ETV Bharat / bharat

অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ায় হরিদ্বারের 5 কোভিড রোগীর মৃত্যু

author img

By

Published : May 5, 2021, 5:13 PM IST

অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যু হল 5 করোনা রোগীর ৷ হরিদ্বারের রুরকির বেসরকারি হাসপাতালের ঘটনায় তদন্তের নির্দেশ দিল জেলা প্রশাসন ৷

Uttarakhand-five-covid-19-patients-die-at-roorkee-hospital-due-to-disruption-in-oxygen-supply
অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ায় হরিদ্বারের 5 কোভিড রোগীর মৃত্যু

রুরকি (উত্তরাখণ্ড), 5 মে : অক্সিজেনের অভাবে 5 করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হল উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার রুরকিতে ৷ একটি বেসরকারি হাসাপাতালে আধঘণ্টার জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় ৷ আর সেই সময়ের মধ্যেই 5 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ৷

হাসপাতালের তরফে এক চিকিৎসক জানিয়েছেন, মঙ্গলবার রাত 1টা 30 মিনিট থেকে 2টো পর্যন্ত হাসপাতালের অক্সিজেন সরবরাহ কোনও কারণে বন্ধ হয়ে যায় ৷ আর তার জেরেই এই দুর্ঘটনা ঘটে ৷ নিহত রোগীদের মধ্যে 1 জন রোগী ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন ৷ আর বাকি 4 রোগী অক্সিজেন বেডে ভর্তি ছিলেন ৷ এই ঘটনায় ম্যাজিস্ট্রেট স্তরে তদন্তের নির্দেশে দিয়েছেন হরিদ্বারের জেলাশাসক সি রবিশঙ্কর ৷

এই ঘটনা হাসপাতালের মেডিক্যাল অডিট হবে বলে জানিয়েছেন জেলাশাসক ৷ সেই অডিটের জন্য রুরকি জয়েন্ট সরকারি হাসাপাতালের মুখ্য় স্বাস্থ্য আধিকারিক এবং আরও 2 চিকিৎসককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ তাঁরাই রুরকির ওই বেসরকারি হাসপাতালের মেডিক্যাল অডিট করবেন ৷ এক সপ্তাহের মধ্যে অডিট শেষ করে তাঁরা জেলা প্রশাসনকে রিপোর্ট জমা দেবেন ৷ যেখানে হাসপাতালের অক্সিজেন সরবরাহের মাত্রা, চাহিদা এবং অক্সিজেনের প্রাপ্যতা নিয়ে তথ্য দিতে হবে ৷ সেই সঙ্গে হাসপাতালে কতজন রোগী ভর্তি রয়েছেন তাও জানাতে নির্দেশ দিয়েছেন হরিদ্বারের জেলাশাসক ৷

রুরকি (উত্তরাখণ্ড), 5 মে : অক্সিজেনের অভাবে 5 করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হল উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার রুরকিতে ৷ একটি বেসরকারি হাসাপাতালে আধঘণ্টার জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় ৷ আর সেই সময়ের মধ্যেই 5 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ৷

হাসপাতালের তরফে এক চিকিৎসক জানিয়েছেন, মঙ্গলবার রাত 1টা 30 মিনিট থেকে 2টো পর্যন্ত হাসপাতালের অক্সিজেন সরবরাহ কোনও কারণে বন্ধ হয়ে যায় ৷ আর তার জেরেই এই দুর্ঘটনা ঘটে ৷ নিহত রোগীদের মধ্যে 1 জন রোগী ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন ৷ আর বাকি 4 রোগী অক্সিজেন বেডে ভর্তি ছিলেন ৷ এই ঘটনায় ম্যাজিস্ট্রেট স্তরে তদন্তের নির্দেশে দিয়েছেন হরিদ্বারের জেলাশাসক সি রবিশঙ্কর ৷

এই ঘটনা হাসপাতালের মেডিক্যাল অডিট হবে বলে জানিয়েছেন জেলাশাসক ৷ সেই অডিটের জন্য রুরকি জয়েন্ট সরকারি হাসাপাতালের মুখ্য় স্বাস্থ্য আধিকারিক এবং আরও 2 চিকিৎসককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ তাঁরাই রুরকির ওই বেসরকারি হাসপাতালের মেডিক্যাল অডিট করবেন ৷ এক সপ্তাহের মধ্যে অডিট শেষ করে তাঁরা জেলা প্রশাসনকে রিপোর্ট জমা দেবেন ৷ যেখানে হাসপাতালের অক্সিজেন সরবরাহের মাত্রা, চাহিদা এবং অক্সিজেনের প্রাপ্যতা নিয়ে তথ্য দিতে হবে ৷ সেই সঙ্গে হাসপাতালে কতজন রোগী ভর্তি রয়েছেন তাও জানাতে নির্দেশ দিয়েছেন হরিদ্বারের জেলাশাসক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.