ETV Bharat / bharat

Haridwar Hate Speech : হরিদ্বারে বিদ্বেষমূলক মন্তব্য মামলায় গ্রেফতার যতি নরসিংহানন্দ গিরি

হরিদ্বার ধর্ম সংসদে মুসলিম এবং মহিলাদের নিশানা করে বিদ্বেষমূলক মন্তব্য (Haridwar Dharma Sansad Hate Speech Case) করেছিলেন দসনা মন্দিরের পুরোহিত যতি নরসিংহানন্দ গিরি ৷ হরিদ্বার হেট স্পিচ মামলায় সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপের পর শেষমেশ তাঁকে গ্রেফতার করল উত্তরাখণ্ড পুলিশ ৷

Haridwar Hate Speech Arrest News
হরিদ্বার হেট স্পিচে গ্রেফতার যাতি নরসিংহানন্দ গিরি
author img

By

Published : Jan 16, 2022, 7:03 AM IST

Updated : Jan 16, 2022, 9:28 AM IST

দেরাদুন, 15 জানুয়ারি : গ্রেফতার হলেন যতি নরসিংহানন্দ গিরি ৷ শনিবার গভীর রাতে হরিদ্বারে তাঁর ধর্নাস্থলে পৌঁছায় উত্তরাখণ্ড পুলিশ (Religious leader Yati Narsinghanand arrested) ৷ গত মাসে হরিদ্বার ধর্ম সংসদে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে তাঁকে থানায় নিয়ে আসে পুলিশ ৷

17-19 ডিসেম্বর হরিদ্বার ধর্ম সংসদে (Haridwar Dharma Sansad) তিনি মুসলিম সম্প্রদায় এবং মহিলাদের বিরুদ্ধে প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করেন, যা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয় ৷ হরিদ্বার শহরের এসপি স্বতন্ত্র কুমার নরসিংহানন্দকে থানায় নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন ৷ এরপর শহরের সার্কেল অফিসার জানান, তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে 2-3টি কেস রয়েছে ৷

  • Haridwar | Religious leader Yati Narsinghanand arrested for Haridwar 'Dharm Sansad' hate speeches

    This is the second arrest in the case after Waseem Rizvi pic.twitter.com/2j0wv1Rsxz

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Haridwar Dharma Sansad Hate Speech Case : হরিদ্বারের ধর্মীয় সম্মলনে বিদ্বেষমূলক ভাষণের তদন্তে গঠিত হল সিট

হরিদ্বার হেট স্পিচের (Haridwar Hate Speech) ঘটনায় এটা দ্বিতীয় গ্রেফতারি ৷ 13 জানুয়ারি হরিদ্বারের রুরকি থেকে ওয়াসিম রিজ়ভি ওরফে জিতেন্দ্র নারায়ণ ত্যাগীকে (Waseem Rizvi aka Jitendra Narayan Tyagi) প্রথম গ্রেফতার করে পুলিশ ৷

গাজিয়াবাদে দসনা মন্দিরের পুরোহিত যতি নরসিংহানন্দ গিরি (Yati Narasimhanand Giri) ৷ হরিদ্বার ধর্ম সংসদে বিদ্বেষমূলক ও বিতর্কিত মন্তব্যের জন্য 10 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ 12 জানুয়ারি সুপ্রিম কোর্ট উত্তরাখণ্ড সরকারকে ভর্ৎসনা করে ৷ আদালতের তরফে 10 দিনের মধ্যে উত্তরাখণ্ডের জবাব তলব করা হয় ৷ তারপরেই উত্তরাখণ্ড পুলিশের এই পদক্ষেপ ৷

দেরাদুন, 15 জানুয়ারি : গ্রেফতার হলেন যতি নরসিংহানন্দ গিরি ৷ শনিবার গভীর রাতে হরিদ্বারে তাঁর ধর্নাস্থলে পৌঁছায় উত্তরাখণ্ড পুলিশ (Religious leader Yati Narsinghanand arrested) ৷ গত মাসে হরিদ্বার ধর্ম সংসদে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে তাঁকে থানায় নিয়ে আসে পুলিশ ৷

17-19 ডিসেম্বর হরিদ্বার ধর্ম সংসদে (Haridwar Dharma Sansad) তিনি মুসলিম সম্প্রদায় এবং মহিলাদের বিরুদ্ধে প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করেন, যা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয় ৷ হরিদ্বার শহরের এসপি স্বতন্ত্র কুমার নরসিংহানন্দকে থানায় নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন ৷ এরপর শহরের সার্কেল অফিসার জানান, তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে 2-3টি কেস রয়েছে ৷

  • Haridwar | Religious leader Yati Narsinghanand arrested for Haridwar 'Dharm Sansad' hate speeches

    This is the second arrest in the case after Waseem Rizvi pic.twitter.com/2j0wv1Rsxz

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Haridwar Dharma Sansad Hate Speech Case : হরিদ্বারের ধর্মীয় সম্মলনে বিদ্বেষমূলক ভাষণের তদন্তে গঠিত হল সিট

হরিদ্বার হেট স্পিচের (Haridwar Hate Speech) ঘটনায় এটা দ্বিতীয় গ্রেফতারি ৷ 13 জানুয়ারি হরিদ্বারের রুরকি থেকে ওয়াসিম রিজ়ভি ওরফে জিতেন্দ্র নারায়ণ ত্যাগীকে (Waseem Rizvi aka Jitendra Narayan Tyagi) প্রথম গ্রেফতার করে পুলিশ ৷

গাজিয়াবাদে দসনা মন্দিরের পুরোহিত যতি নরসিংহানন্দ গিরি (Yati Narasimhanand Giri) ৷ হরিদ্বার ধর্ম সংসদে বিদ্বেষমূলক ও বিতর্কিত মন্তব্যের জন্য 10 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ 12 জানুয়ারি সুপ্রিম কোর্ট উত্তরাখণ্ড সরকারকে ভর্ৎসনা করে ৷ আদালতের তরফে 10 দিনের মধ্যে উত্তরাখণ্ডের জবাব তলব করা হয় ৷ তারপরেই উত্তরাখণ্ড পুলিশের এই পদক্ষেপ ৷

Last Updated : Jan 16, 2022, 9:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.