ETV Bharat / bharat

Vande Bharat ট্রায়ালেই বাজিমাত বন্দে ভারতের, 180 কিলোমিটার গতিতে ছুটল এক্সপ্রেস - What is Vande Bharat Express

বন্দে ভারত ট্রেনের প্রাথমিক পরীক্ষা হল শুক্রবার ৷ এর ফলাফল নিয়ে রীতিমতো উত্তেজিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Vande Bharat Trial Run) ৷

Vande Bharat Train
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন
author img

By

Published : Aug 27, 2022, 8:31 AM IST

Updated : Aug 27, 2022, 9:10 AM IST

জবলপুর, 27 অগস্ট: বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গতি ছাড়াল 180 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ শুক্রবার ভারতে নির্মিত এই ট্রেনের টেস্ট রান হয় ৷ তার ছবি পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Vande Bharat train records 180 kmph speed in trial run) ৷

টুইটারে তিনি (Ashwini Vaishnaw Tweets) একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে দেখা যাচ্ছে স্পিড মাপার যন্ত্রের কাঁটা 180 ছাড়িয়ে যাচ্ছে ৷ পাশে রাখা একটি কাচের গ্লাসে জল ভর্তি ৷ তীব্র গতিতে ছুটছে ট্রেন ৷ কিন্তু গ্লাসের জল কোনওভাবে পড়ছে না ৷ ট্রেনের জানলাতেও কোনও ফাটল ধরেনি ৷ এ নিয়ে অশ্বিনী বৈষ্ণব টুইটে লেখেন, "এর মান যথেষ্ট উন্নত ৷ গ্লাসের দিকে দেখুন ৷ 180 কিলোমিটার/ঘণ্টা গতিতেও স্থিতিশীল অবস্থায় রয়েছে ৷"

প্রাথমিক চেকআপে কোটা-নাগডা রেলওয়ে সেকশনে (Kota Division) বিভিন্ন স্পিড মাত্রায় বন্দে ভারতের ট্রায়াল (Vande Bharat Trial Run) নেওয়া হয় ৷ রিসার্চ, ডিজাইন এবং স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন- আরডিএসও (SRDO) দল একেবারে নতুন ডিজাইনের বন্দে ভারতের 16টি বগি নিয়ে 180 কিমি প্রতি ঘণ্টায় ট্রায়াল চালান ৷

আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেস তৈরিতে তোড়জোড়, তালিকাভুক্ত 9 কোম্পানি

কোটা ডিভিশনে নানা পর্যায়ে ট্রায়াল হয় ৷ প্রথম পর্যায়ে, কোটা এবং ঘাট কা বারানা, দ্বিতীয় দফায় ঘাট কা বারানা এবং কোটার মধ্যে, তৃতীয়ত কুরলাসি এবং রামগঞ্জ মাণ্ডি, চতুর্থ ও পঞ্চম ট্রায়াল কুরলাসি এবং রামগঞ্জ মাণ্ডির ডাউন লাইনে পরীক্ষা হয় ৷ ষষ্ঠ পর্যায়ের ট্রায়াল হয় কুরলাসি এবং রামগঞ্জ মাণ্ডি এবং লাবানের ডাউন লাইনে ৷

এর মধ্যে অনেক জায়গাতেই এক্সপ্রেসের গতি 180 কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছেছে ৷ এই সেমি-হাই-স্পিড ট্রেনটি পুরোপুরি ভারতে নির্মিত ৷ এর আলাদা কোনও ইঞ্জিন নেই ৷ স্বয়ংক্রিয় পদ্ধতির দরজা এবং শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার বগি রয়েছে ৷ এছাড়া এই এক্সপ্রেসের অন্যতম আকর্ষণ রিভলভিং চেয়ার, যা 180 ডিগ্রি ঘুরতে পারে ৷

ভারতে তৈরি এই ট্রেন নিয়ে উচ্ছ্বসিত রেলমন্ত্রী টুইট করে লেখেন, "আত্মনির্ভর ভারতের গতি" ৷

জবলপুর, 27 অগস্ট: বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গতি ছাড়াল 180 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ শুক্রবার ভারতে নির্মিত এই ট্রেনের টেস্ট রান হয় ৷ তার ছবি পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Vande Bharat train records 180 kmph speed in trial run) ৷

টুইটারে তিনি (Ashwini Vaishnaw Tweets) একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে দেখা যাচ্ছে স্পিড মাপার যন্ত্রের কাঁটা 180 ছাড়িয়ে যাচ্ছে ৷ পাশে রাখা একটি কাচের গ্লাসে জল ভর্তি ৷ তীব্র গতিতে ছুটছে ট্রেন ৷ কিন্তু গ্লাসের জল কোনওভাবে পড়ছে না ৷ ট্রেনের জানলাতেও কোনও ফাটল ধরেনি ৷ এ নিয়ে অশ্বিনী বৈষ্ণব টুইটে লেখেন, "এর মান যথেষ্ট উন্নত ৷ গ্লাসের দিকে দেখুন ৷ 180 কিলোমিটার/ঘণ্টা গতিতেও স্থিতিশীল অবস্থায় রয়েছে ৷"

প্রাথমিক চেকআপে কোটা-নাগডা রেলওয়ে সেকশনে (Kota Division) বিভিন্ন স্পিড মাত্রায় বন্দে ভারতের ট্রায়াল (Vande Bharat Trial Run) নেওয়া হয় ৷ রিসার্চ, ডিজাইন এবং স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন- আরডিএসও (SRDO) দল একেবারে নতুন ডিজাইনের বন্দে ভারতের 16টি বগি নিয়ে 180 কিমি প্রতি ঘণ্টায় ট্রায়াল চালান ৷

আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেস তৈরিতে তোড়জোড়, তালিকাভুক্ত 9 কোম্পানি

কোটা ডিভিশনে নানা পর্যায়ে ট্রায়াল হয় ৷ প্রথম পর্যায়ে, কোটা এবং ঘাট কা বারানা, দ্বিতীয় দফায় ঘাট কা বারানা এবং কোটার মধ্যে, তৃতীয়ত কুরলাসি এবং রামগঞ্জ মাণ্ডি, চতুর্থ ও পঞ্চম ট্রায়াল কুরলাসি এবং রামগঞ্জ মাণ্ডির ডাউন লাইনে পরীক্ষা হয় ৷ ষষ্ঠ পর্যায়ের ট্রায়াল হয় কুরলাসি এবং রামগঞ্জ মাণ্ডি এবং লাবানের ডাউন লাইনে ৷

এর মধ্যে অনেক জায়গাতেই এক্সপ্রেসের গতি 180 কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছেছে ৷ এই সেমি-হাই-স্পিড ট্রেনটি পুরোপুরি ভারতে নির্মিত ৷ এর আলাদা কোনও ইঞ্জিন নেই ৷ স্বয়ংক্রিয় পদ্ধতির দরজা এবং শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার বগি রয়েছে ৷ এছাড়া এই এক্সপ্রেসের অন্যতম আকর্ষণ রিভলভিং চেয়ার, যা 180 ডিগ্রি ঘুরতে পারে ৷

ভারতে তৈরি এই ট্রেন নিয়ে উচ্ছ্বসিত রেলমন্ত্রী টুইট করে লেখেন, "আত্মনির্ভর ভারতের গতি" ৷

Last Updated : Aug 27, 2022, 9:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.