পাউরি, 21 মে: হিন্দুত্ববাদী সংগঠনের চাপের মুখে পড়ে মুসলিম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ভাঙলেন বাবা ৷ যাঁর রাজনৈতিক পরিচয়, তিনি একজন বিজেপি নেতা ৷ শনিবার ওই বিজেপি নেতা নিজেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন ৷ আগামী 28 মে তাঁর মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল ৷ পাউরি পৌরসভার চেয়ারম্যান যশপাল বেনাম জানান, তিনি তাঁর মেয়ের ভালোর জন্য মুসলিম যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন । কিন্তু তাঁদের বিয়ের কথা জানাজানি হতেই সোশাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া আসতে থাকে ৷ যার পরিপ্রেক্ষিতে মেয়ের বিয়ে স্থগিত করা হয়েছে বলে বিজেপি নেতা জানান । তিনি বলেন, "এখন আমাকে জনগণের কথাও শুনতে হবে ৷ তাই পাউরি শহরে 28 মে অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হওয়া মেয়ের বিয়ে বাতিল করা হয়েছে ।"
জানা গিয়েছে, শুক্রবার পাউরিতে ঝান্ডা চকে হিন্দুত্ববাদী দলগুলি যশপাল বেনামের মেয়ের সঙ্গে মুসলিম ছেলের বিয়ের প্রতিবাদ করে ৷ এমনকী ওই বিজেপি নেতার কুশপুত্তলিকা পোড়ানো হয় । সেই বিক্ষোভে অংশ নেয় ভিএইচপি, ভৈরব সেনা, বজরং দল । জেলা ভিএইচপি-এর কার্যকরী সভাপতি দীপক গৌড় বলেন, "আমরা এই ধরনের বিয়ের তীব্র বিরোধিতা করি ।" বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় বিজেপি নেতার মেয়ের বিয়ের কার্ডের একটি ছবি প্রকাশ্যে এসেছে । তারপরই সমালোচনার ঝড় উঠেছে ৷ সরব হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি ৷ ওয়াকিবহাল মহলের মতে, 'দ্য কেরালা স্টোরি'র প্রভাব ৷ যে ছবি নিয়ে সম্প্রতি শোরগোল দেশজুড়ে ৷
প্রসঙ্গত, সম্প্রতি বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের বিয়ে নিয়ে সরগরম হয়ে উঠেছিল সোশাল মিডিয়া ৷ এ বছরের 6 জানুয়ারি ফের একবার রাজনীতির সঙ্গে সিনে জগতের মেলবন্ধন হয়েছে ৷ স্বরা গাঁটছড়া বেঁধেছেন সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে ৷ তাঁদের বিয়েতেও হিন্দু মুসলিম তত্ত্ব সামনে খাড়া হয়েছিল ৷ তবে তাঁরা উত্তরাখণ্ডের বিজেপি নেতার মতো তাঁদের বিয়ে ভাঙেননি বা আলাদা হয়ে যাননি ৷ প্রথমে রে়জিস্ট্রি ম্যারেজ করলেও পরে স্বরা ও ফাহাদ দু'জনেই সব নিয়ম মেনে জাঁকজমক করে বিয়ে সারেন ৷
আরও পড়ুন: 'দুই সম্প্রদায়ের হৃদয়ের মিলন', সেলিব্রিটি বউমা স্বরাকে বরণের অপেক্ষায় ফাহাদের বরেলি