ETV Bharat / bharat

শক্তিশালী, সমৃদ্ধ ভারত গড়ায় বাজপেয়ির অবদান চিরস্মরণীয়: মোদি

author img

By

Published : Dec 25, 2020, 10:33 AM IST

আজ রাজনেতা বাজপেয়িকে নিয়ে লেখা বই "অটল বিহারী বাজপেয়ি ইন পার্লামেন্ট: এ কমেমোরেটিভ ভলিউম"-এর প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

vajpayees-efforts-for-making-strong-prosperous-india-will-be-remembered-forever-pm-modi
vajpayees-efforts-for-making-strong-prosperous-india-will-be-remembered-forever-pm-modi

দিল্লি, 25 ডিসেম্বর : শক্তিশালী, সমৃদ্ধ ভারত গড়ায় বাজপেয়ির অবদান চিরস্মরণীয় ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর অটলবিহারী বাজপেয়ির জন্মদিনে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ শুক্রবার বাজপেয়ির 96তম জন্মদিনে তাঁর সমাধিস্থলে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়াও আজ দিল্লির "অটল সমাধিস্থলে" প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন লোকসভার স্পিকার ওম বিড়লা, স্বরাষ্ট্র্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন-রা ৷

আরও পড়ুন: বড়দিনে কিষান সম্মান নিধির পরবর্তী কিস্তির ঘোষণা প্রধানমন্ত্রীর, কৃষক জমায়েতের উদ্যোগ বিজেপির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির 96তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানাই ৷ তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নতি হয়েছিল ৷ শক্তিশালী, সমৃদ্ধ ভারত গড়ায় তাঁর অবদান কোনও দিন ভোলা যাবে না ৷"

আজ এইসঙ্গে রাজনেতা বাজপেয়িকে নিয়ে লেখা বই "অটলবিহারী বাজপেয়ি ইন পার্লামেন্ট: এ কমেমোরেটিভ ভলিউম"-এর প্রকাশ করলেন নরেন্দ্র মোদি ৷ বইটির প্রকাশক লোকসভা সেক্রিটরিয়েট ৷ পরবর্তীকালে বইটিকে আনুষ্ঠানিকভাবে সংসদের সেন্ট্রাল হলে প্রকাশ করা হবে ৷

দিল্লি, 25 ডিসেম্বর : শক্তিশালী, সমৃদ্ধ ভারত গড়ায় বাজপেয়ির অবদান চিরস্মরণীয় ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর অটলবিহারী বাজপেয়ির জন্মদিনে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ শুক্রবার বাজপেয়ির 96তম জন্মদিনে তাঁর সমাধিস্থলে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়াও আজ দিল্লির "অটল সমাধিস্থলে" প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন লোকসভার স্পিকার ওম বিড়লা, স্বরাষ্ট্র্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন-রা ৷

আরও পড়ুন: বড়দিনে কিষান সম্মান নিধির পরবর্তী কিস্তির ঘোষণা প্রধানমন্ত্রীর, কৃষক জমায়েতের উদ্যোগ বিজেপির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির 96তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানাই ৷ তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নতি হয়েছিল ৷ শক্তিশালী, সমৃদ্ধ ভারত গড়ায় তাঁর অবদান কোনও দিন ভোলা যাবে না ৷"

আজ এইসঙ্গে রাজনেতা বাজপেয়িকে নিয়ে লেখা বই "অটলবিহারী বাজপেয়ি ইন পার্লামেন্ট: এ কমেমোরেটিভ ভলিউম"-এর প্রকাশ করলেন নরেন্দ্র মোদি ৷ বইটির প্রকাশক লোকসভা সেক্রিটরিয়েট ৷ পরবর্তীকালে বইটিকে আনুষ্ঠানিকভাবে সংসদের সেন্ট্রাল হলে প্রকাশ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.