মীরাট, 3 এপ্রিল : উত্তর প্রদেশে আবার নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ৷ ওই ঘটনার জেরে নির্যাতিতা মেয়েটি আত্মহত্যা করে বলে অভিযোগ উঠেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মেয়েটি দশম শ্রেণির ছাত্রী ছিল ৷ সম্প্রতি বাড়ি ফেরার সময় তাকে অপহরণ করা হয় ৷ তার পর তাকে গণ ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷
উত্তর প্রদেশ পুলিশের শীর্ষ এক আধিকারিক জানান, এই ঘটনায় চারজন যুবক অভিযুক্ত ৷ সুইসাইড নোটেই গোটা ঘটনার কথা লিখে গিয়েছে মেয়েটি ৷ মেয়েটির সুইসাইড নোটের ভিত্তিতে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের নাম লখন ও বিকাশ ৷ বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে ৷
আরও পড়ুন : ভোটে হার নিশ্চিত হলেই তল্লাশির রাজনীতি করে বিজেপি, অভিযোগ রাহুলের
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মেয়েটি ঘটনার কথা মা-বাবাকে জানিয়েছিল ৷ পরে আত্মহত্যার চেষ্টা করে ৷ তার মা-বাবা তাকে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় ৷