বারাণসী, 17 ই নভেম্বর: জ্ঞানব্যাপী মসজিদ মামলায় (Gyanvapi Mosque Case) আদালতে ধাক্কা খেল অঞ্জুমান ইসলামিয়া মসজিদ কমিটি (Anjuman Islamia Masjid Committee) ৷ জ্ঞানব্যাপী মসজিদ চত্বরের অধিকার দাবি করে হিন্দু পক্ষ যে মামলা করেছে, তার সারবত্তা নিয়েই প্রশ্ন তুলে পালটা আদালতে চ্য়ালেঞ্জ করেছিলেন কমিটির আইনজীবীরা ৷ বৃহস্পতিবার এই পালটা আবেদন বাতিল করে দেয় বারাণসী ফাস্ট ট্র্যাক কোর্ট (Varanasi Fast Track Court) ৷ এই মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 2 ডিসেম্বর ৷
সংশ্লিষ্ট হিন্দু পক্ষের দাবি, জ্ঞানব্যাপী মসজিদ চত্বরেই তারা একটি 'শিবলিঙ্গ' (Shivling) খুঁজে পেয়েছে ! যদিও এই দাবি ভিত্তিহীন বলে পালটা আদালতকে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ ৷ তাদের বক্তব্য, যে স্থাপত্যটিকে শিবলিঙ্গ বলে দাবি করা হচ্ছে, সেটি আদতে একটি ফোয়ারা ৷ আকৃতিগত বৈশিষ্ট্য়ের জন্যই সেটিকে শিবলিঙ্গ বলে ভ্রান্তি তৈরি হয়েছে ৷ কিন্তু, হিন্দু পক্ষ এসব শুনতে নারাজ ৷ তাদের দাবি, যেহেতু মসজিদ চত্বরে 'শিবলিঙ্গ' খুঁজে পাওয়া গিয়েছে, তাই মসজিদের ওই অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদেরই দিতে হবে ৷ এরই বিরোধিতা করে পালটা আদালতে আবেদন করে সংশ্লিষ্ট মসজিদ কমিটি ৷
আরও পড়ুন: জ্ঞানব্যাপী মসজিদে 'শিবলিঙ্গ' রক্ষার নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট
'শিবলিঙ্গ' খুঁজে পাওয়ার যুক্তিতে আরও একটি আলাদা মামলা রুজু করেছে বিশ্ব বৈদিক সনাতন সংস্থা (Vishwa Vedic Sanatan Sanstha) ৷ এই সংগঠনের সভাপতি জিতেন্দ্র সিং বিশেন এবং অন্যদের হয়ে জিতেন্দ্রর স্ত্রী কিরণ সিং এই মামলাটি রুজু করেছেন ৷ এই মামলায় হিন্দু পক্ষের হাতেই জ্ঞানব্যাপী মসজিদ চত্বর তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে ৷ পাশাপাশি, জ্ঞানব্য়াপী মসজিদে শুধুমাত্র হিন্দুদেরই উপাসনা করার অধিকার চাওয়া হয়েছে ৷ পাশাপাশি সেখানে মুসলিম সম্প্রদায়ের প্রবেশের উপর নিষেধাজ্ঞাও চেয়েছেন মামলাকারীরা ৷
কিন্তু, আদালত হিন্দু পক্ষের এই আর্জি মানেনি ৷ বদলে নিজের পর্যবেক্ষণে জানিয়েছে, "এই বিষয়টি মানা সম্ভব নয় ৷" আদালত স্পষ্ট জানিয়েছে, যতদিন বিষয়টি বিচারাধীন থাকবে, ততদিন পর্যন্ত ইসলাম ধর্মাবলম্বীদের এখানে প্রার্থনা করতে কোনও বাধা দেওয়া যাবে না ৷ অন্যদিকে, জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে যেখানে 'শিবলিঙ্গ' পাওয়া গিয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই অংশটিকে আগেই সংরক্ষিত করে রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ গত 11 নভেম্বর সেই নির্দেশের মেয়াদ আরও বাড়ায় শীর্ষ আদালত ৷