লখনউ, 3 মার্চ: এক বিরল ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ বিধানসভা (Uttar Pradesh Assembly) ৷ বিধানসভার পক্ষ থেকে পুরনো একটি মামলায় 6 জন পুলিশকর্মীকে একদিনের জন্য কারাবাসের সাজা শোনানো হল (One Day Imprisonment for 6 Cops) ! বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মামলাটি 2004 সালের ৷ রাজ্যের তৎকালীন বিজেপি বিধায়ক সলিল বিষ্ণোই একটি স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছিলেন ৷ এই ঘটনার সঙ্গে যুক্ত তৎকালীন 6 পুলিশকর্মীকেই এদিন কারাবাসের সাজা শোনানো হয় ৷
সংশ্লিষ্ট ঘটনার সূত্রপাত হয়েছিল কানপুরে ৷ সেই সময় শহরে লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে সরব হয়েছিলেন সলিল ৷ 2004 সালের 15 সেপ্টেম্বর কানপুরের তৎকালীন জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন তিনি ৷ অভিযোগ, সেই সময় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় ৷ এই আচরণের জন্য কর্তব্যরত 6 পুলিশকর্মীকে কাঠগড়ায় তুলেছিলেন সলিল ৷ সেই ঘটনাতেই দোষী সাব্যস্ত হয়েছেন অভিযুক্তরা ৷ আর তার জেরেই তাঁদের একদিনের জন্য হাজতবাসের নির্দেশ দিয়েছে রাজ্যের বিধানসভা ৷
বিশেষ নিয়ম মেনে এদিন উত্তরপ্রদেশ বিধানসভা আদালতের ভূমিকা পালন করে ৷ সেই আদালতে দোষী পুলিশকর্মীদের শাস্তির পক্ষে প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী সুরেশ খান্না ৷ দোষী 6 পুলিশকর্মীকেই একদিনের জন্য কারাগারে পাঠানোর আবেদন জানান তিনি ৷ পরবর্তীতে এই আবেদনকে স্বীকৃতি দিয়ে তার পক্ষে রায়দান করেন অধ্যক্ষ সতীশ মাহানা ৷ তিনি জানান, নিয়ম অনুসারে, বিধানসভার একটি কক্ষকে কারাগার হিসাবে গণ্য করা হবে ৷ সেই কারাগারে শুক্রবার মধ্যরাত পর্যন্ত বন্দি থাকবেন 6 পুলিশকর্মী ৷ সেখানেই তাঁদের খাওয়া-দাওয়া-সহ অন্য় সমস্ত ব্যবস্থা মজুত রাখা হবে ৷
আরও পড়ুন: 'ইউপি মে কা বা' খ্যাত গায়িকা নেহাকে শোকজ নোটিশ উত্তরপ্রদেশ পুলিশের
সাজাপ্রাপ্ত এই পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন, কানপুর নগরের বাবুপূর্ব এলাকার তৎকালীন সার্কেল অফিসার আবদুল সামাদ (বর্তমানে অবসরপ্রাপ্ত), কিদওয়ারি নগরের তৎকালীন এসএইচও শ্রীকান্ত শুক্লা, তৎকালীন সাব-ইন্সপেক্টর ত্রিলোকি সিং এবং তৎকালীন তিন কনস্টেবল ছোটে সিং, বিনোদ মিশ্রা এবং মেহেরবান সিং ৷ 2004 সালের সেই ঘটনায় ইতিমধ্য়েই এই 6 জন দুঃখপ্রকাশ করেছেন ৷ এর আগে সোমবার প্রিভিলেজ কমিটির বৈঠকের পর এই 6 জনকেই সমন পাঠানো হয়েছিল ৷ কমিটিই তাঁদের জন্য একদিনের কারাবাসের সাজা প্রস্তাব করে ৷ শুক্রবার সেই প্রস্তাব অনুসারে পদক্ষেপ করে বিধানসভা ৷