ওয়াশিংটন, 20 অক্টোবর: 15-বছরের তদন্তের পর অবশেষে ভারতকে 307টি পুরাকীর্তি ফিরিয়ে দিল আমেরিকা (US Returns Stolen Antiquities)৷ প্রায় চার মিলিয়ন মার্কিন ডলার মূল্যের (ভারতীয় মুদ্রায় 33 কোটি টাকা) সেই পুরাকীর্তিগুলি ভারত থেকে চুরি ও পাচার করা হয়েছিল ৷ সোমবার একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে ৷
ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ ঘোষণা করেছেন যে, প্রায় 4 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের 307টি পুরাকীর্তি ভারতের জনগণের কাছে ফেরত দেওয়া হয়েছে । এগুলির মধ্যে বেশিরভাগই শিল্প ব্যবসায়ী সুভাষ কাপুরের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল ৷
সুভাষ কাপুর একজন লুঠেরা ৷ তিনিই ওই প্রাচীন পুরাকীর্তিগুলি আফগানিস্তান, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড থেকে পাচারে সহযোগিতা করেছিলেন বলে দাবি করা হয়েছে বিবৃতিতে ৷
নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেটে একটি প্রত্যাবর্তন অনুষ্ঠানে ভারতের কনসাল জেনারেল রন্দির জয়সওয়াল এবং মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের ভারপ্রাপ্ত ডেপুটি স্পেশাল এজেন্ট-ইন-চার্জ উপস্থিত ছিলেন ৷ সেখানেই সমস্ত পুরাকীর্তি ফিরিয়ে দেওয়া হয় দিল্লিকে ।
আরও পড়ুন: মোদি-মরিসনের সামিটের আগে ভারতকে 29টি পুরাকীর্তি ফেরাল অস্ট্রেলিয়া
বিবৃতিতে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ব্র্যাগকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, "ভারতের জনগণের কাছে শতাধিক দুর্দান্ত পুরাকীর্তি ফিরিয়ে দিতে পেরে আমরা গর্বিত ৷" ব্র্যাগ আরও বলেছেন, "একাধিক জটিল এবং অত্যাধুনিক পাচারকারী চক্র এই পুরাকীর্তিগুলিকে চুরি করেছিল ৷ পাচারকারীরা এই বস্তুগুলির সাংস্কৃতিক বা ঐতিহাসিক তাত্পর্যের প্রতি কোনও গুরুত্বই দেননি ৷" ফিরে পাওয়া পুরাকীর্তিগুলির মধ্যে একটি তৈরি 12-13 শতকের মার্বেল দিয়ে । আনুমানিক 85,000 মার্কিন ডলার মূল্যের সেই জিনিস সুভাষ কাপুরের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল ৷
15 বছর ধরে তদন্ত চালানোর পর, সন্দেহভাজনকে তাড়া করে, প্রচুর কাঠখড় পুড়িয়ে এই পুরাকীর্তিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানালেন হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের ভারপ্রাপ্ত স্পেশাল এজেন্ট-ই-চার্জ মাইকেল আলফোনসো ৷ ভারতকে সেই পুরাকীর্তি ফিরিয়ে দিতে তিনিও গর্বিত বলে জানালেন ৷