ETV Bharat / bharat

6 বছরের মেয়ের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরালো বাবা! - শিশু

মদ খাওয়া নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া৷ সেই রাগেই নিজের 6 বছরের মেয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল বাবা! উত্তরপ্রদেশের সম্বলের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ মোরাদাবাদে চিকিৎসা চলছে শিশুটির৷

UP man sets his 6-year-old daughter on fire
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 31, 2021, 9:22 PM IST

সম্বল (উত্তরপ্রদেশ), 31 জানুয়ারি: পরিবারের সদস্য সঙ্গে ঝগড়া৷ আর তার জেরেই নিজের 6 বছরের মেয়ের গায়ে আগুন ধরিয়ে দিল বাবা! পৈশাচিক এই ঘটনা ঘিরে চাঞ্চল্য় উত্তরপ্রদেশের সম্বল জেলায়৷ ঘটনার পরই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহের 20 শতাংশ অংশ পুড়ে গিয়েছে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুটির মুখ, ঘাড় ও হাত৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে৷

সূত্রের খবর, অভিযুক্ত যোগেন্দ্র ওরফে বাবলু রাজবহুড গ্রামের বাসিন্দা৷ স্থানীয়দের অভিযোগ, প্রায় সর্বক্ষণ মদের নেশায় বুঁদ হয়ে থাকে সে৷ যা নিয়ে বাড়িতে অশান্তিও হয়৷ শনিবার তা চরমে ওঠে৷ রাগের মাথায় ছোট্ট মেয়ের গায়ে পেট্রোল ঢেলে তাকে জ্বালিয়ে দেয় সে৷ শিশুটির চিৎকার শুনে ছুটে আসেন বাড়ির বাকি সদস্যরা৷ তাঁরাই তাকে সম্বল জেলা হাসপাতালে নিয়ে যান৷

আরও পড়ুন: স্বামীকে খুন করলেও পারিবারিক পেনশন আটকাবে না স্ত্রীর : হাইকোর্ট

ঘটনায় বাবলুর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে৷ তাকে গ্রেপ্তার করে জেরা করছে পুলিশ৷ বাবলুর স্ত্রীর দাবি, ঝগড়ার পর তাঁকেই পুড়িয়ে মারার চেষ্টা করেছিল বাবলু৷ তাতে বিফল হওয়াতেই সমস্ত রাগ গিয়ে পড়ে একরত্তি মেয়েটার উপর৷ পরে শিশুটিকে আরও ভালো চিকিৎসার জন্য মোরাদাবাদে স্থান্তরিত করা হয়৷

সম্বল (উত্তরপ্রদেশ), 31 জানুয়ারি: পরিবারের সদস্য সঙ্গে ঝগড়া৷ আর তার জেরেই নিজের 6 বছরের মেয়ের গায়ে আগুন ধরিয়ে দিল বাবা! পৈশাচিক এই ঘটনা ঘিরে চাঞ্চল্য় উত্তরপ্রদেশের সম্বল জেলায়৷ ঘটনার পরই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহের 20 শতাংশ অংশ পুড়ে গিয়েছে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুটির মুখ, ঘাড় ও হাত৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে৷

সূত্রের খবর, অভিযুক্ত যোগেন্দ্র ওরফে বাবলু রাজবহুড গ্রামের বাসিন্দা৷ স্থানীয়দের অভিযোগ, প্রায় সর্বক্ষণ মদের নেশায় বুঁদ হয়ে থাকে সে৷ যা নিয়ে বাড়িতে অশান্তিও হয়৷ শনিবার তা চরমে ওঠে৷ রাগের মাথায় ছোট্ট মেয়ের গায়ে পেট্রোল ঢেলে তাকে জ্বালিয়ে দেয় সে৷ শিশুটির চিৎকার শুনে ছুটে আসেন বাড়ির বাকি সদস্যরা৷ তাঁরাই তাকে সম্বল জেলা হাসপাতালে নিয়ে যান৷

আরও পড়ুন: স্বামীকে খুন করলেও পারিবারিক পেনশন আটকাবে না স্ত্রীর : হাইকোর্ট

ঘটনায় বাবলুর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে৷ তাকে গ্রেপ্তার করে জেরা করছে পুলিশ৷ বাবলুর স্ত্রীর দাবি, ঝগড়ার পর তাঁকেই পুড়িয়ে মারার চেষ্টা করেছিল বাবলু৷ তাতে বিফল হওয়াতেই সমস্ত রাগ গিয়ে পড়ে একরত্তি মেয়েটার উপর৷ পরে শিশুটিকে আরও ভালো চিকিৎসার জন্য মোরাদাবাদে স্থান্তরিত করা হয়৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.