ETV Bharat / bharat

নৌসেনার হাতে মিডিয়াম ক্যালিবারের বন্দুক তুলে দেবে মার্কিন নৌসেনা

author img

By

Published : Jan 6, 2021, 7:12 PM IST

চুক্তি অনুযায়ী আমেরিকা থেকে নতুন বন্দুক তৈরি হয়ে এসে গেলে এই তিনটি বন্দুক বদলে দেওয়া হবে। মিডিয়াম ক্যালিবারের মোট 11টি 127 এম এম বন্দুক তখন ভারতীয় নৌসেনার হাতে তুলে দেবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক।

us-naval-deal-with-india-amid-china-tension
ভারতীয় নৌসেনার হাতে মিডিয়াম ক্যালিবার বন্দুক

দিল্লি, 6 জানুয়ারি: এবার ভারতীয় নৌ সেনায় যুক্ত হতে চলেছে অত্যাধুনিক মার্কিন প্রযুক্তিতে তৈরি মিডিয়াম ক্যালিবারের 3 টি 127 এমএম বন্দুক। ভারত ও মার্কিন সামরিক চুক্তি অনুযায়ী খুবশীঘ্রই বন্দুকগুলি নৌসেনার যুদ্ধ জাহাজে বসানো হবে। এই বন্দুকগুলি মার্কিন নৌসেনার নিজস্ব আবিষ্কার।

তবে, চুক্তি অনুযায়ী আমেরিকা থেকে নতুন বন্দুক তৈরি হয়ে এসে গেলে এই তিনটি বন্দুক বদলে দেওয়া হবে। মিডিয়াম ক্যালিবারের মোট 11টি 127 এম এম বন্দুক তখন ভারতীয় নৌসেনার হাতে তুলে দেবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ভারতের হাতে এসে পৌঁছালে, নৌকা বাহিনীর শক্তি আরও বাড়বে।

তবে, শুধুই মিডিয়াম ক্যালিবারের বন্দুক নয়, মার্কিন সংস্থা জেনারেল অ্যাটোমিকের তৈরি আমেরিকান প্রিডেটর ড্রোন নৌসেনার হাতে তুলে দেওয়া হবে। এ ছাড়াও মার্কিন যুদ্ধবিমান এফ/এ 18 (পাকিস্তানি মার্কিন এই যুদ্ধ বিমান এখন ব্যবহার করে।) কেনার বিষয়েও আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক।

দিল্লি, 6 জানুয়ারি: এবার ভারতীয় নৌ সেনায় যুক্ত হতে চলেছে অত্যাধুনিক মার্কিন প্রযুক্তিতে তৈরি মিডিয়াম ক্যালিবারের 3 টি 127 এমএম বন্দুক। ভারত ও মার্কিন সামরিক চুক্তি অনুযায়ী খুবশীঘ্রই বন্দুকগুলি নৌসেনার যুদ্ধ জাহাজে বসানো হবে। এই বন্দুকগুলি মার্কিন নৌসেনার নিজস্ব আবিষ্কার।

তবে, চুক্তি অনুযায়ী আমেরিকা থেকে নতুন বন্দুক তৈরি হয়ে এসে গেলে এই তিনটি বন্দুক বদলে দেওয়া হবে। মিডিয়াম ক্যালিবারের মোট 11টি 127 এম এম বন্দুক তখন ভারতীয় নৌসেনার হাতে তুলে দেবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ভারতের হাতে এসে পৌঁছালে, নৌকা বাহিনীর শক্তি আরও বাড়বে।

তবে, শুধুই মিডিয়াম ক্যালিবারের বন্দুক নয়, মার্কিন সংস্থা জেনারেল অ্যাটোমিকের তৈরি আমেরিকান প্রিডেটর ড্রোন নৌসেনার হাতে তুলে দেওয়া হবে। এ ছাড়াও মার্কিন যুদ্ধবিমান এফ/এ 18 (পাকিস্তানি মার্কিন এই যুদ্ধ বিমান এখন ব্যবহার করে।) কেনার বিষয়েও আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.