দেরাদুন, 2 জুলাই : উত্তরাখণ্ডে আরও একবার দলের মুখ পরিবর্তন করতে চলেছে বিজেপি ? তাহলে কি উত্তরাখণ্ড নতুন মুখ্যমন্ত্রীর পেতে চলেছে ? তিরথ সিং রাওয়াতের হঠাৎ দিল্লি যাওয়ায় জল্পনাকে আরও উস্কে দিচ্ছে ৷ শোনা যাচ্ছে, কয়েক দিনের মধ্যে নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে উত্তরাখণ্ড ৷ ইটিভি ভারতের বিশেষ সূত্র অনুযায়ী, উত্তরাখণ্ডে ফের নেতৃত্ব বদলের মনস্থির করে নিয়েছে বিজেপি ৷ যদিও, নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷
5 মে করোনার কারণে উপ-নির্বাচন করা যাবে না বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন ৷ তারপর থেকে জল্পনা আরও বাড়ছিল ৷ কারণ মুখ্যমন্ত্রী তিরথ সিংকে 6 মাসের মধ্যে অর্থাৎ 9 সেপ্টেম্বরের আগেই বিধানসভার সদস্য হতে হবে ৷ আর তার জন্য উপ-নির্বাচনের প্রয়োজন ৷ যা এই মুহূর্তে করা যাবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ৷ আর যদি ভোটই না হয় তাহলে তো তিনি আর মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন না ৷
সেক্ষেত্রে উপ-নির্বাচন না হলে নেতৃত্ব বদলই একমাত্র উপায় ৷ কয়েক মাস আগে ত্রিবেন্দ্র সিং রাওয়াত মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ৷ তার জায়গায় 10 মার্চ মুখ্যমন্ত্রীর পদে বসেন তিরথ সিং রাওয়াত ৷ চার মাস কাটতে না কাটতেই আরও একবার নেতৃত্ব বদলের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷ এর পিছনে কারণও আছে ৷ তিরথ সিং মুখ্যমন্ত্রী ও লোকসভার সাংসদ ৷ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ছয় মাসের মধ্যে বিধানসভার সদস্য হতে হবে তাঁকে ৷ আর তার জন্য তাঁকে কোনও একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে ৷
আরও পড়ুন, ছেঁড়া জিনস প্রসঙ্গে ক্ষমা চাইলেন তীরথ সিং রাওয়াত
নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনে যদি এক বছর বা তার থেকে কম সময় বাকি থাকে, তাহলে ওই রাজ্যে উপ-নির্বাচন সম্ভব না ৷ এই মুহূর্তে গঙ্গোত্রি, হালদওয়ানি বিধানসভার আসন খালি রয়েছে ৷ তবে উপ-নির্বাচন কোনওভাবেই সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে ৷ সেক্ষেত্রে নেতৃত্ব পরিবর্তন ছাড়া কোনও বিকল্প থাকছে না ৷
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, উপনির্বাচন ছাড়া তিরথ সিং রাওয়াতের কাছে আর কোনও বিকল্প নেই ৷ তবে সল্ট বিধানসভা কেন্দ্র থেকে তিনি যদি নির্বাচনে লড়তেন তাহলে এত সমস্যা তৈরি হত না ৷ সে কারণেই উত্তরাখণ্ডের নেতৃত্ব পরিবর্তনে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷ 9 সেপ্টেম্বর তাঁর কার্যকাল শেষ হচ্ছে ৷ এর মধ্যে নেতৃত্ব পরিবর্তন না করলে তিরথ সিং রাওয়াতকে নিজেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে ৷ এতে পরবর্তী বিধানসভা নির্বাচনের জন্য মাত্র তিন মাস সময় বাকি থাকবে ৷
আরও পড়ুন, মানুষের মতোই বাঁচার অধিকার আছে করোনার, বললেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী
এই পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব এখন থেকেই উত্তরাখণ্ডে দলের মুখ পরিবর্তনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ হঠাৎ করে তিরথ সিংয়ের দিল্লি যাত্রা ও গতকাল সন্ধে পর্যন্ত দেরাদুনে ফিরে আসাও স্থগিত করা হয়েছে ৷ সূত্রের খবর, কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে ইস্তফা দিতে বলতে পারে ৷ আজ সকালে তিনি দেরাদুনে ফিরতে পারেন ৷ আগামী 2 দিনের মধ্যে উত্তরাখণ্ডের রাজনীতিতে বড় পরিবর্তন হতে পারে ৷
তবে সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তিরথ সিং রাওয়াত যদি ইস্তফা দেন, তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? যদিও এই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি ৷