ETV Bharat / bharat

Theft from BMW Car: বিএমডব্লিউ গাড়ির কাঁচ ভেঙে 14 লক্ষ টাকার দুঃসাহসিক চুরি!

Breaks BMW Car window Flees With Nearly RS 14 Lakh Cash:ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি হেলমেট পরা একটি বাইকে অপেক্ষা করছেন, অন্যজন গাড়ির কাছে হেঁটে যাওয়ার সময় তার পকেট থেকে কিছু বের করে গাড়ির জানালায় লাগিয়ে দেন। এরপর তিনি চালকের পাশের জানালা ভেঙে গাড়ির ভিতরে প্রবেশ করেন। অনুমান করা হচ্ছে, ওই ব্যক্তি গাড়ির কাঁচ ভাঙার জন্য একটি স্পার্ক প্লাগ সিরামিক ব্যবহার করে থাকতে পারে।

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 5:22 PM IST

Etv Bharat
Etv Bharat

বেঙ্গালুরু, 23 অক্টোবর: দাঁড়িয়ে থাকা বিএমডব্লু গাড়ির কাঁচ ভেঙে কয়েক লক্ষ টাকা লুঠ ৷ বেঙ্গালুরুতে দুটি লোক একটি বাইকে এসে দাঁড়িয়ে থাকা বিএমডব্লু গাড়ির জানালার কাঁচ ভেঙে প্রায় 14 লক্ষ টাকা লুঠ করে। ঘটনার ভিডিয়ো স্থানীয় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ৷ পরে লুঠের সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। শুক্রবার বিকেলে সরজাপুরের সোমপুরায় সাব-রেজিস্ট্রার অফিসের কাছে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি হেলমেট পরা একটি বাইকে অপেক্ষা করছেন, অন্যজন গাড়ির কাছে হেঁটে যাওয়ার সময় তার পকেট থেকে কিছু বের করে গাড়ির জানালায় লাগিয়ে দেন। এরপর তিনি চালকের পাশের জানালা ভেঙে গাড়ির ভিতরে প্রবেশ করেন। অনুমান করা হচ্ছে, ওই ব্যক্তি গাড়ির কাঁচ ভাঙার জন্য একটি স্পার্ক প্লাগ সিরামিক ব্যবহার করে থাকতে পারে। অন্যদিকে, বাইকে থাকা তার সহযোগী শেষ পর্যন্ত তার জন্য অপেক্ষা করে থাকে ৷ ওই ব্যক্তি গাড়ি থেকে হলুদ ও সাদা রঙের দুটি প্যাকেট বের করে যার মধ্যে নগদ কয়েক লক্ষ টাকা ছিল বলে জানা গিয়েছে। এরপর তিনি বাইকে উঠে গেলে দুই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভাইরাল ভিডিয়োটি দেখার পরই গুরুত্ব দিয়েছে পুলিশ ৷ ইতিমধ্যেই একটি মামলাও দায়ের হয়েছে ৷ একই সঙ্গে অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি অভিযানও শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: বাঘের নখের লকেট পড়ায় গ্রেফতার 'বিগ বস' প্রতিযোগী!

জানা গিয়েছে, গাড়িটি আনেকালের কাসাবার বাসিন্দা মোহন বাবুর ৷ তার কাছে মূলত জমি রেজিস্ট্রি করার জন্য নগদ টাকা ছিল। বেলা দেড়টার দিকে বাবু ও তাঁর এক আত্মীয় গাড়িটি রেজিস্ট্রার অফিসের কাছে দাঁড় করিয়ে রাখেন। দুপুর আড়াইটের দিকে ফিরে এসে বাবু দেখতে পান গাড়ির জানালা ভাঙা এবং নগদ টাকার প্যাকেটও গাড়ি থেকে উধাও ৷ এরপর মোহন বাবু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ সোশাল মিডিয়ায় চুরির এই ভিডিয়ো ভাইরাল হতেই বিভিন্ন রকম মন্তব্য উড়ে এসেছে ৷

বেঙ্গালুরু, 23 অক্টোবর: দাঁড়িয়ে থাকা বিএমডব্লু গাড়ির কাঁচ ভেঙে কয়েক লক্ষ টাকা লুঠ ৷ বেঙ্গালুরুতে দুটি লোক একটি বাইকে এসে দাঁড়িয়ে থাকা বিএমডব্লু গাড়ির জানালার কাঁচ ভেঙে প্রায় 14 লক্ষ টাকা লুঠ করে। ঘটনার ভিডিয়ো স্থানীয় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ৷ পরে লুঠের সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। শুক্রবার বিকেলে সরজাপুরের সোমপুরায় সাব-রেজিস্ট্রার অফিসের কাছে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি হেলমেট পরা একটি বাইকে অপেক্ষা করছেন, অন্যজন গাড়ির কাছে হেঁটে যাওয়ার সময় তার পকেট থেকে কিছু বের করে গাড়ির জানালায় লাগিয়ে দেন। এরপর তিনি চালকের পাশের জানালা ভেঙে গাড়ির ভিতরে প্রবেশ করেন। অনুমান করা হচ্ছে, ওই ব্যক্তি গাড়ির কাঁচ ভাঙার জন্য একটি স্পার্ক প্লাগ সিরামিক ব্যবহার করে থাকতে পারে। অন্যদিকে, বাইকে থাকা তার সহযোগী শেষ পর্যন্ত তার জন্য অপেক্ষা করে থাকে ৷ ওই ব্যক্তি গাড়ি থেকে হলুদ ও সাদা রঙের দুটি প্যাকেট বের করে যার মধ্যে নগদ কয়েক লক্ষ টাকা ছিল বলে জানা গিয়েছে। এরপর তিনি বাইকে উঠে গেলে দুই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভাইরাল ভিডিয়োটি দেখার পরই গুরুত্ব দিয়েছে পুলিশ ৷ ইতিমধ্যেই একটি মামলাও দায়ের হয়েছে ৷ একই সঙ্গে অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি অভিযানও শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: বাঘের নখের লকেট পড়ায় গ্রেফতার 'বিগ বস' প্রতিযোগী!

জানা গিয়েছে, গাড়িটি আনেকালের কাসাবার বাসিন্দা মোহন বাবুর ৷ তার কাছে মূলত জমি রেজিস্ট্রি করার জন্য নগদ টাকা ছিল। বেলা দেড়টার দিকে বাবু ও তাঁর এক আত্মীয় গাড়িটি রেজিস্ট্রার অফিসের কাছে দাঁড় করিয়ে রাখেন। দুপুর আড়াইটের দিকে ফিরে এসে বাবু দেখতে পান গাড়ির জানালা ভাঙা এবং নগদ টাকার প্যাকেটও গাড়ি থেকে উধাও ৷ এরপর মোহন বাবু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ সোশাল মিডিয়ায় চুরির এই ভিডিয়ো ভাইরাল হতেই বিভিন্ন রকম মন্তব্য উড়ে এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.