নিউদিল্লি, 28 নভেম্বর: মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন তৈরি করবে ভারত ৷ মঙ্গলবার ন্যাশনাল অ্যারোনটিক্স এবং স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন জানিয়েছেন, মহাকাশে স্পেস স্টেশন তৈরি করতে ভারতকে সবরকম সাহায্য করতে প্রস্তুত আমেরিকা ৷
ভারত সফরে এসে বিল নেলসন জানিয়েছেন যে, 2024 সালে প্রথম ত্রৈমাসিকে নাসা-নিসারের (NASA-ISRO Synthetic Aperture Radar) সঙ্গে যৌথ উদ্যোগে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) স্টেট-অফ-দ্য-আর্ট জয়েন্ট ভেঞ্চার স্যাটেলাইট লঞ্চ করার কাজ শুরু করবে ৷ তারপরেই বছরের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত মিলিতভাবে একজন ভারতীয় মহাকাশচারীকে মহাকাশ স্টেশনে পাঠানোর পরিকল্পনা করেছে ৷ এদিন নেলসন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ পাশাপাশি, দুটি দেশ মহাকাশ গবেষণায় কীভাবে একে অপরকে সাহায্য করতে পারে, সেই বিষয়ে আলোচনাও করেন বলে জানা গিয়েছে ৷
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, "ইসরো, নাসার হাইপারভেলোসিটি ইমপ্যাক্ট টেস্ট (HVIT)-এর সাহায্য নিয়ে গগনযান মডিউল মাইক্রোমেটিওরয়েড এবং অরবিটাল ডেব্রিস (এমএমওডি) প্রোটেকশন শিল্ডস-এর পরীক্ষা শুরু করেছে ৷" পাশাপাশি 2024 সালে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতীয় মহাকাশচারী পাঠানোর যে প্রস্তাব আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছেন, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷ এক্ষেত্রে ইসরোর মহাকাশচারী বেছে নেওয়ার স্বাধীনতা থাকবে, সেখানে নাসা কোনও রকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছন নেলসন ৷
নেলসন আরও বলেন, "আমি আশা করছি ওই সময়ের মধ্যে কমার্শিয়াল স্পেস স্টেশন থাকবে আমাদের ৷ আমার মনে হয়, 2040 সালের মধ্যে ভারতও চাইবে তাদের একটা কমার্শিয়াল স্পেস স্টেশন তৈরি হোক ৷ তাই যদি ভারত চায় আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে স্পেস স্টেশন তৈরি করতে, আমরা অবশ্যই সাহায্য করব ৷ তবে এই সিদ্ধান্ত নির্ভর করছে একমাত্র ভারতের উপরে ৷"
উল্লেখ্য, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরোর সঙ্গে কথা বলে 2035 সালের মধ্যে ইন্ডিয়ান স্পেস স্টেশন তৈরির ইচ্ছেপ্রকাশ করেছেন এবং 2040 সালের মধ্যে চাঁদে একজন ভারতীয় মহাকাশচারী কীভাবে পাঠানো যায়, তা নিয়ে পরিকল্পনার কথা জানাতে বলেছেন ৷
আরও পড়ুন:
1. বুধে রাজভবনে চাঁদের হাট, বিজ্ঞান বিষয়ক আলোচনায় থাকছেন ইসরোর চেয়ারম্যান
2. বিপর্যয় মোকাবিলার আমূল পরিবর্তনে মোদির ভূমিকা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর হাতে প্রকাশিত বই
3. ইসরোর মুকুটে আরও এক পালক, আট বছরে 600টিরও বেশি গামা-রশ্মি বিস্ফোরণ শনাক্ত করল অ্যাস্ট্রোস্যাট