ETV Bharat / bharat

SC on Godhra Case: গোধরা-কাণ্ড গুরুতর ঘটনা, তিন অভিযুক্তের জামিন খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট - গোধরায় ট্রেনে আগুন ধরানোর ঘটনা

Supreme Court Rejects Bail Godhra Train Burning Case: সোমবার গোধরায় ট্রেনে আগুন ধরানোর ঘটনায় তিন অভিযুক্তের জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় ৷ অত্যন্ত গুরুতর ঘটনা ৷ 2002 সালের 27 ফেব্রুয়ারি গুজরাতের গোধরায় সবরমতী এক্সপ্রেসে আগুন ধরানোর ঘটনাটি ঘটে ৷ এর পরই গুজরাত জুড়ে হিংসা ছড়ায় ৷

Supreme Court
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Aug 14, 2023, 2:27 PM IST

Updated : Aug 14, 2023, 3:05 PM IST

নয়াদিল্লি, 14 অগস্ট: গোধরা-কাণ্ডে তিনজনের জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ সোমবার শীর্ষ আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে আদালত জানিয়েছে যে গোধরায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত গুরুতর ৷ এটাকে বিচ্ছিন্ন হিসেবে দেখা ঠিক নয় ৷

উল্লেখ্য, 2002 সালের 27 ফেব্রুয়ারি গুজরাতের গোধরায় সবরমতী এক্সপ্রেসের এস-6 কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ যার জেরে 59 জনের নিহত হয়েছিলেন ৷ এছাড়াও ট্রেনের কামরায় পাথর ছোড়া ও যাত্রীদের কাছ থেকে অলঙ্কার লুট করার লুটের ঘটনাও ঘটে ৷ সেই ঘটনাতেই এই তিনজন অভিযুক্ত ।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, গোধরা-কাণ্ডের পরই গুজরাত জুড়ে হিংসা ছড়ায় ৷ সেই হিংসায় বহু মানুষের প্রাণ যায় ৷ বহু মানুষের ক্ষতি হয় ৷ সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি ৷ তখন তাঁকে গুজরাত হিংসার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল ৷

আরও পড়ুন: গোধরা-পরবর্তী দাঙ্গায় অভিযুক্ত 22 জনকে বেকসুর খালাস করল আদালত

সুপ্রিম কোর্টে গোধরা-কাণ্ডে তিন অভিযুক্তের জামিনের শুনানি: ওই তিন অভিযুক্তের নাম সওকাত ইউসুফ ইসমাইল মোহন ওরফে বিবিনো, সিদ্দিক ওরফে মাতুঙ্গা আবদুল্লা বাদাম শেখ এবং বিলাল আবদুল্লা ইসমাইল বাদাম ঘাঞ্চি ৷ তাঁরা শীর্ষ আদালতে জামিনের আবেদন করেছিলেন ৷

তাঁদের হয়ে এ দিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন সিনিয়র আইনজীবী সঞ্জয় হেগড়ে ৷ তিনি দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে যুক্তি দেন যে অভিযুক্তদের মধ্যে দু’জনের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ তোলা হয় ৷ তৃতীয় অভিযুক্তের বিরুদ্ধে অলঙ্কার চুরির অভিযোগ রয়েছে ৷ কিন্তু কোনও অলঙ্কার উদ্ধার করা যায়নি ৷

এই মামলায় গুজরাত সরকারের তরফে আদালতে জানানো হয় যে অভিযুক্তরা কেবল পাথর ছোড়াই নয়, তারা যাত্রীদের আহত করেছিল ও তাদের অলঙ্কার লুট করেছিল । প্রতিটি অভিযুক্তের নির্দিষ্ট ভূমিকা রয়েছে ওই ঘটনায় । এ দিনের শুনানিতে প্রধান বিচারপতি, বিচারপতি জে বি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ উল্লেখ করেছে যে অভিযুক্তদের শাস্তি বাড়ানোর জন্য গুজরাত সরকার আবেদন করেছে ৷ সেই আবেদনের এখনও কোনও নিষ্পত্তি হয়নি ৷

আরও পড়ুন: গোধরাকাণ্ডে 11 জন দোষীর মৃত্যুদণ্ড চায় গুজরাত সরকার, আর্জি সুপ্রিম কোর্টে

আদালতকে আইনজীবী হেগড়ে জানান, সোনার অলঙ্কার উদ্ধার হয়নি ও দোষীরা 17 বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছে । সলিসিটর জেনারেল তুষার মেহতা ও অ্যাডভোকেট স্বাতী ঘিলদিয়াল সুপ্রিম কোর্টে গুজরাত সরকারের হয়ে সওয়াল করেন ৷ তুষার মেহতা তখন সঞ্জয় হেগড়ের দাবিকে অস্বীকার করেন ৷ তখন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, "এই ঘটনাটিও অত্যন্ত গুরুতর... এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়.... ৷"

আদালতে তুষার মেহতা জানান, একজন অভিযুক্তকে প্রধান ষড়যন্ত্রকারী হিসাবে দোষী সাব্যস্ত করা হয়েছিল ৷ তিনি ট্রেনের কামরা পোড়ানোর কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন । আদালত জানিয়েছে, এই বিষয়ে উপযুক্ত বেঞ্চের সামনে আপিলের তালিকা করা হবে ৷ সেখানেই বিষয়টিকে শোনা হবে৷ আর এই বিষয়টি অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না ৷ কিন্তু এই পরিস্থিতিতে অভিযুক্তদের জামিন দেওয়া সম্ভব নয় ৷ তবে এতে তাদের আপিলের অধিকারে প্রভাব পড়বে না ৷ তাই এই নিয়ে একটি বেঞ্চ তৈরি হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন: গোধরা-কাণ্ডে দোষী সাব্যস্তের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

গত এপ্রিলে শীর্ষ আদালত এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আটজন দোষীর জামিনের আবেদন মঞ্জুর করেছিল । আদালত তখন উল্লেখ করেছিল যে তারা প্রায় 17-18 বছর ধরে জেলে ছিল এবং তাদের আপিলের শুনানির আগে সময় লাগবে । তবে, আদালত এই মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত অন্য চারজনের জামিনের আবেদন অবশ্য আগেই খারিজ করে দিয়েছিল ৷

গুজরাত সরকার আদালতের সামনে যুক্তি দিয়েছিল যে এটি বিরল ঘটনাগুলির মধ্যে সবচেয়ে বিরল ৷ কারণ, এই ক্ষেত্রে মহিলা এবং শিশু-সহ 59 জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল ।

নয়াদিল্লি, 14 অগস্ট: গোধরা-কাণ্ডে তিনজনের জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ সোমবার শীর্ষ আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে আদালত জানিয়েছে যে গোধরায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত গুরুতর ৷ এটাকে বিচ্ছিন্ন হিসেবে দেখা ঠিক নয় ৷

উল্লেখ্য, 2002 সালের 27 ফেব্রুয়ারি গুজরাতের গোধরায় সবরমতী এক্সপ্রেসের এস-6 কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ যার জেরে 59 জনের নিহত হয়েছিলেন ৷ এছাড়াও ট্রেনের কামরায় পাথর ছোড়া ও যাত্রীদের কাছ থেকে অলঙ্কার লুট করার লুটের ঘটনাও ঘটে ৷ সেই ঘটনাতেই এই তিনজন অভিযুক্ত ।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, গোধরা-কাণ্ডের পরই গুজরাত জুড়ে হিংসা ছড়ায় ৷ সেই হিংসায় বহু মানুষের প্রাণ যায় ৷ বহু মানুষের ক্ষতি হয় ৷ সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি ৷ তখন তাঁকে গুজরাত হিংসার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল ৷

আরও পড়ুন: গোধরা-পরবর্তী দাঙ্গায় অভিযুক্ত 22 জনকে বেকসুর খালাস করল আদালত

সুপ্রিম কোর্টে গোধরা-কাণ্ডে তিন অভিযুক্তের জামিনের শুনানি: ওই তিন অভিযুক্তের নাম সওকাত ইউসুফ ইসমাইল মোহন ওরফে বিবিনো, সিদ্দিক ওরফে মাতুঙ্গা আবদুল্লা বাদাম শেখ এবং বিলাল আবদুল্লা ইসমাইল বাদাম ঘাঞ্চি ৷ তাঁরা শীর্ষ আদালতে জামিনের আবেদন করেছিলেন ৷

তাঁদের হয়ে এ দিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন সিনিয়র আইনজীবী সঞ্জয় হেগড়ে ৷ তিনি দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে যুক্তি দেন যে অভিযুক্তদের মধ্যে দু’জনের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ তোলা হয় ৷ তৃতীয় অভিযুক্তের বিরুদ্ধে অলঙ্কার চুরির অভিযোগ রয়েছে ৷ কিন্তু কোনও অলঙ্কার উদ্ধার করা যায়নি ৷

এই মামলায় গুজরাত সরকারের তরফে আদালতে জানানো হয় যে অভিযুক্তরা কেবল পাথর ছোড়াই নয়, তারা যাত্রীদের আহত করেছিল ও তাদের অলঙ্কার লুট করেছিল । প্রতিটি অভিযুক্তের নির্দিষ্ট ভূমিকা রয়েছে ওই ঘটনায় । এ দিনের শুনানিতে প্রধান বিচারপতি, বিচারপতি জে বি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ উল্লেখ করেছে যে অভিযুক্তদের শাস্তি বাড়ানোর জন্য গুজরাত সরকার আবেদন করেছে ৷ সেই আবেদনের এখনও কোনও নিষ্পত্তি হয়নি ৷

আরও পড়ুন: গোধরাকাণ্ডে 11 জন দোষীর মৃত্যুদণ্ড চায় গুজরাত সরকার, আর্জি সুপ্রিম কোর্টে

আদালতকে আইনজীবী হেগড়ে জানান, সোনার অলঙ্কার উদ্ধার হয়নি ও দোষীরা 17 বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছে । সলিসিটর জেনারেল তুষার মেহতা ও অ্যাডভোকেট স্বাতী ঘিলদিয়াল সুপ্রিম কোর্টে গুজরাত সরকারের হয়ে সওয়াল করেন ৷ তুষার মেহতা তখন সঞ্জয় হেগড়ের দাবিকে অস্বীকার করেন ৷ তখন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, "এই ঘটনাটিও অত্যন্ত গুরুতর... এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়.... ৷"

আদালতে তুষার মেহতা জানান, একজন অভিযুক্তকে প্রধান ষড়যন্ত্রকারী হিসাবে দোষী সাব্যস্ত করা হয়েছিল ৷ তিনি ট্রেনের কামরা পোড়ানোর কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন । আদালত জানিয়েছে, এই বিষয়ে উপযুক্ত বেঞ্চের সামনে আপিলের তালিকা করা হবে ৷ সেখানেই বিষয়টিকে শোনা হবে৷ আর এই বিষয়টি অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না ৷ কিন্তু এই পরিস্থিতিতে অভিযুক্তদের জামিন দেওয়া সম্ভব নয় ৷ তবে এতে তাদের আপিলের অধিকারে প্রভাব পড়বে না ৷ তাই এই নিয়ে একটি বেঞ্চ তৈরি হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন: গোধরা-কাণ্ডে দোষী সাব্যস্তের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

গত এপ্রিলে শীর্ষ আদালত এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আটজন দোষীর জামিনের আবেদন মঞ্জুর করেছিল । আদালত তখন উল্লেখ করেছিল যে তারা প্রায় 17-18 বছর ধরে জেলে ছিল এবং তাদের আপিলের শুনানির আগে সময় লাগবে । তবে, আদালত এই মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত অন্য চারজনের জামিনের আবেদন অবশ্য আগেই খারিজ করে দিয়েছিল ৷

গুজরাত সরকার আদালতের সামনে যুক্তি দিয়েছিল যে এটি বিরল ঘটনাগুলির মধ্যে সবচেয়ে বিরল ৷ কারণ, এই ক্ষেত্রে মহিলা এবং শিশু-সহ 59 জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল ।

Last Updated : Aug 14, 2023, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.