ETV Bharat / bharat

Viral Video of Bihar: মোবাইলের টর্চলাইটের আলোয় বক্তব্য রাখছেন তিন মন্ত্রী ! ভাইরাল ভিডিয়ো - সোশালে ভাইরাল ভিডিয়ো

সোশাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল বিহারের একটি ভিডিয়ো (Viral Video of Bihar) ৷ যেখানে দেখা গিয়েছে, টর্চলাইটের আলোয় বক্তব্য রাখছেন তিন মন্ত্রী ৷

video goes viral of Three Bihar ministers addressing meeting in torchlight
video goes viral of Three Bihar ministers addressing meeting in torchlight
author img

By

Published : Sep 12, 2022, 10:01 AM IST

সাসারাম(বিহার), 12 সেপ্টেম্বর: যে কোনও রাজ্যে যখন একটি দল ক্ষমতায় আসে তখন তাদের প্রধান লক্ষ্য হয় মানুষের উন্নয়ন ৷ ভোটের আগে ভাষণ দিয়ে একথাই প্রচার করা হয় ৷ জিতলে উন্নত রাস্তাঘাট থেকে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয় ৷ কিন্তু সেসব পূরণ হয় কি না যুগ যুগ ধরে তা নিয়ে প্রশ্ন ওঠে ।

এরকম প্রশ্নই যেন আরও একবার উঠে গিয়েছে বিহারের একটি ঘটনাকে ঘিরে ৷ সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ এই ভিডিয়োতে দেখা গিয়েছে রোহতাসের সাসারাম শহরের চেনারির ডাক বাংলো মাঠে টর্চলাইটের আলো জ্বালিয়ে সভায় ভাষণ দিচ্ছেন বিহারের তিন মন্ত্রী ৷ সভাস্থলে আলোর কোনও ব্যবস্থা না থাকায় কর্মী-সমর্থকরা তাদের মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে রাখেন । আর তার মধ্যেই বক্তব্য রাখেন মন্ত্রীরা (video goes viral of Three Bihar ministers addressing meeting in torchlight) । তবে এই ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ।

আরও পড়ুন: ট্রাফিকে আটকে ! রোগীর প্রাণ বাঁচাতে 3 কিমি দৌড়ে হাসপাতালে চিকিৎসক

জানা গিয়েছে, শনিবার বিকেলে স্থানীয় কংগ্রেস বিধায়ক(MLA) তথা বিহারের পঞ্চায়েত মন্ত্রী মুরারি প্রসাদ গৌতম, অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী অনিতা দেবী এবং সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মহম্মদ জামা খানের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । কিন্তু তিনজন মন্ত্রীই কোনও না কারণে সঠিক সময়ে সভাস্থলে আসতে পারেননি । তাঁরা সেখানে পৌঁছন সন্ধ্যা নামার বেশ কিছুটা পরে ৷ আর আলোর ব্যবস্থা না থাকায় অন্ধকারেই তাদের বক্তৃতা দিতে হয় ৷ তাই কর্মী-সমর্থকরা মোবাইলের টর্চলাইট জ্বালিয়ে দেন মন্ত্রীদের জন্য ।

সাসারাম(বিহার), 12 সেপ্টেম্বর: যে কোনও রাজ্যে যখন একটি দল ক্ষমতায় আসে তখন তাদের প্রধান লক্ষ্য হয় মানুষের উন্নয়ন ৷ ভোটের আগে ভাষণ দিয়ে একথাই প্রচার করা হয় ৷ জিতলে উন্নত রাস্তাঘাট থেকে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয় ৷ কিন্তু সেসব পূরণ হয় কি না যুগ যুগ ধরে তা নিয়ে প্রশ্ন ওঠে ।

এরকম প্রশ্নই যেন আরও একবার উঠে গিয়েছে বিহারের একটি ঘটনাকে ঘিরে ৷ সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ এই ভিডিয়োতে দেখা গিয়েছে রোহতাসের সাসারাম শহরের চেনারির ডাক বাংলো মাঠে টর্চলাইটের আলো জ্বালিয়ে সভায় ভাষণ দিচ্ছেন বিহারের তিন মন্ত্রী ৷ সভাস্থলে আলোর কোনও ব্যবস্থা না থাকায় কর্মী-সমর্থকরা তাদের মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে রাখেন । আর তার মধ্যেই বক্তব্য রাখেন মন্ত্রীরা (video goes viral of Three Bihar ministers addressing meeting in torchlight) । তবে এই ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ।

আরও পড়ুন: ট্রাফিকে আটকে ! রোগীর প্রাণ বাঁচাতে 3 কিমি দৌড়ে হাসপাতালে চিকিৎসক

জানা গিয়েছে, শনিবার বিকেলে স্থানীয় কংগ্রেস বিধায়ক(MLA) তথা বিহারের পঞ্চায়েত মন্ত্রী মুরারি প্রসাদ গৌতম, অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী অনিতা দেবী এবং সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মহম্মদ জামা খানের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । কিন্তু তিনজন মন্ত্রীই কোনও না কারণে সঠিক সময়ে সভাস্থলে আসতে পারেননি । তাঁরা সেখানে পৌঁছন সন্ধ্যা নামার বেশ কিছুটা পরে ৷ আর আলোর ব্যবস্থা না থাকায় অন্ধকারেই তাদের বক্তৃতা দিতে হয় ৷ তাই কর্মী-সমর্থকরা মোবাইলের টর্চলাইট জ্বালিয়ে দেন মন্ত্রীদের জন্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.