গোপেশ্বর (উত্তরাখণ্ড), 21 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের তুষার ধসের জেরে মৃত আরও দু'জনের দেহ উদ্ধার হল। এনিয়ে ওই ঘটনায় এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্য়া 67 এবং নিখোঁজ 137।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, তপোবনের কাছে গতকাল সন্ধে নাগাদ তিনটি দেহ উদ্ধার করা হয়। এরপর মাঝরাতে সংলগ্ন এলাকায় আরও ২টি দেহ উদ্ধার করা হয়েছে। চলতি মাসের ৭ তারিখ তুষার ধসের ঘটনা ঘটে। তারপর থেকে প্রায় ১৫ দিন ধরে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে।
ধসে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে চামোলিতে নামানো হয় সেনা । পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনী একজোটে কাজ করে চলেছে। তবে সময় যত এগোচ্ছে, আটকে থাকা মানুষদের জীবিত উদ্ধারের আশা ততই কমে আসছে ।
এদিকে ধৌলি গঙ্গার জল অন্য় দিক দিয়ে পাঠানোর জন্য় NTPC র কাছে আবেদন করেছেন চামোলির জেলাশাসক স্বাতী এস ভাদুড়িয়া। তিনি জানিয়েছেন, ওই জল অন্য় দিক দিয়ে গেলে তা ব্য়ারাজের দিকে যাবে না, ফলে উদ্ধার কাজে কোনও সমস্য়া হবে না।
আরও পড়ুন- আরও 12 জনের দেহ উদ্ধার, উত্তরাখণ্ডে মৃত বেড়ে 50
এপ্রসঙ্গে তিনি জানান, ব্য়ারাজের কাছে জল ঢুকে গিয়ে অনেকসময় উদ্ধার কাজ ব্য়হত হচ্ছে। সেকারণে ওই জল অন্য়দিক দিয়ে পাঠানোর জন্য় NTPC কে বলা হয়েছে।
---------------------------------------
-------------------------------
Gopeshwar (Uttarakhand): Two more bodies were recovered from the flood-ravaged Tapovan-Vishnugad hydel project site, taking the death toll in the calamity in Uttarakhand to 67 even as search operations continued there for the 15th day on Sunday.
Three bodies had been recovered from the desilting tank near the Tapovan project barrage by Saturday evening while two more were extricated late at night, district administration officials said.
Search operation at the project site has been underway on a war footing basis for a fortnight since it bore the brunt of an avalanche triggered by a glacier burst over Rishi Ganga in Chamoli district on February 7.
READ: Guard drags woman out of hospital in Madhya Pradesh
The 13.2 mw Rishi Ganga hydel project was totally demolished in the avalanche while the Tapovan-Vishnugad hydel project suffered extensive damage.
The recovery of five bodies on Saturday takes the toll in the tragedy to 67 while 137 are still missing.
Chamoli District Magistrate Swati S Bhadauria had asked the NTPC to press into service additional excavators and divert the course of Dhauli Ganga to the other side so that its water does not flow through the barrage into Tapovan tunnel hampering sludge clearing efforts.
River water flowing into the tunnel from the barrage has been a major headache for rescuers at the tunnel making the muck clearing operations even more challenging, Bhadauria said.
PTI