ETV Bharat / bharat

Yogi Government Budget: 7 লক্ষ কোটি টাকার বাজেট পেশ যোগী রাজ্যে

author img

By

Published : Feb 22, 2023, 1:40 PM IST

সোমবার উত্তরপ্রদেশ বিধানসভায় বাজেট অধিবেশন (UP Budget Session 2023) শুরু হয়েছে ৷ বুধবার পেশ হল বাজেট ৷ ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার 7 লক্ষ কোটি টাকার বাজেট পেশ করল (Yogi Govt Tabled 7 Lakh Crore Budget) ৷

Yogi Government Budget
Yogi Government Budget

লখনউ (উত্তরপ্রদেশ), 22 ফেব্রুয়ারি: দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের দ্বিতীয় বাজেট পেশ হল বুধবার (Yogi Government Budget) ৷ 2023-24 আর্থিক বছরের জন্য যোগী সরকারের তরফে 7 লক্ষ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে ৷ উত্তরপ্রদেশের সমৃদ্ধির জন্য এই বাজেট বলে ওই রাজ্য়ের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না জানিয়েছেন ৷

2022 সালে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিধানসভা নির্বাচন হয় ৷ ফের মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷ নতুন সরকার একটি বাজেট পেশ করেছিল ৷ তার পর আবার 2023 সালের বাজেট পেশ হল বুধবার ৷ গত সোমবার উত্তরপ্রদেশে বাজেট অধিবেশন শুরু হয়েছে ৷ আজ ছিল অধিবেশনের তৃতীয়দিন ৷

এদিন অধিবেশনের কাজ শুরু হওয়ার আগে বৈঠকে বসে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা ৷ সেখানে প্রথামাফিক বাজেট পাস করানো হয় ৷ তার পর বিধানসভায় গিয়ে ওই রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না বাজেট পেশ করেন ৷ শুরুতেই তিনি বলেন, "উত্তরপ্রদেশের সমৃদ্ধির জন্য যোগীজির বাজেট করা হয়েছে । এটি আসন্ন হোলিকে আশ্চর্যজনকভাবে রঙিন করে তুলবে ।"

এর পর তিনি জানান, উত্তরপ্রদেশে অর্থনৈতিক বৃদ্ধির (UP Economic Growth) হার বেড়েছে । রাজ্যে বেকারত্বের হার 4.2 শতাংশে পৌঁছেছে ৷ দেশের জিডিপিতে (GDP) ওই রাজ্যের অবদান 8 শতাংশের বেশি । উত্তরপ্রদেশ বিভিন্ন ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছে ।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গ্রামীণ ও শহুরে আবাসন নির্মাণ, গ্রামীণ পরিচ্ছন্ন শৌচাগার নির্মাণ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প স্থাপন, স্মার্ট সিটি মিশনের অধীনে ইন্ডিয়া স্মার্ট সিটি পুরস্কার প্রতিযোগিতা এবং পিএফএমএস পোর্টালের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ ।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ বিজেপির অন্যতম ভরসার জায়গা ৷ 2014 সাল থেকে এই রাজ্যে লোকসভায় ভালো ফল করছে নরেন্দ্র মোদির (PM Narendra Modi) দল ৷ তার উপর 2017 সাল ও 2022 সাল, পরপর দু’টি বিধানসভা নির্বাচনে জয়ী হয় বিজেপি ৷ 2024 সালের লোকসভা নির্বাচনেও সেই জয়ের ধারা অব্যাহত রাখতে চায় গেরুয়া শিবির ৷ সেই নিরিখে যোগী সরকারের এবারের বাজেট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: 'মোদিমন্ত্র সারা বিশ্বে অনুরণিত হচ্ছে' ! দাবি যোগীর

লখনউ (উত্তরপ্রদেশ), 22 ফেব্রুয়ারি: দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের দ্বিতীয় বাজেট পেশ হল বুধবার (Yogi Government Budget) ৷ 2023-24 আর্থিক বছরের জন্য যোগী সরকারের তরফে 7 লক্ষ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে ৷ উত্তরপ্রদেশের সমৃদ্ধির জন্য এই বাজেট বলে ওই রাজ্য়ের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না জানিয়েছেন ৷

2022 সালে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিধানসভা নির্বাচন হয় ৷ ফের মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷ নতুন সরকার একটি বাজেট পেশ করেছিল ৷ তার পর আবার 2023 সালের বাজেট পেশ হল বুধবার ৷ গত সোমবার উত্তরপ্রদেশে বাজেট অধিবেশন শুরু হয়েছে ৷ আজ ছিল অধিবেশনের তৃতীয়দিন ৷

এদিন অধিবেশনের কাজ শুরু হওয়ার আগে বৈঠকে বসে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা ৷ সেখানে প্রথামাফিক বাজেট পাস করানো হয় ৷ তার পর বিধানসভায় গিয়ে ওই রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না বাজেট পেশ করেন ৷ শুরুতেই তিনি বলেন, "উত্তরপ্রদেশের সমৃদ্ধির জন্য যোগীজির বাজেট করা হয়েছে । এটি আসন্ন হোলিকে আশ্চর্যজনকভাবে রঙিন করে তুলবে ।"

এর পর তিনি জানান, উত্তরপ্রদেশে অর্থনৈতিক বৃদ্ধির (UP Economic Growth) হার বেড়েছে । রাজ্যে বেকারত্বের হার 4.2 শতাংশে পৌঁছেছে ৷ দেশের জিডিপিতে (GDP) ওই রাজ্যের অবদান 8 শতাংশের বেশি । উত্তরপ্রদেশ বিভিন্ন ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছে ।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গ্রামীণ ও শহুরে আবাসন নির্মাণ, গ্রামীণ পরিচ্ছন্ন শৌচাগার নির্মাণ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প স্থাপন, স্মার্ট সিটি মিশনের অধীনে ইন্ডিয়া স্মার্ট সিটি পুরস্কার প্রতিযোগিতা এবং পিএফএমএস পোর্টালের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ ।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ বিজেপির অন্যতম ভরসার জায়গা ৷ 2014 সাল থেকে এই রাজ্যে লোকসভায় ভালো ফল করছে নরেন্দ্র মোদির (PM Narendra Modi) দল ৷ তার উপর 2017 সাল ও 2022 সাল, পরপর দু’টি বিধানসভা নির্বাচনে জয়ী হয় বিজেপি ৷ 2024 সালের লোকসভা নির্বাচনেও সেই জয়ের ধারা অব্যাহত রাখতে চায় গেরুয়া শিবির ৷ সেই নিরিখে যোগী সরকারের এবারের বাজেট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: 'মোদিমন্ত্র সারা বিশ্বে অনুরণিত হচ্ছে' ! দাবি যোগীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.