ETV Bharat / bharat

Gyanvapi Mosque: জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গণে এএসআই সমীক্ষার অনুমতি দিল বারাণসীর আদালত - Gyanvapi Mosque

Court Gives Permission For ASI Survey Of Gyanvapi Mosque Premises: জ্ঞানবাপী শ্রিংগার গৌরী মামলায় বারাণসীর আদালত চত্বরের এএসআই সমীক্ষার অনুমতি দিয়েছে ৷ তবে বাদ রাখা হয়েছে উজুখানাকে ৷

Gyanvapi Mosque
Gyanvapi Mosque
author img

By

Published : Jul 21, 2023, 4:56 PM IST

Updated : Jul 21, 2023, 5:45 PM IST

বারাণসী, 21 জুলাই: আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে (এএসআই) জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গণে সমীক্ষা চালানোর অনুমতি দিল বারাণসীর একটি আদালত । আদালত অবশ্য বলেছে যে উজুখানা (পূণ্যস্নান করার জায়গা), যেখানে শিবলিঙ্গের মতো কাঠামো পাওয়া গিয়েছে, তাকে সমীক্ষার আওতার বাইরে রাখা উচিত ।

এই মামলায় হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শংকর জৈন সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, "আমাকে জানানো হয়েছে যে, আমার আবেদন মঞ্জুর করা হয়েছে এবং আদালত জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের এএসআই সমীক্ষা করার নির্দেশ দিয়েছে ৷ তবে উজু ট্যাংক যা সিল করা হয়েছে, সেটিকে বাদ রাখা হয়েছে ।"

মিলল বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি: এএসআই দ্বারা সমগ্র জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গণের বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ চেয়ে হিন্দু পক্ষের তরফে করা আবেদনের আজ শুনানি ছিল আদালতে । গত 14 জুলাই আদালতে এ বিষয়ে সওয়াল-জবাব শেষ হয় । এ দিনের শুনানিতে বারাণসী জেলা আদালত হিন্দু মহিলা আবেদনকারীদের আবেদনে সাড়া দিয়ে উজুখানা ব্যতীত জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গণের বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিয়েছে ।

আরও পড়ুন: মথুরায় কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন ইদগাহে জমি জরিপের নির্দেশ আদালতের

4 অগস্টের মধ্যে রিপোর্ট: আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) এই মসজিদের জরিপ করবে । বারাণসী জেলা আদালত এএসআইকে 4 অগস্টের মধ্যে বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট জমা দিতে বলেছে । আদালত আরও নির্দেশ দিয়েছে যে, সমীক্ষার প্রক্রিয়া চলাকালীন মসজিদের ভিতরে মুসলমান উপাসকদের নমাজ পড়ায় ব্যাঘাত ঘটানো যাবে না ।

সমীক্ষার সময় বলে দিয়েছে আদালত: মসজিদের সম্পত্তির যাতে কোনও ক্ষতি না হয়, কর্তৃপক্ষকে সেই নির্দেশও দিয়েছে আদালত । সমীক্ষার সময় নিয়ে বারাণসী জেলা আদালত নির্দেশ দিয়েছে যে, বৈজ্ঞানিক সমীক্ষাটি সকাল 8-12 টার মধ্যে করতে হবে এএসআই-কে । আবেদনকারীরা বারাণসীর জ্ঞানবাপী মসজিদ চত্বরের সমীক্ষা করতে চেয়ে দাবি করেছেন যে, ওই এলাকায় একসময়ে মন্দির ছিল, সেটি ভেঙে মসজিদটি তৈরি করা হয়েছে ।

'লক্ষ লক্ষ মানুষের অনুভূতি জড়িয়ে': 14 জুলাই হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শংকর জৈন মামলাটি দায়ের করেন । এ বিষয়ে জেলা জজ আদালতে আবেদন করা হয় । আবেদনে অ্যাডভোকেট বলেছিলেন যে, জায়গাটি লক্ষ লক্ষ মানুষের অনুভূতির সঙ্গে সম্পর্কিত । তিনি আরও দাবি করেন যে, মন্দিরের অবশেষ কমপ্লেক্সের পশ্চিম দেওয়ালে দৃশ্যমান ছিল ।

বারাণসী, 21 জুলাই: আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে (এএসআই) জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গণে সমীক্ষা চালানোর অনুমতি দিল বারাণসীর একটি আদালত । আদালত অবশ্য বলেছে যে উজুখানা (পূণ্যস্নান করার জায়গা), যেখানে শিবলিঙ্গের মতো কাঠামো পাওয়া গিয়েছে, তাকে সমীক্ষার আওতার বাইরে রাখা উচিত ।

এই মামলায় হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শংকর জৈন সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, "আমাকে জানানো হয়েছে যে, আমার আবেদন মঞ্জুর করা হয়েছে এবং আদালত জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের এএসআই সমীক্ষা করার নির্দেশ দিয়েছে ৷ তবে উজু ট্যাংক যা সিল করা হয়েছে, সেটিকে বাদ রাখা হয়েছে ।"

মিলল বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি: এএসআই দ্বারা সমগ্র জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গণের বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ চেয়ে হিন্দু পক্ষের তরফে করা আবেদনের আজ শুনানি ছিল আদালতে । গত 14 জুলাই আদালতে এ বিষয়ে সওয়াল-জবাব শেষ হয় । এ দিনের শুনানিতে বারাণসী জেলা আদালত হিন্দু মহিলা আবেদনকারীদের আবেদনে সাড়া দিয়ে উজুখানা ব্যতীত জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গণের বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিয়েছে ।

আরও পড়ুন: মথুরায় কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন ইদগাহে জমি জরিপের নির্দেশ আদালতের

4 অগস্টের মধ্যে রিপোর্ট: আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) এই মসজিদের জরিপ করবে । বারাণসী জেলা আদালত এএসআইকে 4 অগস্টের মধ্যে বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট জমা দিতে বলেছে । আদালত আরও নির্দেশ দিয়েছে যে, সমীক্ষার প্রক্রিয়া চলাকালীন মসজিদের ভিতরে মুসলমান উপাসকদের নমাজ পড়ায় ব্যাঘাত ঘটানো যাবে না ।

সমীক্ষার সময় বলে দিয়েছে আদালত: মসজিদের সম্পত্তির যাতে কোনও ক্ষতি না হয়, কর্তৃপক্ষকে সেই নির্দেশও দিয়েছে আদালত । সমীক্ষার সময় নিয়ে বারাণসী জেলা আদালত নির্দেশ দিয়েছে যে, বৈজ্ঞানিক সমীক্ষাটি সকাল 8-12 টার মধ্যে করতে হবে এএসআই-কে । আবেদনকারীরা বারাণসীর জ্ঞানবাপী মসজিদ চত্বরের সমীক্ষা করতে চেয়ে দাবি করেছেন যে, ওই এলাকায় একসময়ে মন্দির ছিল, সেটি ভেঙে মসজিদটি তৈরি করা হয়েছে ।

'লক্ষ লক্ষ মানুষের অনুভূতি জড়িয়ে': 14 জুলাই হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শংকর জৈন মামলাটি দায়ের করেন । এ বিষয়ে জেলা জজ আদালতে আবেদন করা হয় । আবেদনে অ্যাডভোকেট বলেছিলেন যে, জায়গাটি লক্ষ লক্ষ মানুষের অনুভূতির সঙ্গে সম্পর্কিত । তিনি আরও দাবি করেন যে, মন্দিরের অবশেষ কমপ্লেক্সের পশ্চিম দেওয়ালে দৃশ্যমান ছিল ।

Last Updated : Jul 21, 2023, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.