ETV Bharat / bharat

দিল্লিতে বাতাসের গুণমান "অত্যন্ত খারাপ"

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড(CPCB)-র তথ্য অনুযায়ী বিগত চারদিন ধরে দিল্লির বাতাসের গুণমান খুবই খারাপ । এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাত্রা 371 ।

very poor air quality in Delhi
দিল্লিতে বাতাসের গুণমান
author img

By

Published : Nov 3, 2020, 10:22 PM IST

দিল্লি, 3 নভেম্বর : বিগত চারদিন ধরে রাজধানীর বাতাসের অবস্থা একইরকম । সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড(CPCB) আজও একই কথা জানিয়েছে, দিল্লিতে বাতাসের গুণমান খুবই খারাপ ।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের স্বাভাবিক মাত্রা 0 থেকে 50 ৷ 51 থেকে 100-র মধ্যে তা সন্তোষজনক হিসেবে ধরা হয় ৷ 101 থেকে 200-র মধ্যে তা মাঝারি হিসেবে ধরা হয় ৷ 201 থেকে 300-র মধ্যে থাকলে তা খারাপ ও 401 থেকে 500 মধ্যে থাকলে অতি খারাপ হিসেবে ধরা হয় ৷ CPCB-র তথ্য অনুযায়ী দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাত্রা 371 ।

ITO, কমনওয়েলথ গেমস ভিলেজ এবং প্রগতি ময়দানের আশেপাশে খুব ভোরে ভারী ধোঁয়াশা দেখা যায় । বিশেষজ্ঞদের মতে বাতাসের এমন অবস্থায় শারীরিক সমস্যা দেখা দেবে । বিশেষ করে যারা অসুস্থ তাঁদের উপর যথেষ্ট প্রভাব পড়বে ।

সকালে হাঁটতে বেড়িয়েছিলেন এক ব্যক্তি । তিনি বলেন,"সকালবেলা মানুষ শুদ্ধ বাতাস নিতে হাঁটতে বেরোন । কিন্তু দুর্ভাগ্যক্রমে বিগত কয়েকদিন ধরে বাতাসের অবস্থা খুবই খারাপ । এই দূষণ কমাতে আমাদের প্রত্যেকে দায়িত্ব নিতে হবে ।"

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ‘গ্রিন দিল্লি’ নামে একটি অ্যাপ চালু করেছেন । কেউ নিয়মভঙ্গ করলে তার বিরুদ্ধে এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ ।

দিল্লি, 3 নভেম্বর : বিগত চারদিন ধরে রাজধানীর বাতাসের অবস্থা একইরকম । সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড(CPCB) আজও একই কথা জানিয়েছে, দিল্লিতে বাতাসের গুণমান খুবই খারাপ ।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের স্বাভাবিক মাত্রা 0 থেকে 50 ৷ 51 থেকে 100-র মধ্যে তা সন্তোষজনক হিসেবে ধরা হয় ৷ 101 থেকে 200-র মধ্যে তা মাঝারি হিসেবে ধরা হয় ৷ 201 থেকে 300-র মধ্যে থাকলে তা খারাপ ও 401 থেকে 500 মধ্যে থাকলে অতি খারাপ হিসেবে ধরা হয় ৷ CPCB-র তথ্য অনুযায়ী দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাত্রা 371 ।

ITO, কমনওয়েলথ গেমস ভিলেজ এবং প্রগতি ময়দানের আশেপাশে খুব ভোরে ভারী ধোঁয়াশা দেখা যায় । বিশেষজ্ঞদের মতে বাতাসের এমন অবস্থায় শারীরিক সমস্যা দেখা দেবে । বিশেষ করে যারা অসুস্থ তাঁদের উপর যথেষ্ট প্রভাব পড়বে ।

সকালে হাঁটতে বেড়িয়েছিলেন এক ব্যক্তি । তিনি বলেন,"সকালবেলা মানুষ শুদ্ধ বাতাস নিতে হাঁটতে বেরোন । কিন্তু দুর্ভাগ্যক্রমে বিগত কয়েকদিন ধরে বাতাসের অবস্থা খুবই খারাপ । এই দূষণ কমাতে আমাদের প্রত্যেকে দায়িত্ব নিতে হবে ।"

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ‘গ্রিন দিল্লি’ নামে একটি অ্যাপ চালু করেছেন । কেউ নিয়মভঙ্গ করলে তার বিরুদ্ধে এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.