ETV Bharat / bharat

Amit Shah in Uttarakhand : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 64, আকাশপথে পরিদর্শন শাহের

উত্তরাখণ্ডে (Uttarakhand) নাগাড়ে বৃষ্টির জেরে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছল 64-তে ৷ এখনও নিখোঁজ 11 জন ৷ আজ আকাশপথে (Aerial Survey) দুর্গত এলাকা পরিদর্শন করেন অমিত শাহ (Amit Shah)৷

Uttarakhand: 64 Died, 11 Missing Due To Heavy Rains, says Amit Shah
উত্তরাখণ্ডে মৃত বেড়ে 64, আকাশপথে পরিদর্শন শাহের
author img

By

Published : Oct 21, 2021, 6:29 PM IST

দেরাদুন, 21 অক্টোবর : উত্তরাখণ্ডে (Uttarakhand) প্রবল বৃষ্টির জেরে হওয়া বন্যা ও ধসে মৃতের সংখ্যা বেড়ে হল 64 ৷ এখনও পর্যন্ত নিখোঁজ 11 জনেরও বেশি ৷ রাজ্যের বন্যা দুর্গত এলাকা আকাশপথে ঘুরে (Aerial Survey) দেখার পর এ কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ তবে তিনি জানান, এই বিপর্যয়ে কোনও পর্যটকের মৃত্যু হয়নি ৷ শুরু হয়ে গিয়েছে চার ধাম যাত্রা ৷

বৃহস্পতিবার আকাশপথে দুর্গত এলাকাগুলির পরিদর্শনে যান অমিত শাহ ৷ তাঁর সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি, রাজ্যপাল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং ও প্রতিরক্ষা ক্ষেত্রের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আমি কেন্দ্র ও রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠক করেছি ৷ সময়মতো বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা মেলায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে ৷ এখন চার ধাম যাত্রা শুরু হয়েছে ৷" এখনও পর্যন্ত 3,500 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন অমিত শাহ ৷ নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 3,500 জনকে ৷

আরও খবর: Uttarakhand Rain : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 45, আজ পরিদর্শনে যাচ্ছেন অমিত শাহ

শাহের কথায়, "3,500 জনকে উদ্ধার করা হয়েছে এনং রাজ্যের 16,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 17টি, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর 7টি দল, 15 কোম্পানি প্রভিন্সিয়াল আর্মড কনস্ট্যাবুলারি ও 5,000-এরও বেশি পুলিশকর্মী ৷"

  • Union Home Minister Amit Shah along with Uttarakhand CM Pushkar Singh Dhami, Governor Lt Gen Gurmit Singh (retd) conducted an aerial survey of the rain-affected areas of Uttarakhand pic.twitter.com/VkyQgvk3FS

    — ANI (@ANI) October 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Uttarakhand floods : উত্তরাখণ্ডে বাড়ছে মৃত্যু, মোদির সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

ধীরে ধীরে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে আশার কথা শুনিয়েছেন অমিত শাহ ৷ তিনি বলেছেন, "নৈনিতাল, আলমোরা ও হলদওয়ানিতে রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে ৷ শিগগিরই বিদ্যুৎকেন্দ্রগুলিও কাজ শুরু করবে ৷ রাজ্যের 80 শতাংশ এলাকাতেই মোবাইল পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন: Kedarnath : কেদারনাথে বেড়াতে গিয়ে আটকে আট বাঙালি পর্যটক

নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে ও যথোপযুক্ত ব্যবস্থা নিতে গতকালই উত্তরাখণ্ডের দেরাদুনে পৌঁছেছেন অমিত শাহ ৷ টানা তিন দিন ধরে অঝোরে বৃষ্টিতে ইতিমধ্যেই রাজ্যে 7 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷ তবে আবহাওয়ার উন্নতি হওয়ায় আটকে পড়া পর্যটকদের কেদারনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী ও বদ্রিনাথ - এই চার ধামে যাত্রা শুরু করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার ৷

আরও পড়ুন: Uttarakhand Landslide: ধসের জেরে নৈনিতালে আটকে হুগলির 13 পর্যটক

দেরাদুন, 21 অক্টোবর : উত্তরাখণ্ডে (Uttarakhand) প্রবল বৃষ্টির জেরে হওয়া বন্যা ও ধসে মৃতের সংখ্যা বেড়ে হল 64 ৷ এখনও পর্যন্ত নিখোঁজ 11 জনেরও বেশি ৷ রাজ্যের বন্যা দুর্গত এলাকা আকাশপথে ঘুরে (Aerial Survey) দেখার পর এ কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ তবে তিনি জানান, এই বিপর্যয়ে কোনও পর্যটকের মৃত্যু হয়নি ৷ শুরু হয়ে গিয়েছে চার ধাম যাত্রা ৷

বৃহস্পতিবার আকাশপথে দুর্গত এলাকাগুলির পরিদর্শনে যান অমিত শাহ ৷ তাঁর সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি, রাজ্যপাল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং ও প্রতিরক্ষা ক্ষেত্রের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আমি কেন্দ্র ও রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠক করেছি ৷ সময়মতো বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা মেলায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে ৷ এখন চার ধাম যাত্রা শুরু হয়েছে ৷" এখনও পর্যন্ত 3,500 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন অমিত শাহ ৷ নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 3,500 জনকে ৷

আরও খবর: Uttarakhand Rain : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 45, আজ পরিদর্শনে যাচ্ছেন অমিত শাহ

শাহের কথায়, "3,500 জনকে উদ্ধার করা হয়েছে এনং রাজ্যের 16,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 17টি, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর 7টি দল, 15 কোম্পানি প্রভিন্সিয়াল আর্মড কনস্ট্যাবুলারি ও 5,000-এরও বেশি পুলিশকর্মী ৷"

  • Union Home Minister Amit Shah along with Uttarakhand CM Pushkar Singh Dhami, Governor Lt Gen Gurmit Singh (retd) conducted an aerial survey of the rain-affected areas of Uttarakhand pic.twitter.com/VkyQgvk3FS

    — ANI (@ANI) October 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Uttarakhand floods : উত্তরাখণ্ডে বাড়ছে মৃত্যু, মোদির সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

ধীরে ধীরে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে আশার কথা শুনিয়েছেন অমিত শাহ ৷ তিনি বলেছেন, "নৈনিতাল, আলমোরা ও হলদওয়ানিতে রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে ৷ শিগগিরই বিদ্যুৎকেন্দ্রগুলিও কাজ শুরু করবে ৷ রাজ্যের 80 শতাংশ এলাকাতেই মোবাইল পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন: Kedarnath : কেদারনাথে বেড়াতে গিয়ে আটকে আট বাঙালি পর্যটক

নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে ও যথোপযুক্ত ব্যবস্থা নিতে গতকালই উত্তরাখণ্ডের দেরাদুনে পৌঁছেছেন অমিত শাহ ৷ টানা তিন দিন ধরে অঝোরে বৃষ্টিতে ইতিমধ্যেই রাজ্যে 7 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷ তবে আবহাওয়ার উন্নতি হওয়ায় আটকে পড়া পর্যটকদের কেদারনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী ও বদ্রিনাথ - এই চার ধামে যাত্রা শুরু করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার ৷

আরও পড়ুন: Uttarakhand Landslide: ধসের জেরে নৈনিতালে আটকে হুগলির 13 পর্যটক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.