ETV Bharat / bharat

Lakhimpur Kheri Violence : লখিমপুরের তদন্তে এক সদস্যের কমিশন গড়ল উত্তরপ্রদেশ সরকার - কপিল সিবাল

লখিমপুর খেরি নিয়ে উত্তপ্ত গোটা দেশের রাজনীতি ৷ মুখ্যমন্ত্রী একজন সদস্যের তদন্ত কমিশন গঠন করলেন ৷ এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এই তদন্ত করবেন ৷ তদন্ত শেষ করতে হবে 2 মাসের মধ্যে ৷

একজন সদস্যের তদন্ত কমিশন
একজন সদস্যের তদন্ত কমিশন
author img

By

Published : Oct 7, 2021, 12:05 PM IST

লখনৌ, 7 অক্টোবর : লখিমপুরের ঘটনায় এক সদস্যর তদন্ত কমিশন (Commission) গঠন করল উত্তরপ্রদেশের যোগী সরকার (Uttar Pradesh Government) ৷ লখিমপুর খেরিতে 4 জন কৃষক-সহ 8 জন মারা যাওয়ার ঘটনায় তদন্ত কমিশন গঠন করার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র দফতরের আধিকারিক (Home Department Official) ৷ অন্যদিকে কাল স্বতঃপ্রণোদিত ভাবে (Suo Motu Cognisance) এই ঘটনায় মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ আজ তার শুনানি হওয়ার কথা ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, কমিশন গঠনের নোটিস দেওয়া হয়েছে ৷ দু'মাসের মধ্যে এই ঘটনার তদন্ত সম্পূর্ণ করতে হবে ৷ 6 অক্টোবর প্রকাশিত ওই নোটিসে জানানো হয়েছে, 'কমিশন অফ এনকোয়ারি অ্যাক্ট'-এর (Commissions of Enquiry Act) 3 নং ধারা অনুযায়ী, লখিমপুর খেরির (Lakhimpur Kheri) তদন্তে রাজ্যপাল এলাহাবাদ হাইকোর্টের (High Court, Allahabad) অবসরপ্রাপ্ত বিচারপতি (Retd Justice) প্রদীপকুমার শ্রীবাস্তবকে (Pradeep Kumar Srivastava) নিযুক্ত করলেন ৷ এই নোটিস জারির দিন থেকে 2 মাসের মধ্যে কমিশনকে তদন্ত সম্পূর্ণ করতে হবে ৷ এই সময়সীমার পরিবর্তন একমাত্র সরকার করতে পারবে ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : আমরা মৃতদের ন্যায়বিচার আদায় করতে এসেছি, লখিমপুরে পৌঁছে জানালেন রাহুল

3 অক্টোবর লখিমপুরের হিংসাত্মক ঘটনায় 8 জন মারা গিয়ছেন ৷ এর মধ্যে 4 জন কৃষকের উপর দিয়ে এসইউভি চালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ৷ গাড়িটিতে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের (Ajay Kumar Mishra) ছেলে আশিস মিশ্র (Ashish Mishra) ৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও গ্রেফতার করা হয়নি ৷

প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিবাল (Kapil Sibal) প্রধান বিচারপতি (Chief Justice of India) এন ভি রামানাকে (N V Ramana) ধন্যবাদ জানিয়েছেন লখিমপুরের মর্মান্তিক ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার জন্য ৷

লখনৌ, 7 অক্টোবর : লখিমপুরের ঘটনায় এক সদস্যর তদন্ত কমিশন (Commission) গঠন করল উত্তরপ্রদেশের যোগী সরকার (Uttar Pradesh Government) ৷ লখিমপুর খেরিতে 4 জন কৃষক-সহ 8 জন মারা যাওয়ার ঘটনায় তদন্ত কমিশন গঠন করার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র দফতরের আধিকারিক (Home Department Official) ৷ অন্যদিকে কাল স্বতঃপ্রণোদিত ভাবে (Suo Motu Cognisance) এই ঘটনায় মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ আজ তার শুনানি হওয়ার কথা ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, কমিশন গঠনের নোটিস দেওয়া হয়েছে ৷ দু'মাসের মধ্যে এই ঘটনার তদন্ত সম্পূর্ণ করতে হবে ৷ 6 অক্টোবর প্রকাশিত ওই নোটিসে জানানো হয়েছে, 'কমিশন অফ এনকোয়ারি অ্যাক্ট'-এর (Commissions of Enquiry Act) 3 নং ধারা অনুযায়ী, লখিমপুর খেরির (Lakhimpur Kheri) তদন্তে রাজ্যপাল এলাহাবাদ হাইকোর্টের (High Court, Allahabad) অবসরপ্রাপ্ত বিচারপতি (Retd Justice) প্রদীপকুমার শ্রীবাস্তবকে (Pradeep Kumar Srivastava) নিযুক্ত করলেন ৷ এই নোটিস জারির দিন থেকে 2 মাসের মধ্যে কমিশনকে তদন্ত সম্পূর্ণ করতে হবে ৷ এই সময়সীমার পরিবর্তন একমাত্র সরকার করতে পারবে ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : আমরা মৃতদের ন্যায়বিচার আদায় করতে এসেছি, লখিমপুরে পৌঁছে জানালেন রাহুল

3 অক্টোবর লখিমপুরের হিংসাত্মক ঘটনায় 8 জন মারা গিয়ছেন ৷ এর মধ্যে 4 জন কৃষকের উপর দিয়ে এসইউভি চালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ৷ গাড়িটিতে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের (Ajay Kumar Mishra) ছেলে আশিস মিশ্র (Ashish Mishra) ৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও গ্রেফতার করা হয়নি ৷

প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিবাল (Kapil Sibal) প্রধান বিচারপতি (Chief Justice of India) এন ভি রামানাকে (N V Ramana) ধন্যবাদ জানিয়েছেন লখিমপুরের মর্মান্তিক ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.