লখনউ, 15 জুন : উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপট কি বদলাতে চলেছে ? এমনই ইঙ্গিত মিলেছে আজকের একটি গতিবিধিতে ৷ মঙ্গলবার সকালে সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সঙ্গে দেখা করলেন মায়াবতীর দল বহুজন সমাজ পার্টির (Bahujan Samaj Party) 9 জন বিধায়ক ৷ তাঁরা দলবদলের পথে পা বাড়িয়েছেন বলে বিশেষ সূত্রে খবর ৷
বছর চারেক আগেই এই বিধায়কদের বহিষ্কার করেছেন বিএসপি প্রধান মায়াবতী ৷ এঁদের মধ্যে আছেন আসলাম রাইনি, আসলাম, আলি চৌধরি, মুজতবা সিদ্দিকি, হাকিমলাল বিন্দ, হরগোবিন্দ ভার্গভ, সুষমা প্যাটেল, বন্দনা সিং, রামবীর উপাধ্যায় ও অনিল সিং ৷ 2017 সালের বিধানসভা নির্বাচনে 19টি আসনে জিতেছিল বিএসপি ৷ উপনির্বাচনে পরাজিত হয়েছিল একটি আসনে ৷ তার পর থেকে 11 জনকে বহিষ্কার করেছে বিএসপি ৷
![UP Polls On Radar, MLAs From Mayawati's Party Meet Akhilesh Yadav](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12139152_581_12139152_1623747187249.png)
আরও পড়ুন: 24 জন বিজেপি বিধায়ক 'মিসিং', কটাক্ষ সুদীপের
গত বছর রাজ্যসভা নির্বাচনের সময়ে বিদ্রোহ ঘোষণা করায় বিএসপি থেকে 7 জনকে বহিষ্কার করা হয় ৷ এর ফলে দলে আর মাত্র 7 জন বিধায়ক ছিলেন ৷ তবে বহিষ্কৃত বিধায়কদের এখনও পর্যন্ত বিধায়ক পদ যায়নি ৷ সম্প্রতি বিএসপিকে বড়সড় ধাক্কা দিয়েছেন লালজি ভার্মা ও রাম আঁচল রাজবীরের মতো দলের শীর্ষ নেতারা ৷ তাঁদের দলবিরোধী কার্যকলাপে অস্বস্তি বেড়েছে মায়াবতীর ৷ উত্তরপ্রদেশ বিধানসভার পরিষদীয় দলনেতা ছিলেন ভার্মা ৷ আর রাজবীর ছিলেন উত্তরপ্রদেশ বিএসপির প্রাক্তন প্রধান ৷ রাজ্যে বিএসপি ক্ষমতায় থাকাকালীন মন্ত্রীও ছিলেন তিনি ৷ সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে তাঁরা বিএসপি-র ভাবমূর্তি নষ্ট করেছেন বলে অভিযোগ রয়েছে ৷
আরও পড়ুন: প্রতিবাদ আর সন্ত্রাসবাদ এক জিনিস নয়, দিল্লি হিংসা মামলায় পর্যবেক্ষণ আদালতের
ভোটের আগে এই ঘটনা অখিলেশ শিবিরের পালে হাওয়া জোগাবে ৷ 2017 সালে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গড়ায় ক্ষমতা হারান অখিলেশ যাদব ৷ মুখ্যমন্ত্রীর আসনে বসেন যোগী আদিত্যনাথ ৷ কাজেই আসন্ন নির্বাচনে বিজেপির প্রতিপক্ষ হিসেবে প্রধান মুখ হয়ে উঠতে চাইছেন অখিলেশ ৷ আপাতত খুবই নড়বড়ে অবস্থা বিএসপি-র ৷ 2019 সালে সপা-বসপা জোট চূড়ান্ত ফ্লপ করার পর থেকেই বহু বিএসপি নেতা যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে ৷ এর উপর আজকের ঘটনা নিঃসন্দেহে চিন্তা আরও বাড়াল বহেনজির ৷