দেরাদুন, 3 জুলাই : তিরথ সিং রাওয়াতের পর কোনও বিধায়ককে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেব নির্বাচিত করার ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপি সভাপতি মদন কৌশিক ৷
এই প্রসঙ্গে শনিবার তিনি বলেন, "আজ সুপারভাইজার আর ইন-চার্জের এখানে (দেরাদুনে) আসার কথা ৷ 3টের সময় বিধায়কদের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে ৷ তার পর সরকার গঠনের ব্যাপারে রাজ্যপালের সঙ্গে দেখা করব ৷ হতে পারে যে বিধায়কদের মধ্যেই কেউ মুখ্যমন্ত্রী হলেন ৷"
তবে এদিন নির্বাচন কমিশনের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনও সমস্যা নেই বলে জানান তিনি ৷ কিন্তু কোভিড পরিস্থিতির জন্য তা করা সম্ভব হয়নি ৷ আর এই অবস্থায় "ইস্তফা দেওয়াই একমাত্র সমাধান" বলেন কৌশিক ৷ মার্চ মাসে ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বদলে তিরথ সিং রাওয়াতকে নির্বাচিত করে বিজেপি ৷
আরও পড়ুন : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিরথ ? কিন্তু কেন...
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ছ'মাসের মধ্যে গাড়ওয়ালের সাংসদ তিরথকে উপনির্বাচনে অংশ নিতে হত ৷ কারণ তিনি বিধায়ক ছিলেন না ৷ কিন্তু এই উপনির্বাচন ঘিরে জটিলতা তৈরি হয় ৷ এর আগে উত্তরাখণ্ডের মন্ত্রী আর কংগ্রেস নেতা নবপ্রভাত নির্বাচন কমিশনের কাছে উপনির্বাচন নিয়ে "ধন্দ কাটানোর" আবেদন জানান ৷