ETV Bharat / bharat

UP Election 2022 : উত্তরপ্রদেশে আজ শেষ দফার ভোট, লড়াই মোদির বারাণসী-সহ 54 কেন্দ্রে - বারাণসীতে ভোট

উত্তরপ্রদেশে (UP Elections 2022) শেষ দফার নির্বাচনে 9টি জেলায় আজ ভাগ্য নির্ধারণ হবে 613 জন প্রার্থীর (UP Election 2022 Phase 7 Vote)৷

up-election-2022-phase-7-voting Final phase of polling on 54 seats begins
উত্তরপ্রদেশে আজ শেষ দফার ভোট, লড়াই মোদির বারাণসী-সহ 54 কেন্দ্রে
author img

By

Published : Mar 7, 2022, 9:35 AM IST

লখনউ, 7 মার্চ : উত্তরপ্রদেশে (UP Elections 2022) আজ সপ্তম তথা শেষ দফার ভোট (Final phase of polling)৷ সকাল 7টা নাগাদ শুরু হয়েছে ভোটগ্রহণ (UP Election 2022 Phase 7 Vote)৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় কেন্দ্র বারাণসী ছাড়াও আজমগড় ও মির্জাপুরের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে জোর টক্কর হতে চলেছে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে ৷

সপ্তম তথা শেষ দফায় উত্তরপ্রদেশের 9টি জেলায় ভাগ্য নির্ধারণ হবে 613 জন প্রার্থীর ৷ মউ, আজমগড়, জৌনপুর, গাজিপুর, বারাণসী, চান্দৌলি, মির্জাপুর ও ভাদোহিতে চলছে ভোটগ্রহণ ৷ গতবারের মতোই নিজেদের আধিপত্য বজায় রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির ৷ অপরদিকে, কর্মসংস্থানকে ইস্যু করে যুব সম্প্রদায়ের ভোট টানতে মরিয়া অখিলেশ যাদবের দল ৷

আরও পড়ুন: UP Assembly Elections 2022 : আজ পঞ্চম দফা, উত্তরপ্রদেশে চলছে 61 কেন্দ্রে ভোটগ্রহণ

ভোট চলছে প্রধানমন্ত্রীর মোদির কেন্দ্র বারাণসীতে (All eyes on PM Modi's Varanasi)৷ এই কেন্দ্রে পিন্দ্রা, অজগরা, শিবপুর, রোহানিয়া, বারাণসী উত্তর, বারাণসী দক্ষিণ, বারাণসী ক্যান্টনমেন্ট ও সেবাপুরী বিধানসভা আসনের জন্য চলছে লড়াই ৷ বারাণসীর 8টি আসনের মধ্যে 6টিতেই শক্ত জমি রয়েছে বিজেপির ৷ তবে ছবিটা আলাদা বারাণসী দক্ষিণ ও বারাণসী ক্যান্টনমেন্টে ৷ প্রথমটিতে বিজেপির সংস্কৃতি মন্ত্রী নীলকান্ত তিওয়ারি লড়ছেন সপার কিষান দীক্ষিতের বিরুদ্ধে ৷ তিনি আবার মৃত্যুঞ্জয় মহাদেবের প্রধান পুরোহিত ৷ আর বারাণসী ক্যান্টনমেন্টে বিজেপির সৌরভ শ্রীবাস্তবের মুখোমুখি সপার পূজা যাদব ৷

সপ্তম দফার এই ভোটকে বিশেষ গুরুত্ব দিচ্ছে যুযুধান দু পক্ষই ৷ প্রধানমন্ত্রী নিজে তাঁর কেন্দ্রে 2-3দিন থেকে স্থানীয় মানুষজন, দোকানদারদের সঙ্গে কথা বলেছেন, জনসংযোগ বাড়িয়েছেন ৷ সেই একই দিনে বিপুল সংখ্যক জনতাকে নিয়ে মিছিলে সামিল হন তিনি ৷ কাশী বিশ্বনাথের মন্দিরে বসে ডমরু বাজিয়ে আম জনতার সঙ্গে মিশে যান দেশের প্রধানমন্ত্রী ৷ ভোটের প্রচারে বারাণসীতে জনসভা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও সপা প্রধান অখিলেশ যাদবও ৷ এ ছাড়াও অন্যান্য কেন্দ্রেও চলেছে জোরদার প্রচার ৷ এ বার শিকে কার ভাগ্যে ছেঁড়ে, আবারও কি উত্তরপ্রদেশের তখতে আসবেন যোগী আদিত্যনাথ ? নাকি হবে পালাবদল ? উত্তর মিলবে আগামী 10 মার্চ ৷

আরও পড়ুন: UP Election 2022 : নজরে উত্তরপ্রদেশ, যোগী রাজ্যে প্রথম দফায় 58টি বিধানসভা কেন্দ্রে ভোট

লখনউ, 7 মার্চ : উত্তরপ্রদেশে (UP Elections 2022) আজ সপ্তম তথা শেষ দফার ভোট (Final phase of polling)৷ সকাল 7টা নাগাদ শুরু হয়েছে ভোটগ্রহণ (UP Election 2022 Phase 7 Vote)৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় কেন্দ্র বারাণসী ছাড়াও আজমগড় ও মির্জাপুরের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে জোর টক্কর হতে চলেছে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে ৷

সপ্তম তথা শেষ দফায় উত্তরপ্রদেশের 9টি জেলায় ভাগ্য নির্ধারণ হবে 613 জন প্রার্থীর ৷ মউ, আজমগড়, জৌনপুর, গাজিপুর, বারাণসী, চান্দৌলি, মির্জাপুর ও ভাদোহিতে চলছে ভোটগ্রহণ ৷ গতবারের মতোই নিজেদের আধিপত্য বজায় রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির ৷ অপরদিকে, কর্মসংস্থানকে ইস্যু করে যুব সম্প্রদায়ের ভোট টানতে মরিয়া অখিলেশ যাদবের দল ৷

আরও পড়ুন: UP Assembly Elections 2022 : আজ পঞ্চম দফা, উত্তরপ্রদেশে চলছে 61 কেন্দ্রে ভোটগ্রহণ

ভোট চলছে প্রধানমন্ত্রীর মোদির কেন্দ্র বারাণসীতে (All eyes on PM Modi's Varanasi)৷ এই কেন্দ্রে পিন্দ্রা, অজগরা, শিবপুর, রোহানিয়া, বারাণসী উত্তর, বারাণসী দক্ষিণ, বারাণসী ক্যান্টনমেন্ট ও সেবাপুরী বিধানসভা আসনের জন্য চলছে লড়াই ৷ বারাণসীর 8টি আসনের মধ্যে 6টিতেই শক্ত জমি রয়েছে বিজেপির ৷ তবে ছবিটা আলাদা বারাণসী দক্ষিণ ও বারাণসী ক্যান্টনমেন্টে ৷ প্রথমটিতে বিজেপির সংস্কৃতি মন্ত্রী নীলকান্ত তিওয়ারি লড়ছেন সপার কিষান দীক্ষিতের বিরুদ্ধে ৷ তিনি আবার মৃত্যুঞ্জয় মহাদেবের প্রধান পুরোহিত ৷ আর বারাণসী ক্যান্টনমেন্টে বিজেপির সৌরভ শ্রীবাস্তবের মুখোমুখি সপার পূজা যাদব ৷

সপ্তম দফার এই ভোটকে বিশেষ গুরুত্ব দিচ্ছে যুযুধান দু পক্ষই ৷ প্রধানমন্ত্রী নিজে তাঁর কেন্দ্রে 2-3দিন থেকে স্থানীয় মানুষজন, দোকানদারদের সঙ্গে কথা বলেছেন, জনসংযোগ বাড়িয়েছেন ৷ সেই একই দিনে বিপুল সংখ্যক জনতাকে নিয়ে মিছিলে সামিল হন তিনি ৷ কাশী বিশ্বনাথের মন্দিরে বসে ডমরু বাজিয়ে আম জনতার সঙ্গে মিশে যান দেশের প্রধানমন্ত্রী ৷ ভোটের প্রচারে বারাণসীতে জনসভা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও সপা প্রধান অখিলেশ যাদবও ৷ এ ছাড়াও অন্যান্য কেন্দ্রেও চলেছে জোরদার প্রচার ৷ এ বার শিকে কার ভাগ্যে ছেঁড়ে, আবারও কি উত্তরপ্রদেশের তখতে আসবেন যোগী আদিত্যনাথ ? নাকি হবে পালাবদল ? উত্তর মিলবে আগামী 10 মার্চ ৷

আরও পড়ুন: UP Election 2022 : নজরে উত্তরপ্রদেশ, যোগী রাজ্যে প্রথম দফায় 58টি বিধানসভা কেন্দ্রে ভোট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.