দেহরাদুন, 1 অক্টোবর: অঙ্কিতা ভাণ্ডারি খুনে (Ankita Bhandari Murder Case) গ্রেফতার করা হল উত্তরাখণ্ডের পাটোয়ারি (রাজস্ব দফতরের সাব-ইন্সপেক্টর ) বৈভব প্রতাপকে (Vaibhav Pratap) ৷ এই ঘটনায় অনেক আগে থেকেই তদন্তকারীদের আতসকাচের নীচে ছিলেন বৈভব ৷ সূত্রের দাবি, শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় আইপিএস রেণুকা দেবীর (IPS Renuka Devi) নেতৃত্বাধীন পুলিশের বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team) বা সিট (SIT) ৷ তাদের হাতে আসা তথ্য বলছে, অঙ্কিতা ভাণ্ডারি হত্যা কাণ্ডে মূল অভিযুক্ত পুলকিত আর্যর (Pulkit Arya) সঙ্গে সম্পর্ক রয়েছে এই বৈভবের ৷ তদন্তকারীদের দাবি, অঙ্কিতার খুনের ঘটনায় বৈভবের ভূমিকা যথেষ্ট রহস্যজনক ৷ সেই কারণেই তাঁর সঙ্গে বিশদে কথা বলা দরকার ছিল ৷ কিন্তু, প্রশ্নোত্তর পর্বে বৈভব তদন্তকারীদের সহযোগিতা করেননি বলে অভিযোগ ৷ ফলে শেষমেশ তাঁকে গ্রেফতার করা হয় ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামির (Pushkar Dhami) নির্দেশে যে বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছে, শুক্রবার সেই দলের সদস্যরা দীর্ঘক্ষণ বৈভবকে জিজ্ঞাসাবাদ করেন ৷ অভিযোগ, অঙ্কিতার মৃত্যুর পর একজন প্রশাসনিক আধিকারিক হিসাবে বৈভবের যে তৎপরতা দেখানো উচিত ছিল, তিনি সেই দায়িত্ব পালন করেননি ৷ যার জেরে তাঁকে ইতিমধ্য়েই সাসপেন্ড করেছেন পাউরি গাড়ওয়ালের জেলাশাসক ভি কে যোগদণ্ডে (VK Jogdande) ৷
আরও পড়ুন: 'আমার ছেলে সাদাসিধে !' দাবি মূল অভিযুক্ত পুলকিতের বাবার
অঙ্কিতা ভাণ্ডারি নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছেন ৷ বিভিন্ন জায়গায় বাড়ির মেয়ের নিখোঁজ হওয়া নিয়ে অভিযোগ জানিয়েছেন ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ বস্তুত, তাঁদের অভিযোগে কর্ণপাতই করেননি কর্তব্যরত আধিকারিকরা ! এই আধিকারিকদের মধ্য়ে অন্যতম বৈভব প্রতাপ ৷ সূত্রের দাবি, মেয়ের খোঁজে তাঁর দ্বারস্থও হয়েছিলেন অঙ্কিতার আপনজনেরা ৷ কিন্তু, বৈভব বিষয়টিকে আমলই দেননি ৷
এখানেই শেষ নয় ৷ তথ্য বলছে, অঙ্কিতার নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে আসতেই ছুটিতে চলে যান বৈভব ৷ এমনকী, গত 19 সেপ্টেম্বর এই ঘটনায় মূল অভিযুক্ত পুলকিত আর্যর সঙ্গেও দেখা করেন তিনি ! বিষয়টি জানার পরই সিট-এর রাডারে চলে আসেন বৈভব ৷ এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সূত্রের দাবি, আগামী দিনে এই ঘটনায় আরও একাধিক হেভিওয়েটকে গ্রেফতার করা হতে পারে ৷
এর আগে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কিতার বাবা জানিয়েছিলেন, তাঁরা প্রথমে বৈভবের কাছেই মেয়ের নিখোঁজ হওয়া নিয়ে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন ৷ কিন্তু, বৈভব সেই অভিযোগ নিতে অস্বীকার করেন ৷ পরে বিবেক কুমার (Vivek Kumar) নামে অন্য এক পাটোয়ারি এই অভিযোগ গ্রহণ করেন ৷ সে কথা জানার পরই ছুটিতে চলে যান বৈভব প্রতাপ !