চিতোরগড়, 2 অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিতোরগড় সফরের ঠিক আগে বন্দে ভারত এক্সপ্রেসকে দুর্ঘটনার কবলে ফেলার ষড়যন্ত্র ! একদল দুষ্কৃতী রাজস্থানের চিতোরগড় জেলায় বন্দে ভারত এক্সপ্রেসকে লাইনচ্যুত করার ছক কষেছিল বলে প্রাথমিক অনুমান রেলপুলিশের ৷ সেই প্রচেষ্টায় দুষ্কৃতীরা রেললাইনের উপর পাথর ও রড ফেলে রাখে বলে মনে করা হচ্ছে ৷ তবে চালকের সতর্কতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে ট্রেনটি রক্ষা পেয়েছে ৷ তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় বন্দে ভারত এক্সপ্রেস ৷
উদয়পুর থেকে জয়পুর পর্যন্ত বন্দে ভারত ট্রেনটি আজ রাজস্থানের চিতোরগড় জেলায় থামিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা ৷ ট্র্যাকে কিছু পাথর ও রড পড়ে থাকতে দেখে ট্রেন থামিয়ে দেন লোকো পাইলট ৷ উত্তর পশ্চিম রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক ক্যাপ্টেন শশিকিরণের মতে, লোকো পাইলটের সতর্কতার কারণেই দুর্ঘটনাটি এড়ানো গিয়েছে এবং এর বিভাগীয় তদন্ত চলছে ।
-
UDZ To JP #VandeBharatExpress Today on #Bhilwara track#Miscreants must be arrested !@RailMinIndia @AshwiniVaishnaw @GMNWRailway @NWRailways @VijaiShanker5 @kkgauba @PRYJ_Bureau @AmitJaitly5 @RailSamachar @DrAshokTripath @vijaythehindu @DrmAjmer @DRMJaipur @DRMJodhpurNWR pic.twitter.com/0KBeBWo4hJ
— RAILWHISPERS (@Railwhispers) October 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">UDZ To JP #VandeBharatExpress Today on #Bhilwara track#Miscreants must be arrested !@RailMinIndia @AshwiniVaishnaw @GMNWRailway @NWRailways @VijaiShanker5 @kkgauba @PRYJ_Bureau @AmitJaitly5 @RailSamachar @DrAshokTripath @vijaythehindu @DrmAjmer @DRMJaipur @DRMJodhpurNWR pic.twitter.com/0KBeBWo4hJ
— RAILWHISPERS (@Railwhispers) October 2, 2023UDZ To JP #VandeBharatExpress Today on #Bhilwara track#Miscreants must be arrested !@RailMinIndia @AshwiniVaishnaw @GMNWRailway @NWRailways @VijaiShanker5 @kkgauba @PRYJ_Bureau @AmitJaitly5 @RailSamachar @DrAshokTripath @vijaythehindu @DrmAjmer @DRMJaipur @DRMJodhpurNWR pic.twitter.com/0KBeBWo4hJ
— RAILWHISPERS (@Railwhispers) October 2, 2023
রেল একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, "ট্রেন নং 20979 উদয়পুর-জয়পুর বন্দে ভারত গঙ্গার-সোনিয়ানা সেকশনে কেএম নং 158/18, 158/19-তে থামে । ট্র্যাকের উপর কিছু বড় বড় পাথর ও এক ফুট দৈর্ঘ্যের দুটি রড থাকায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয় । ঘটনাটি এপিএফ/পোস্ট/ভিলওয়ারায় ঘটে, প্রায় সকাল 9:55-তে । ওই এলাকা চিতোরগড় জেলার এসএইচও/গঙ্গাররের অধীনে পড়ে ৷"
আরও পড়ুন: মাত্র 14 মিনিটেই সাফ হবে বন্দে ভারত ট্রেন! অত্যাধুনিক ব্যবস্থাপনা পূর্ব রেলের
ডিএসসি আজমের, আইপিএফ ভিলওয়ারা, পিডব্লিউআই গঙ্গার, স্থানীয় পুলিশ এবং জিআরপি-র আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করার পরে রেলওয়ে আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে । সোশাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, গঙ্গার-সোনিয়ানা অংশে ট্র্যাকের জগল প্লেটে পাথর এবং দুটি এক ফুট দৈর্ঘ্যের রড ঢোকানো ছিল ।
উদয়পুর থেকে জয়পুরগামী বন্দে ভারত ট্রেনটি 24 সেপ্টেম্বর যাত্রা শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ৷ মাত্র 10 দিন পেরিয়েছে এই ট্রেনের সফর । এর আগে, ট্রায়াল চলাকালীন বন্দে ভারতের সঙ্গে একটি গবাদি পশুর সংঘর্ষ হয়েছিল ।
এই বছরের শুরুতে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর থেকে বেশ কয়েকটি রাজ্য থেকে ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটে ৷ তবে এ ভাবে বন্দে ভারত এক্সপ্রেসকে দুর্ঘটনার কবলে ফেলতে ট্র্যাকে পাথর ফেলে রাখার ঘটনায় চিন্তিত রেলকর্তারা ৷ কিছুদিন আগেই করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা দেশবাসীর মনে ৷