেই কারা কারা মন্ত্রী হবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

তবে শপথ গ্রহণের স্থান ঠিক হয়ে গিয়েছে ৷ রাজ্যের সচিবালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে সেন্ট্রাল স্টেডিয়ামে ওই শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে ঠিক হয়েছে ৷ সেখানেই কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ শপথবাক্য পাঠ করাবেন পিনারাই বিজয়নকে ৷ তবে করোনা পরিস্থিতির জেরে 750 জনের বেশি আমন্ত্রিত রাখা হচ্ছে না ৷

উল্লেখ্য, কেরলে কখনোই সরকারে প্রত্যাবর্তনের ঘটনা ঘটেনি ৷ বরং প্রতি পাঁচ বছর অন্তর সরকার চালানোর দায়িত্ব বদলে গিয়েছে ৷ এবারই প্রথম সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে ৷ যার পুরো কৃতিত্বই পাচ্ছেন পিনারাই বিজয়ন ৷ তাই তিনিই এখন ফ্রন্ট ও দলে শেষ কথা বলছেন ৷ তাই কে কে মন্ত্রী হবেন, কাকে কোন দফতর দেওয়া হবে, সবটাই রয়েছে বিজয়নের হাতে ৷ আর তিনি এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ৷

140 আসনের কেরল বিধানসভায় নিয়ম অনুযায়ী 21 জন মন্ত্রী থাকতে পারে ৷ 2016 সালে 20 জন মন্ত্রী নিয়ে সরকার গড়েছিলেন বিজয়ন ৷ তার মধ্যে সিপিএমের 12 জন মন্ত্রী ছিল ৷ সেই তালিকায় বিজয়নও ছিলেন ৷ এছাড়া সিপিআই-এর চারজন মন্ত্রী ছিল ৷ আর একজন করে মন্ত্রী ছিল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), কংগ্রেস (এস) ও জনতা দল (এস) - এর ৷

এবারও কি তাই করবেন ? এখন সেটাই প্রশ্ন ৷ এবার এলডিএফ 99 টি আসন পেয়েছে ৷ ফলে মন্ত্রিত্বের দাবিদারও অনেক বেশি ৷ তাছাড়া চারটি নতুন শরিক দল রয়েছে ৷ সেই দলগুলি হল কেরল কংগ্রেস (বি), ইন্ডিয়ান ন্যাশনাল লিগ (আইএনএল), কেরল কংগ্রেস (মনি) এবং লোকতান্ত্রিক, জনতা দল ৷ ফলে শরিকদের খুশি করার ব্যাপারও রয়েছে ৷

আরও পড়ুন : দেশে করোনার দৈনিক সংক্রমণ বেড়ে 3.62 লাখ, মৃত চার হাজারের উপরেই

তবে বিজয়ন যতই শেষ কথা বলুন, কেরলে বাম অন্দরে ওঠা নতুন একটি দাবি তাঁকে চাপে রেখেছে ৷ এবার কেরল বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি ব্যবধানে জিতেছেন কে কে শৈলজা ৷ তাঁর জয়ের মার্জিন 60 হাজার ভোট ৷ তিনি বিজয়নের আগের সরকারে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ৷ করোনা মোকাবিলায় তাঁর কাজ সর্বস্তরে প্রশংসা পেয়েছিল ৷ তাই তাঁকে এবার উপ-মুখ্যমন্ত্রী করার দাবি উঠেছে দলের অন্দর থেকে ৷

তিরুঅনন্তপুরম, 13 মে : আগামী 20 মে কেরলের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন পিনারাই বিজয়ন ৷ তবে সেদিনই মন্ত্রিসভা শপথ নেবে কি না, সেই বিষয়টি স্পষ্ট নয় ৷ পিনারাই বিজয়ন জানিয়েছেন, আগামী সপ্তাহে লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ) - এর বৈঠক হবে ৷ সেখানেই কারা কারা মন্ত্রী হবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

তবে শপথ গ্রহণের স্থান ঠিক হয়ে গিয়েছে ৷ রাজ্যের সচিবালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে সেন্ট্রাল স্টেডিয়ামে ওই শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে ঠিক হয়েছে ৷ সেখানেই কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ শপথবাক্য পাঠ করাবেন পিনারাই বিজয়নকে ৷ তবে করোনা পরিস্থিতির জেরে 750 জনের বেশি আমন্ত্রিত রাখা হচ্ছে না ৷

উল্লেখ্য, কেরলে কখনোই সরকারে প্রত্যাবর্তনের ঘটনা ঘটেনি ৷ বরং প্রতি পাঁচ বছর অন্তর সরকার চালানোর দায়িত্ব বদলে গিয়েছে ৷ এবারই প্রথম সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে ৷ যার পুরো কৃতিত্বই পাচ্ছেন পিনারাই বিজয়ন ৷ তাই তিনিই এখন ফ্রন্ট ও দলে শেষ কথা বলছেন ৷ তাই কে কে মন্ত্রী হবেন, কাকে কোন দফতর দেওয়া হবে, সবটাই রয়েছে বিজয়নের হাতে ৷ আর তিনি এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ৷

140 আসনের কেরল বিধানসভায় নিয়ম অনুযায়ী 21 জন মন্ত্রী থাকতে পারে ৷ 2016 সালে 20 জন মন্ত্রী নিয়ে সরকার গড়েছিলেন বিজয়ন ৷ তার মধ্যে সিপিএমের 12 জন মন্ত্রী ছিল ৷ সেই তালিকায় বিজয়নও ছিলেন ৷ এছাড়া সিপিআই-এর চারজন মন্ত্রী ছিল ৷ আর একজন করে মন্ত্রী ছিল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), কংগ্রেস (এস) ও জনতা দল (এস) - এর ৷

এবারও কি তাই করবেন ? এখন সেটাই প্রশ্ন ৷ এবার এলডিএফ 99 টি আসন পেয়েছে ৷ ফলে মন্ত্রিত্বের দাবিদারও অনেক বেশি ৷ তাছাড়া চারটি নতুন শরিক দল রয়েছে ৷ সেই দলগুলি হল কেরল কংগ্রেস (বি), ইন্ডিয়ান ন্যাশনাল লিগ (আইএনএল), কেরল কংগ্রেস (মনি) এবং লোকতান্ত্রিক, জনতা দল ৷ ফলে শরিকদের খুশি করার ব্যাপারও রয়েছে ৷

আরও পড়ুন : দেশে করোনার দৈনিক সংক্রমণ বেড়ে 3.62 লাখ, মৃত চার হাজারের উপরেই

তবে বিজয়ন যতই শেষ কথা বলুন, কেরলে বাম অন্দরে ওঠা নতুন একটি দাবি তাঁকে চাপে রেখেছে ৷ এবার কেরল বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি ব্যবধানে জিতেছেন কে কে শৈলজা ৷ তাঁর জয়ের মার্জিন 60 হাজার ভোট ৷ তিনি বিজয়নের আগের সরকারে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ৷ করোনা মোকাবিলায় তাঁর কাজ সর্বস্তরে প্রশংসা পেয়েছিল ৷ তাই তাঁকে এবার উপ-মুখ্যমন্ত্রী করার দাবি উঠেছে দলের অন্দর থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.