ETV Bharat / bharat

UP Assembly Election 2022 : উত্তরপ্রদেশে চলছে ষষ্ঠ দফা, ভোট দিয়ে যোগীর দাবি '80% আসনে জিতব'

author img

By

Published : Mar 3, 2022, 1:19 PM IST

উত্তরপ্রদেশে ষষ্ঠ দফার (Uttar Pradesh Assembly Election 2022) ভোটগ্রহণ চলছে ৷ যোগী আদিত্যনাথ (Yogi Adityanath casts his vote in Gorakhpur) ভোট দিয়ে আজও আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, 80 শতাংশ আসনেই জিতবে বিজেপি (Voting for the sixth phase)৷

Uttar Pradesh Assembly Election 2022: CM Yogi Adityanath casts his vote in Gorakhpur, says win 80 per cent seats
উত্তরপ্রদেশে চলছে ষষ্ঠ দফা, ভোট দিয়ে যোগীর দাবি '80% আসনে জিতব'

গোরক্ষপুর, 3 মার্চ: উত্তরপ্রদেশে ষষ্ঠ দফার নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022) চলছে ৷ সাতসকালে ভোট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath casts his vote in Gorakhpur)৷ গোরক্ষনাথ মন্দিরে পুজো দিয়ে ভোট দিতে যান তিনি ৷ আবারও ক্ষমতায় আসার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী ৷ তাঁর দাবি, এ বার 80 শতাংশ আসনে জয়ী হবে গেরুয়া শিবির ৷

বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ ভোটকেন্দ্রে পৌঁছে যান যোগী আদিত্যনাথ ৷ ভোট দেওয়ার আগে গোরক্ষনাথ মন্দিরে পুজো দিয়ে তিনি বলেন, গত পাঁচ বছরে উত্তরপ্রদেশে অনেক উন্নয়ন হয়েছে ৷ মানুষকে তাঁর পক্ষে ভোটদানের আবেদন জানিয়ে যোগী বলেছেন, "উত্তরপ্রদেশের প্রত্যেক জেলায় একটি করে মেডিক্যাল কলেজ তৈরির লক্ষ্য পূরণ করা হয়ে গিয়েছে ৷ আপনার একটা ভোট এই রাজ্যকে দেশের শীর্ষ অর্থনীতিতে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ৷"

Uttar Pradesh Assembly Election 2022: CM Yogi Adityanath casts his vote in Gorakhpur, says win 80 per cent seats
আত্মবিশ্বাসী যোগী

ভোট দেওয়ার পর মোদিস্তুতি শোনা যায় যোগীর মুখে ৷ তিনি বলেন, "আমি আশা করব, অধিক সংখ্যায় মানুষ ভোটদান করবে ৷ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে বিজেপি রেকর্ড সৃষ্টি করবে এবং প্রচুর আসনে জয়ী হবে ৷ আমরা 80 শতাংশ আসনে জিতব ৷ উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে বিজেপিকে ভোট দিন ৷"

Uttar Pradesh Assembly Election 2022: CM Yogi Adityanath casts his vote in Gorakhpur, says win 80 per cent seats
ভোট দিলেন যোগী

আরও পড়ুন: UP Assembly Elections 2022 : আজ পঞ্চম দফা, উত্তরপ্রদেশে চলছে 61 কেন্দ্রে ভোটগ্রহণ

মানুষকে উৎসবের মেজাজে তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM appeals to voters)৷ তিনি টুইট করে বলেন, "আজ উত্তরপ্রদেশের গণতন্ত্রের উৎসব ষষ্ঠ দফায় পড়ল ৷ সব ভোটারদের কাছে আমার বিনীত আবেদন, তাঁরা যেন অবশ্যই ভোটদান করে এই উৎসবে অংশগ্রহণ করেন ৷ আপনার একটা ভোটই এই গণতন্ত্রের শক্তি ৷" একই আবেদন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷

Uttar Pradesh Assembly Election 2022: CM Yogi Adityanath casts his vote in Gorakhpur, says win 80 per cent seats
মোদি-শাহের টুইট

উত্তরপ্রদেশে আজ ষষ্ঠ দফার (Voting for the sixth phase) ভোটে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ 676 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে ৷ পাঁচবারের সাংসদ আদিত্যনাথ প্রথমবার লড়ছেন বিধানসভা নির্বাচনে ৷ 2017 সালের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি ৷ বিধান পরিষদের সদস্য হন তিনি ৷

আরও পড়ুন: Mamata's LS Poll Plan : 24-এর লোকসভা ভোটকে পাখির চোখ করেই কি মমতার উত্তরপ্রদেশ সফর

গোরক্ষপুর, 3 মার্চ: উত্তরপ্রদেশে ষষ্ঠ দফার নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022) চলছে ৷ সাতসকালে ভোট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath casts his vote in Gorakhpur)৷ গোরক্ষনাথ মন্দিরে পুজো দিয়ে ভোট দিতে যান তিনি ৷ আবারও ক্ষমতায় আসার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী ৷ তাঁর দাবি, এ বার 80 শতাংশ আসনে জয়ী হবে গেরুয়া শিবির ৷

বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ ভোটকেন্দ্রে পৌঁছে যান যোগী আদিত্যনাথ ৷ ভোট দেওয়ার আগে গোরক্ষনাথ মন্দিরে পুজো দিয়ে তিনি বলেন, গত পাঁচ বছরে উত্তরপ্রদেশে অনেক উন্নয়ন হয়েছে ৷ মানুষকে তাঁর পক্ষে ভোটদানের আবেদন জানিয়ে যোগী বলেছেন, "উত্তরপ্রদেশের প্রত্যেক জেলায় একটি করে মেডিক্যাল কলেজ তৈরির লক্ষ্য পূরণ করা হয়ে গিয়েছে ৷ আপনার একটা ভোট এই রাজ্যকে দেশের শীর্ষ অর্থনীতিতে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ৷"

Uttar Pradesh Assembly Election 2022: CM Yogi Adityanath casts his vote in Gorakhpur, says win 80 per cent seats
আত্মবিশ্বাসী যোগী

ভোট দেওয়ার পর মোদিস্তুতি শোনা যায় যোগীর মুখে ৷ তিনি বলেন, "আমি আশা করব, অধিক সংখ্যায় মানুষ ভোটদান করবে ৷ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে বিজেপি রেকর্ড সৃষ্টি করবে এবং প্রচুর আসনে জয়ী হবে ৷ আমরা 80 শতাংশ আসনে জিতব ৷ উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে বিজেপিকে ভোট দিন ৷"

Uttar Pradesh Assembly Election 2022: CM Yogi Adityanath casts his vote in Gorakhpur, says win 80 per cent seats
ভোট দিলেন যোগী

আরও পড়ুন: UP Assembly Elections 2022 : আজ পঞ্চম দফা, উত্তরপ্রদেশে চলছে 61 কেন্দ্রে ভোটগ্রহণ

মানুষকে উৎসবের মেজাজে তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM appeals to voters)৷ তিনি টুইট করে বলেন, "আজ উত্তরপ্রদেশের গণতন্ত্রের উৎসব ষষ্ঠ দফায় পড়ল ৷ সব ভোটারদের কাছে আমার বিনীত আবেদন, তাঁরা যেন অবশ্যই ভোটদান করে এই উৎসবে অংশগ্রহণ করেন ৷ আপনার একটা ভোটই এই গণতন্ত্রের শক্তি ৷" একই আবেদন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷

Uttar Pradesh Assembly Election 2022: CM Yogi Adityanath casts his vote in Gorakhpur, says win 80 per cent seats
মোদি-শাহের টুইট

উত্তরপ্রদেশে আজ ষষ্ঠ দফার (Voting for the sixth phase) ভোটে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ 676 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে ৷ পাঁচবারের সাংসদ আদিত্যনাথ প্রথমবার লড়ছেন বিধানসভা নির্বাচনে ৷ 2017 সালের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি ৷ বিধান পরিষদের সদস্য হন তিনি ৷

আরও পড়ুন: Mamata's LS Poll Plan : 24-এর লোকসভা ভোটকে পাখির চোখ করেই কি মমতার উত্তরপ্রদেশ সফর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.