ETV Bharat / bharat

যোগীরাজ্যে মুসলিম মাংসবিক্রেতাকে বেধড়ক মার গোরক্ষকদের ! - উত্তরপ্রদেশে গণপিটুনি

উত্তরপ্রদেশে মুসলিম মাংস ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল স্বঘোষিত গোরক্ষকের বিরুদ্ধে ৷ পুলিশ দু পক্ষের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে ৷

UP: Muslim Man Assaulted By Cow Vigilantes, police File Case Against Him
মুসলিম মাংসবিক্রেতাকে বেধড়ক মার গোরক্ষকদের, আক্রান্তের বিরুদ্ধে মামলা যোগীর পুলিশের
author img

By

Published : May 24, 2021, 2:42 PM IST

Updated : May 24, 2021, 3:59 PM IST

লখনউ, 24 মে : উত্তরপ্রদেশে মুসলিম এক মাংস ব্যবসায়ীকে বেধড়ক মারধর করল একদল স্বঘোষিত গোরক্ষক ৷ তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি আক্রান্ত মুসলিম ব্যবসায়ীর বিরুদ্ধেও মামলা দায়ের করেছে যোগী আদিত্যনাথের পুলিশ ৷

আক্রান্ত ব্যক্তির ভাইয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে আক্রান্ত ব্যবসায়ী মহম্মদ শাকিরের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ ৷ এ ক্ষেত্রে পশুদের হত্যার অপরাধ, সংক্রমণ ছড়াতে পারে এমন কাজ করা ও কোভিড লকডাউন নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে ৷ শীর্ষ এক পুলিশকর্তা জানিয়েছেন, শাকিরকে গ্রেফতার করা হলেও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ জামিনযোগ্য হওয়ায় তাঁকে সংশোধনাগারে যেতে হয়নি ৷ বাড়িতেই চিকিত্সা চলছে শাকিরের ৷

UP: Muslim Man Assaulted By Cow Vigilantes, police File Case Against Him
মুসলিম মাংসবিক্রেতাকে বেধড়ক মার গোরক্ষকদের, আক্রান্তের বিরুদ্ধে মামলা যোগীর পুলিশের

তবে এই গণপিটুনির ঘটনার মূল অভিযুক্ত মনোজ ঠাকুরকে এখনও গ্রেফতার করা যায়নি ৷ পলাতক আরও একজন ৷ গ্রেফতার হয়েছে চারজন হামলাকারী ৷

মোরাদাবাদের পুলিশ প্রধান প্রভাকর চৌধরি জানিয়েছেন, "এক মাংস বিক্রেতাকে মারধরের ভিডিয়ো হাতে পেয়ে আমরা মামলা দায়ের করি ৷ 5-6 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ খুব শিগগিরই পলাতকদের ধরতে পারব বলে আশা করছি ৷"

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগ, তথাগতর বিরুদ্ধে এফআইআর

মোরাদাবাদের কাটঘর থানা এলাকার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে ৷ অভিযোগ, শাকির মহিষের মাংস স্কুটারে করে নিয়ে যাওয়ার সময় মনোজ ঠাকুরের নেতৃত্বে হামলাকারীরা শাকিরের থেকে 50,000 টাকা দাবি করে ৷ এরপর তাঁকে হেনস্থা করা হয় ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, লাঠি দিয়ে শাকিরকে বেধড়ক মারধর করছে হামলাকারীরা ৷ তাদের মধ্যে একজন নিজেকে গোরক্ষক বলে দাবি করে ৷

লখনউ, 24 মে : উত্তরপ্রদেশে মুসলিম এক মাংস ব্যবসায়ীকে বেধড়ক মারধর করল একদল স্বঘোষিত গোরক্ষক ৷ তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি আক্রান্ত মুসলিম ব্যবসায়ীর বিরুদ্ধেও মামলা দায়ের করেছে যোগী আদিত্যনাথের পুলিশ ৷

আক্রান্ত ব্যক্তির ভাইয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে আক্রান্ত ব্যবসায়ী মহম্মদ শাকিরের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ ৷ এ ক্ষেত্রে পশুদের হত্যার অপরাধ, সংক্রমণ ছড়াতে পারে এমন কাজ করা ও কোভিড লকডাউন নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে ৷ শীর্ষ এক পুলিশকর্তা জানিয়েছেন, শাকিরকে গ্রেফতার করা হলেও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ জামিনযোগ্য হওয়ায় তাঁকে সংশোধনাগারে যেতে হয়নি ৷ বাড়িতেই চিকিত্সা চলছে শাকিরের ৷

UP: Muslim Man Assaulted By Cow Vigilantes, police File Case Against Him
মুসলিম মাংসবিক্রেতাকে বেধড়ক মার গোরক্ষকদের, আক্রান্তের বিরুদ্ধে মামলা যোগীর পুলিশের

তবে এই গণপিটুনির ঘটনার মূল অভিযুক্ত মনোজ ঠাকুরকে এখনও গ্রেফতার করা যায়নি ৷ পলাতক আরও একজন ৷ গ্রেফতার হয়েছে চারজন হামলাকারী ৷

মোরাদাবাদের পুলিশ প্রধান প্রভাকর চৌধরি জানিয়েছেন, "এক মাংস বিক্রেতাকে মারধরের ভিডিয়ো হাতে পেয়ে আমরা মামলা দায়ের করি ৷ 5-6 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ খুব শিগগিরই পলাতকদের ধরতে পারব বলে আশা করছি ৷"

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগ, তথাগতর বিরুদ্ধে এফআইআর

মোরাদাবাদের কাটঘর থানা এলাকার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে ৷ অভিযোগ, শাকির মহিষের মাংস স্কুটারে করে নিয়ে যাওয়ার সময় মনোজ ঠাকুরের নেতৃত্বে হামলাকারীরা শাকিরের থেকে 50,000 টাকা দাবি করে ৷ এরপর তাঁকে হেনস্থা করা হয় ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, লাঠি দিয়ে শাকিরকে বেধড়ক মারধর করছে হামলাকারীরা ৷ তাদের মধ্যে একজন নিজেকে গোরক্ষক বলে দাবি করে ৷

Last Updated : May 24, 2021, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.