ETV Bharat / bharat

ডিপফেক নিয়ে উদ্বিগ্ন মোদি, সতর্ক করলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার নিয়ে - PM on Deepfake Video

PM on Deepfake Video: ডিপফেক নিয়ে এ বার উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এ দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার নিয়ে সতর্ক করলেন নাগরিকদের ৷

PM on Deepfake Video
ডিপফেক নিয়ে উদ্বিগ্ন মোদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 2:47 PM IST

নয়াদিল্লি, 17 নভেম্বর: ডিপফেক ভিডিয়ো নিয়ে গত কয়েকদিন ধরে শোরগোল চলছে দেশজুড়ে ৷ রশ্মিকা মন্দানা থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, কাজলের মতো অভিনেত্রীরা এর শিকার হয়েছেন ৷ এই প্রচেষ্টার নিন্দায় সরব হয়েছেন বিশিষ্ট্য ব্যক্তিরা ৷ এ বার এই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, এটি একটি গভীর উদ্বেগের বিষয় ৷ শুক্রবার এ প্রসঙ্গে তিনি মানুষকে শিক্ষিত করার জন্য অনুরোধ করেছেন সংবাদমাধ্যমকে ৷ ডিপফেক তৈরি করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের কথা এ দিন তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷

নয়াদিল্লিতে দলের সদর দফতরে বিজেপির দিওয়ালি মিলন অনুষ্ঠানে শুক্রবার সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,

"এই কৃত্রিম বুদ্ধিমত্তার সময়ে এটি গুরুত্বপূর্ণ যে, প্রযুক্তিকে দায়িত্বের সঙ্গে ব্যবহার করা উচিত ৷"

এ রকম ডিপফেক ভিডিয়ো ইন্টারনেটে প্রচার হচ্ছে দেখলে সঙ্গে সঙ্গে বিষয়টি তুলে ধরে, সে বিষয়ে সতর্ক করার জন্য চ্যাটজিপিটি টিমের কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

উল্লেখ্য, অভিনেত্রী রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ এবং কাজলের মুখ বিকৃত করে তৈরি ডিপফেক ভিডিয়োগুলি সম্প্রতি সোশাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে ৷ সেই ভিডিয়োগুলি ব্যাপক ক্ষোভের সঞ্চার করে নেট নাগরিকদের মধ্যে ৷ এই ধরনের ভিডিয়োর কারণে সাধারণ মানুষ বিশেষত সেলিব্রিটিরা বিপদে পড়তে পারেন বলে, এর প্রভাব নিয়ে বিশেষ উদ্বেগ সষ্টি হয় জনমানসে ৷ এই নিয়ে এ বার প্রধানমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করলেন এবং এটি বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নিতে বললেন তিনি ৷ প্রসঙ্গত, ডিপফেক ভিডিয়ো রুখতে ইতিমধ্যেই তৎপর হয়েছে কেন্দ্র ৷ ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), ইউটিউবের উচ্চপদস্থ আধিকারিকদের জরুরি বৈঠকও ডেকেছে কেন্দ্রীয় সরকার ৷

এ দিন 'বিকশিত ভারত' গড়ে তোলার জন্য তাঁর সংকল্পের কথাও উল্লেখ করেন মোদি ৷ তিনি বলেন যে, এগুলি নিছক কথার কথা নয়, বরং এটাই বাস্তব । 'ভোকাল ফর লোকাল'ও জনসমর্থন পেয়েছে বলে এ দিন দাবি করেন মোদি । তিনি আরও বলেন যে, কোভিড-19 অতিমারি চলাকালীন ভারতের প্রাপ্তিগুলি মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে যে, দেশ এখন থামবে না । মোদির কথায়, ছট পুজো যে একটি 'রাষ্ট্রীয় পরব' (জাতীয় উৎসব) হয়ে উঠেছে, এটি অত্যন্ত আনন্দের বিষয় । (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. ডিপফেক টেকনোলজিকে আটকানো মুশকিল, বাঁচার পথ দেখালেন বিশিষ্ট সাইবার বিশেষজ্ঞ
  2. ডিপফেক টেকনোলজির দৌরাত্মে রাশ টানতে হাল ধরল কেন্দ্র, তলব সোশাল প্ল্যাটফর্মের আধিকারিকদের

নয়াদিল্লি, 17 নভেম্বর: ডিপফেক ভিডিয়ো নিয়ে গত কয়েকদিন ধরে শোরগোল চলছে দেশজুড়ে ৷ রশ্মিকা মন্দানা থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, কাজলের মতো অভিনেত্রীরা এর শিকার হয়েছেন ৷ এই প্রচেষ্টার নিন্দায় সরব হয়েছেন বিশিষ্ট্য ব্যক্তিরা ৷ এ বার এই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, এটি একটি গভীর উদ্বেগের বিষয় ৷ শুক্রবার এ প্রসঙ্গে তিনি মানুষকে শিক্ষিত করার জন্য অনুরোধ করেছেন সংবাদমাধ্যমকে ৷ ডিপফেক তৈরি করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের কথা এ দিন তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷

নয়াদিল্লিতে দলের সদর দফতরে বিজেপির দিওয়ালি মিলন অনুষ্ঠানে শুক্রবার সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,

"এই কৃত্রিম বুদ্ধিমত্তার সময়ে এটি গুরুত্বপূর্ণ যে, প্রযুক্তিকে দায়িত্বের সঙ্গে ব্যবহার করা উচিত ৷"

এ রকম ডিপফেক ভিডিয়ো ইন্টারনেটে প্রচার হচ্ছে দেখলে সঙ্গে সঙ্গে বিষয়টি তুলে ধরে, সে বিষয়ে সতর্ক করার জন্য চ্যাটজিপিটি টিমের কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

উল্লেখ্য, অভিনেত্রী রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ এবং কাজলের মুখ বিকৃত করে তৈরি ডিপফেক ভিডিয়োগুলি সম্প্রতি সোশাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে ৷ সেই ভিডিয়োগুলি ব্যাপক ক্ষোভের সঞ্চার করে নেট নাগরিকদের মধ্যে ৷ এই ধরনের ভিডিয়োর কারণে সাধারণ মানুষ বিশেষত সেলিব্রিটিরা বিপদে পড়তে পারেন বলে, এর প্রভাব নিয়ে বিশেষ উদ্বেগ সষ্টি হয় জনমানসে ৷ এই নিয়ে এ বার প্রধানমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করলেন এবং এটি বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নিতে বললেন তিনি ৷ প্রসঙ্গত, ডিপফেক ভিডিয়ো রুখতে ইতিমধ্যেই তৎপর হয়েছে কেন্দ্র ৷ ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), ইউটিউবের উচ্চপদস্থ আধিকারিকদের জরুরি বৈঠকও ডেকেছে কেন্দ্রীয় সরকার ৷

এ দিন 'বিকশিত ভারত' গড়ে তোলার জন্য তাঁর সংকল্পের কথাও উল্লেখ করেন মোদি ৷ তিনি বলেন যে, এগুলি নিছক কথার কথা নয়, বরং এটাই বাস্তব । 'ভোকাল ফর লোকাল'ও জনসমর্থন পেয়েছে বলে এ দিন দাবি করেন মোদি । তিনি আরও বলেন যে, কোভিড-19 অতিমারি চলাকালীন ভারতের প্রাপ্তিগুলি মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে যে, দেশ এখন থামবে না । মোদির কথায়, ছট পুজো যে একটি 'রাষ্ট্রীয় পরব' (জাতীয় উৎসব) হয়ে উঠেছে, এটি অত্যন্ত আনন্দের বিষয় । (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. ডিপফেক টেকনোলজিকে আটকানো মুশকিল, বাঁচার পথ দেখালেন বিশিষ্ট সাইবার বিশেষজ্ঞ
  2. ডিপফেক টেকনোলজির দৌরাত্মে রাশ টানতে হাল ধরল কেন্দ্র, তলব সোশাল প্ল্যাটফর্মের আধিকারিকদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.