ETV Bharat / bharat

Lakhimpur Kheri : লখিমপুরে যাওয়ার অনুমতি রাহুল-প্রিয়াঙ্কাকে - Lakhimpur Kheri violence

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অবশেষে রাহুল (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কাকে (Priyanka Gandhi Vadra) লখিমপুর খেরিতে যাওয়ার অনুমতি দিলেন ৷ রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে আরও তিনজন কংগ্রেস নেতাকে লখিমপুরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ চার কংগ্রেস নেতাকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই লখনউ বিমানবন্দরে পৌঁছেছেন রাহুল ৷

Lakhimpur Kheri
যাওয়ার অনুমতি রাহুল-প্রিয়াঙ্কাকে
author img

By

Published : Oct 6, 2021, 2:59 PM IST

Updated : Oct 6, 2021, 5:37 PM IST

লখনউ, 6 অক্টোবর : রাহুল গান্ধি (Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধিকে (Priyanka Gandhi Vadra) লখিমপুরে যাওয়ার অনুমতি দিল উত্তরপ্রদেশ সরকার ৷ পাশাপাশি আরও তিনজন কংগ্রেস নেতাকে লখিমপুরে যাওয়ার অনুমতি দিয়েছে যোগী সরকার ৷ এদিন দুপুর 2টো নাগাদ লখনউ বিমানবন্দরে নেমেছেন রাহুল ৷ তাঁর সঙ্গে রয়েছেন আরও পাঁচ কংগ্রেস নেতা ৷

প্রথমে রাহুলকে লখিমপুর খেরিতে যাওয়ার অনুমতি দেয়নি যোগী সরকার ৷ সরকারিভাবে জানানো হয়েছিল, সংশ্লিষ্ট জেলার অবস্থা এমনিতেই অশান্ত রয়েছে ৷ এই পরিস্থিতিতে সেখানে পরিবেশ যাতে আরও বিগড়ে না যায় তার জন্য সেখানে কাউকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না ৷

Lakhimpur Kheri
লখিমপুরে যাওয়ার অনুমতি রাহুল-প্রিয়াঙ্কাকে

তবে এদিন পরের দিকে উত্তরপ্রদেশের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি নভনীত শেহগাল জানান, কংগ্রেসের পাঁচ নেতাকে লখিমপুর খেরিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ আরও তিন নেতাকে এই অনুমতি দেওয়া হল ৷ ইতিমধ্যেই রাহুল লখনউ বিমানবন্দরে পৌঁছেছেন ৷ তাঁর সঙ্গে রয়েছেন ভূপেশ বাঘেল (Bhupesh Baghel), চরণজিৎ চান্নি (Charanjit Channi), কেসি ভেনুগোপাল (KC Venugopal) এবং রণদীপ সূর্যেওয়ালা (Randeep Surjewala) ৷

Lakhimpur Kheri
লখিমপুরে যাওয়ার পথে রাহুল

সোমবার সকাল থেকে সীতাপুরে পিএসি অফিসের অস্থায়ী কারাগারে প্রিয়াঙ্কা গান্ধিকে গ্রেফতার করে রাখা হয়েছিল ৷ রবিবার লখিমপুর খেরিতে অশান্তির ঘটনার পর সোমবার প্রিয়াঙ্কা লখিমপুরে যাচ্ছিলেন ৷ তখনই সীতাপুরে তাঁকে আটক করে গৃহবন্দি করে উত্তরপ্রদেশ পুলিশ ৷

আরও পড়ুন : Priyanka Gandhi Vadra : 38 ঘণ্টা পার, বেআইনিভাবে আটকে রাখার অভিযোগে সরব প্রিয়ঙ্কা

লখনউ, 6 অক্টোবর : রাহুল গান্ধি (Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধিকে (Priyanka Gandhi Vadra) লখিমপুরে যাওয়ার অনুমতি দিল উত্তরপ্রদেশ সরকার ৷ পাশাপাশি আরও তিনজন কংগ্রেস নেতাকে লখিমপুরে যাওয়ার অনুমতি দিয়েছে যোগী সরকার ৷ এদিন দুপুর 2টো নাগাদ লখনউ বিমানবন্দরে নেমেছেন রাহুল ৷ তাঁর সঙ্গে রয়েছেন আরও পাঁচ কংগ্রেস নেতা ৷

প্রথমে রাহুলকে লখিমপুর খেরিতে যাওয়ার অনুমতি দেয়নি যোগী সরকার ৷ সরকারিভাবে জানানো হয়েছিল, সংশ্লিষ্ট জেলার অবস্থা এমনিতেই অশান্ত রয়েছে ৷ এই পরিস্থিতিতে সেখানে পরিবেশ যাতে আরও বিগড়ে না যায় তার জন্য সেখানে কাউকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না ৷

Lakhimpur Kheri
লখিমপুরে যাওয়ার অনুমতি রাহুল-প্রিয়াঙ্কাকে

তবে এদিন পরের দিকে উত্তরপ্রদেশের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি নভনীত শেহগাল জানান, কংগ্রেসের পাঁচ নেতাকে লখিমপুর খেরিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ আরও তিন নেতাকে এই অনুমতি দেওয়া হল ৷ ইতিমধ্যেই রাহুল লখনউ বিমানবন্দরে পৌঁছেছেন ৷ তাঁর সঙ্গে রয়েছেন ভূপেশ বাঘেল (Bhupesh Baghel), চরণজিৎ চান্নি (Charanjit Channi), কেসি ভেনুগোপাল (KC Venugopal) এবং রণদীপ সূর্যেওয়ালা (Randeep Surjewala) ৷

Lakhimpur Kheri
লখিমপুরে যাওয়ার পথে রাহুল

সোমবার সকাল থেকে সীতাপুরে পিএসি অফিসের অস্থায়ী কারাগারে প্রিয়াঙ্কা গান্ধিকে গ্রেফতার করে রাখা হয়েছিল ৷ রবিবার লখিমপুর খেরিতে অশান্তির ঘটনার পর সোমবার প্রিয়াঙ্কা লখিমপুরে যাচ্ছিলেন ৷ তখনই সীতাপুরে তাঁকে আটক করে গৃহবন্দি করে উত্তরপ্রদেশ পুলিশ ৷

আরও পড়ুন : Priyanka Gandhi Vadra : 38 ঘণ্টা পার, বেআইনিভাবে আটকে রাখার অভিযোগে সরব প্রিয়ঙ্কা

Last Updated : Oct 6, 2021, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.