ETV Bharat / bharat

G20 Summit in Delhi: দিল্লিতে নেমেই সরাসরি মোদির বাসভবনে মার্কিন প্রেসিডেন্ট

Joe Biden arrives in New Delhi: দ্বিপাক্ষিক বৈঠক সারতে বিমানবন্দর থেকেই সরাসরি নরেন্দ্র মোদির বাসভবনে জো বাইডেন ৷ হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জি20 সম্মেলনের জন্য তাঁর সফর চলাকালীন ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ এর কোভিড-19 নির্দেশিকা অনুসরণ করছেন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 7:19 PM IST

Updated : Sep 8, 2023, 11:08 PM IST

সরাসরি মোদির বাসভবনে মার্কিন প্রেসিডেন্ট

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: রাজধানীতে জো বাইডেন ৷ মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিং ৷ 14 ঘণ্টা বিমানসফরের পর ভারতে পৌঁছেছেন তিনি ৷ বিমানবন্দর থেকেই সরাসরি নরেন্দ্র মোদির বাসভবনে গেলেন জো বাইডেন ৷ এছাড়া জি-20 শীর্ষ সম্মেলনে আগত অন্য রাষ্ট্র নেতাদের সঙ্গেও বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ৷

জুন মাসে মার্কিন মুলুকে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিনের বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের সেসময় নেওয়া সিদ্ধান্তগুলির অগ্রগতি পর্যালোচনা করার সম্ভাবনা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা আক্রান্ত ৷ ফলে মার্কিন প্রেসিডেন্ট জি20 সম্মেলনের জন্য তাঁর সফর চলাকালীন ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ এর কোভিড-19 নির্দেশিকা অনুসরণ করবেন বাইডেন ৷

শনিবার এবং রবিবার বাইডেন জি20 সম্মেলনে অংশ নেবেন ৷ যেখানে মূলত শক্তির স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই-সহ বিশ্বের সাম্প্রতিক এবং ঘটমান সমস্যাগুলি মোকাবেলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন । হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, শীর্ষ সম্মেলনেও ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেভাবে যুদ্ধ চালাচ্ছেন, তার জেরে অর্থনৈতিক ও সামাজিক প্রভাবগুলি কীভাবে প্রশমিত করা যায় এবং বিশ্বব্যাংক-সহ বহুপাক্ষিক উন্নয়নে ব্যাংকগুলির ক্ষমতা বৃদ্ধি করার বিষয়ের পাশাপাশি বিশ্বব্যাপী চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করা সম্ভব হবে তা নিয়েও কথা হবে ৷

একই সঙ্গে, দারিদ্র্য রুখতে আরও ভালভাবে লড়াই করার বিষয়ও উঠে আসবে শীর্ষ সম্মেলনের আলোচনায় ৷ নয়াদিল্লিতে থাকাকালীন, বাইডেন প্রধানমন্ত্রী মোদি যেভাবে জি20-এর নেতৃত্ব দিচ্ছেন তারও প্রশংসা করবেন বলে হোয়াইট হাউস সূত্রে খবর ৷ জি20-এর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম হিসাবেও তুলে ধরার কথাও বলবেন বাইডেন ৷ এরপর 2026 সালে ফের এই শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে ৷

আরও পড়ুন: তৈরি ডিজিটাল ইন্ডিয়ার সংস্কৃতি করিডোর, জি20 অতিথিদের জন্য ভারত মণ্ডপমে স্পেশাল জোন

সরাসরি মোদির বাসভবনে মার্কিন প্রেসিডেন্ট

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: রাজধানীতে জো বাইডেন ৷ মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিং ৷ 14 ঘণ্টা বিমানসফরের পর ভারতে পৌঁছেছেন তিনি ৷ বিমানবন্দর থেকেই সরাসরি নরেন্দ্র মোদির বাসভবনে গেলেন জো বাইডেন ৷ এছাড়া জি-20 শীর্ষ সম্মেলনে আগত অন্য রাষ্ট্র নেতাদের সঙ্গেও বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ৷

জুন মাসে মার্কিন মুলুকে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিনের বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের সেসময় নেওয়া সিদ্ধান্তগুলির অগ্রগতি পর্যালোচনা করার সম্ভাবনা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা আক্রান্ত ৷ ফলে মার্কিন প্রেসিডেন্ট জি20 সম্মেলনের জন্য তাঁর সফর চলাকালীন ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ এর কোভিড-19 নির্দেশিকা অনুসরণ করবেন বাইডেন ৷

শনিবার এবং রবিবার বাইডেন জি20 সম্মেলনে অংশ নেবেন ৷ যেখানে মূলত শক্তির স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই-সহ বিশ্বের সাম্প্রতিক এবং ঘটমান সমস্যাগুলি মোকাবেলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন । হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, শীর্ষ সম্মেলনেও ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেভাবে যুদ্ধ চালাচ্ছেন, তার জেরে অর্থনৈতিক ও সামাজিক প্রভাবগুলি কীভাবে প্রশমিত করা যায় এবং বিশ্বব্যাংক-সহ বহুপাক্ষিক উন্নয়নে ব্যাংকগুলির ক্ষমতা বৃদ্ধি করার বিষয়ের পাশাপাশি বিশ্বব্যাপী চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করা সম্ভব হবে তা নিয়েও কথা হবে ৷

একই সঙ্গে, দারিদ্র্য রুখতে আরও ভালভাবে লড়াই করার বিষয়ও উঠে আসবে শীর্ষ সম্মেলনের আলোচনায় ৷ নয়াদিল্লিতে থাকাকালীন, বাইডেন প্রধানমন্ত্রী মোদি যেভাবে জি20-এর নেতৃত্ব দিচ্ছেন তারও প্রশংসা করবেন বলে হোয়াইট হাউস সূত্রে খবর ৷ জি20-এর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম হিসাবেও তুলে ধরার কথাও বলবেন বাইডেন ৷ এরপর 2026 সালে ফের এই শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে ৷

আরও পড়ুন: তৈরি ডিজিটাল ইন্ডিয়ার সংস্কৃতি করিডোর, জি20 অতিথিদের জন্য ভারত মণ্ডপমে স্পেশাল জোন

Last Updated : Sep 8, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.