ETV Bharat / bharat

Hemant Soren রাঁচিতে হেমন্ত সোরেনের বাড়িতে বিশেষ বৈঠক, এলেন জোট সরকারের বিধায়করা

author img

By

Published : Aug 26, 2022, 12:23 PM IST

গতকালই নির্বাচন কমিশন তাঁর বিধায়ক পদ খারিজের সুপারিশ করে চিঠি দিয়েছেন রাজ্যপালকে ৷ ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকারের পতন হওয়ার সম্ভাবনা উসকে দিয়েছে এই ঘটনা ৷ আজ মুখ্যমন্ত্রীর বাড়িতে বিধায়কদের নিয়ে বিশেষ বৈঠক করছেন মখ্যমন্ত্রী (Hemant Soren UPA MLAs Meeting) ৷

Hemant Soren UPA MLAs Meet
হেমন্ত সোরেনের বাড়িতে বৈঠক

রাঁচি, 26 অগস্ট: হেমন্ত সোরেনের বিধায়ক পদ কি খারিজ হবে ? তাহলে কি সরকার পড়বে ঝাড়খণ্ডে ? এ নিয়ে টালমাটাল রাজ্য রাজনীতিতে ৷ এমতাবস্থায় আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ ইউপিএ বিধায়করা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে বৈঠকে যোগ দেন (UPA MLAs arrives at Jharkhand CM Hemant Soren Ranchi residence) ৷

আজ ইউপিএ বিধায়কদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছেন হেমন্ত সোরেন ৷ গতকাল নির্বাচন কমিশন রাজ্যপালকে চিঠি দিয়ে হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের সুপারিশ করেছে বলে জানা গিয়েছে ৷ যদিও হেমন্ত সোরেন নির্বাচন কমিশনের থেকে এরকম কোনও তথ্য পাওয়ার কথা উড়িয়ে দিয়েছেন ৷ এমনকী রাজ্যপালের কাছে 'অফিস অফ প্রফিট কেসে' এমন চিঠি এসেছে, তাও অস্বীকার করেছেন তিনি ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হেমন্তপত্নী কল্পনা, বাড়ছে জল্পনা

সরকার ফেলে দেওয়ার আশঙ্কা প্রসঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার (Jharkhand Mukti Morcha) প্রবীণ নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, "আমাদের কাছে 50 জনেরও বেশি বিধায়ক আছেন ৷ কয়েকজন বিজেপি নেতার সঙ্গেও কথাবার্তা চলছে ৷ আমরাই সংখ্যাগরিষ্ঠ ৷ রাজ্যপাল যখনই তা প্রমাণ করতে বলবেন, আমরা প্রমাণ করবে ৷"

ঝাড়খণ্ড কংগ্রেসের কার্যকরী সভাপতি বন্ধু তিরকে জানালেন, ঝাড়খণ্ডে জোট সরকারের সংখ্যাগরিষ্ঠ দল জেএমএম ৷ তারা যে সিদ্ধান্তই নিক না কেন, তাকে কংগ্রেস সেটাকে সমর্থন করবে ৷ তিনি এও জানান কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁদের এই নির্দেশ দিয়েছে ৷ আরেকদিকে কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী বান্না গুপ্তা বললেন, "সব ঠিক আছে ৷ আমাদের সরকার সংখ্যাগরিষ্ঠতা আছে ৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি যা বলবেন, আমরা তাই করব ৷"

সরকারি সূত্রে জানা গিয়েছে, আজই হয়তো রাজ্যপাল রমেশ বৈশ নির্বাচন কমিশনের হেমন্ত সোরেনকে 'খারিজ' করার প্রস্তাবটি নিয়ে সিদ্ধান্ত নেবেন ৷

রাঁচি, 26 অগস্ট: হেমন্ত সোরেনের বিধায়ক পদ কি খারিজ হবে ? তাহলে কি সরকার পড়বে ঝাড়খণ্ডে ? এ নিয়ে টালমাটাল রাজ্য রাজনীতিতে ৷ এমতাবস্থায় আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ ইউপিএ বিধায়করা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে বৈঠকে যোগ দেন (UPA MLAs arrives at Jharkhand CM Hemant Soren Ranchi residence) ৷

আজ ইউপিএ বিধায়কদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছেন হেমন্ত সোরেন ৷ গতকাল নির্বাচন কমিশন রাজ্যপালকে চিঠি দিয়ে হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের সুপারিশ করেছে বলে জানা গিয়েছে ৷ যদিও হেমন্ত সোরেন নির্বাচন কমিশনের থেকে এরকম কোনও তথ্য পাওয়ার কথা উড়িয়ে দিয়েছেন ৷ এমনকী রাজ্যপালের কাছে 'অফিস অফ প্রফিট কেসে' এমন চিঠি এসেছে, তাও অস্বীকার করেছেন তিনি ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হেমন্তপত্নী কল্পনা, বাড়ছে জল্পনা

সরকার ফেলে দেওয়ার আশঙ্কা প্রসঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার (Jharkhand Mukti Morcha) প্রবীণ নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, "আমাদের কাছে 50 জনেরও বেশি বিধায়ক আছেন ৷ কয়েকজন বিজেপি নেতার সঙ্গেও কথাবার্তা চলছে ৷ আমরাই সংখ্যাগরিষ্ঠ ৷ রাজ্যপাল যখনই তা প্রমাণ করতে বলবেন, আমরা প্রমাণ করবে ৷"

ঝাড়খণ্ড কংগ্রেসের কার্যকরী সভাপতি বন্ধু তিরকে জানালেন, ঝাড়খণ্ডে জোট সরকারের সংখ্যাগরিষ্ঠ দল জেএমএম ৷ তারা যে সিদ্ধান্তই নিক না কেন, তাকে কংগ্রেস সেটাকে সমর্থন করবে ৷ তিনি এও জানান কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁদের এই নির্দেশ দিয়েছে ৷ আরেকদিকে কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী বান্না গুপ্তা বললেন, "সব ঠিক আছে ৷ আমাদের সরকার সংখ্যাগরিষ্ঠতা আছে ৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি যা বলবেন, আমরা তাই করব ৷"

সরকারি সূত্রে জানা গিয়েছে, আজই হয়তো রাজ্যপাল রমেশ বৈশ নির্বাচন কমিশনের হেমন্ত সোরেনকে 'খারিজ' করার প্রস্তাবটি নিয়ে সিদ্ধান্ত নেবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.