লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 14 ডিসেম্বর: উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র (Lakhimpur Kheri incident was well planned) ৷ দাবি বিশেষ তদন্তকারী দলের ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্রের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে কিছু পরিবর্তন করা প্রয়োজন বলে বিচারককে জানিয়েছে সিট (SIT on Lakhimpur Kheri) ৷ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে-সহ অভিযুক্ত 13 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনার আবেদন জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা (Lakhimpur Kheri incident update) ৷
লখিমপুর খেরির হিংসার ঘটনার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলের অফিসার বিদ্যারাম দিবাকর গত সপ্তাহে সিজেএম আদালতে একটি আবেদন পেশ করেছেন ৷ ভারতীয় দণ্ডবিধির 279, 338 ও 304এ ধারার পরিবর্তে পরোয়ানায় নয়া ধারা আনতে চেয়েছেন তিনি ৷ সেই আবেদনে তদন্তকারী অফিসার এই ঘটনাকে সুপরিকল্পিত ও ইচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন ৷ তাঁর দাবি, গাফিলতি বা উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেনি ৷ পরোয়ানায় ভারতীয় দণ্ডবিধির 307 (খুনের চেষ্টা), 326 (বিপজ্জনক অস্ত্র দিয়ে ইচ্ছাকৃত ভাবে আঘাত করা), 338 এবং 304এ (গাফিলতির কারণে মৃত্যু)-এর ধারা যোগ করতে চেয়েছেন ওই তদন্তকারী অফিসার ৷
আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : লখিমপুরের ঘটনায় পাঁচজনের ছবি প্রকাশ সিটের, সাধারণ মানুষের কাছে পরিচয় জানাতে আর্জি
3 অক্টোবর লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর (Ashish Misra) ছেলে আশিস মিশ্রের (BJP MP Ajay Kumar Misra) বিরুদ্ধে ৷ এই ঘটনায় 4 জন কৃষক মারা যান ৷ এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ তাতে একজন সাংবাদিক-সহ আরও 3 জন মারা যান ৷ সেদিন মোট 8 জন প্রাণ হারিয়েছিলেন ৷ এখনও পর্যন্ত লখিমপুর খেরির ঘটনায় আশিস-সহ 13 জনকে গ্রেফতার করেছে সিট ৷ তাদের লখিমপুর খেরি জেলা সংশোধনাগারে রাখা হয়েছে ৷
আরও পড়ুন : Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে বিচারপতি নিয়োগে যোগী সরকারকে 15 নভেম্বর পর্যন্ত সময় সুপ্রিম কোর্টের