ETV Bharat / bharat

7 বছর থেকে বেড়ে আজীবন করা হল টেট শংসাপত্রের বৈধতা - শিক্ষামন্ত্রী

বাড়ানো হল টিচার্স এলিজিবিলিটি টেস্টের যোগ্যতা শংসাপত্রের বৈধতা ৷ সাত বছর থেকে বাড়িয়ে তা আজীবন করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পখরিয়াল ৷

validity-of-tet-certificates-extended-from-seven-years-to-lifetime-education-minister
7 বছর থেকে বেড়ে আজীবন করা হল টেট যোগ্যতা শংসাপত্রের বৈধতা
author img

By

Published : Jun 3, 2021, 4:47 PM IST

নয়াদিল্লি, 3 জুন : টেট বা টিচার্স এলিজিবিলিটি টেস্টের যোগ্যতা শংসাপত্রের বৈধতা সাত বছর থেকে বাড়িয়ে আজীবন করার কথা ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ৷ আজ শিক্ষামন্ত্রী রমেশ পখরিয়াল নিশাঙ্ক নয়া এই নির্দেশ জারি করেছেন ৷

তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্টের যোগ্যতার শংসাপত্রের মেয়াদ সাত বছর থেকে বাড়িয়ে আজীবন করে দেওয়া হবে ৷ তবে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী 2011 সালের টেট পরীক্ষা থেকে নয়া এই নিয়ম কার্যকর হবে ৷ সেই সঙ্গে আরও নির্দেশ দেওয়া হয়েছে, যে সকল টেট পরীক্ষার্থীর শংসাপত্র সাত বছর পেরিয়ে গিয়েছে, তাঁদের নয়া শংসাপত্র দিতে হবে ৷ সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকরা সেই ব্যবস্থা নেবে ৷

রমেশ পখরিয়াল
7 বছর থেকে বেড়ে আজীবন করা হল টেট যোগ্যতা শংসাপত্রের বৈধতা

আরও পড়ুন : আগামী পরীক্ষাগুলি কবে, রবিবার সব রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

রমেশ পখরিয়াল এনিয়ে আরও জানিয়েছেন, কেন্দ্রের এই নয়া সিদ্ধান্ত শিক্ষকতায় কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ ৷ স্কুল শিক্ষক হিসেবে চাকরি পেতে গেলে টেট পরীক্ষা বাধ্যতামূলক ৷

নয়াদিল্লি, 3 জুন : টেট বা টিচার্স এলিজিবিলিটি টেস্টের যোগ্যতা শংসাপত্রের বৈধতা সাত বছর থেকে বাড়িয়ে আজীবন করার কথা ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ৷ আজ শিক্ষামন্ত্রী রমেশ পখরিয়াল নিশাঙ্ক নয়া এই নির্দেশ জারি করেছেন ৷

তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্টের যোগ্যতার শংসাপত্রের মেয়াদ সাত বছর থেকে বাড়িয়ে আজীবন করে দেওয়া হবে ৷ তবে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী 2011 সালের টেট পরীক্ষা থেকে নয়া এই নিয়ম কার্যকর হবে ৷ সেই সঙ্গে আরও নির্দেশ দেওয়া হয়েছে, যে সকল টেট পরীক্ষার্থীর শংসাপত্র সাত বছর পেরিয়ে গিয়েছে, তাঁদের নয়া শংসাপত্র দিতে হবে ৷ সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকরা সেই ব্যবস্থা নেবে ৷

রমেশ পখরিয়াল
7 বছর থেকে বেড়ে আজীবন করা হল টেট যোগ্যতা শংসাপত্রের বৈধতা

আরও পড়ুন : আগামী পরীক্ষাগুলি কবে, রবিবার সব রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

রমেশ পখরিয়াল এনিয়ে আরও জানিয়েছেন, কেন্দ্রের এই নয়া সিদ্ধান্ত শিক্ষকতায় কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ ৷ স্কুল শিক্ষক হিসেবে চাকরি পেতে গেলে টেট পরীক্ষা বাধ্যতামূলক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.