নয়াদিল্লি, 28 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা জাতির জনক মহাত্মা গান্ধির সঙ্গে করে কংগ্রেসের কটাক্ষের মুখে পড়তে হল উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে ৷ সোমবার মুম্বইয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে উপরাষ্ট্রপতি ধনকড় বলেছিলেন, "মহাত্মা গান্ধি সত্যাগ্রহ ও অহিংসার মাধ্যমে দেশকে ইংরেজদের গোলামির হাত থেকে মুক্ত করেছিলেন ৷ ভারতের সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আমাদের সেই একই পথে নিয়ে যাচ্ছেন, সেই পথে আমরা যেতে চাই ৷ গত শতাব্দীর মহাপুরুষ ছিলেন মহাত্মা গান্ধি, এই শতাব্দীর মহাপুরুষ হলেন নরেন্দ্র মোদি ৷"
উপরাষ্ট্রপতির এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক ৷ জগদীপ ধনকড়ের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, চাটুকারিতার সমস্ত সীমা পার করে গিয়েছেন উপরাষ্ট্রপতি ৷ অন্য কারও সঙ্গে মহাত্মা গান্ধির তুলনা করা লজ্জাজনক বিষয় ৷ এতে মহাত্মা গান্ধিরই অপমান করা হয় ৷ তাঁর কথায়, "আমরা সবাই জানি চাটুকারিতার একটা সীমা থাকে, উপরাষ্ট্রপতি সেই সীমা পার করে গিয়েছেন ৷ নিজের পদে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের চাটুকারিতার কোনও মূল্য নেই ৷ তা পদের গরিমাকেই নষ্ট করে ৷ "
-
My take on the comparison of mahatma with Modi . https://t.co/MRPFMWM28x pic.twitter.com/cNuTF4DP1m
— Manickam Tagore .B🇮🇳✋மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My take on the comparison of mahatma with Modi . https://t.co/MRPFMWM28x pic.twitter.com/cNuTF4DP1m
— Manickam Tagore .B🇮🇳✋மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) November 28, 2023My take on the comparison of mahatma with Modi . https://t.co/MRPFMWM28x pic.twitter.com/cNuTF4DP1m
— Manickam Tagore .B🇮🇳✋மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) November 28, 2023
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন জগদীপ ধনকড় ৷ বিরোধীদের অভিযোগ, দেশের উপরাষ্ট্রপতি পদে বসেও তাঁর নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না জগদীপ ধনকড় ৷ তিনি কেন্দ্রের শাসক দলের সুরে সুর মিলিয়ে কাজ করে চলেছেন ৷ পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ৷ রাজ্যসভাতেও তিনি বিরোধীদের বলতে দেন না বা সঠিক সময় দেন না বলে একাধিক সাংসদ অভিযোগ করেছেন ৷ এরআগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীনও তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিবাদ হয় ৷ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে চরম পৌঁছেছিল সেই বিরোধ ৷
আরও পড়ুন: