ETV Bharat / bharat

BJP Leader Elopes: সপা নেতার মেয়েকে নিয়ে চম্পট দিলেন বিজেপির অপসারিত শহর সম্পাদক - BJP Leader Elopes

সমাজবাদী পার্টির নেতার মেয়ের সঙ্গে পালিয়ে গেলেন অপসারিত বিজেপি নেতা। গোটা ঘটনায় চাঞ্চল্য উত্তরপ্রদেশের হরদৈতে (BJP Leader Eloped with daughter of SP leader )

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 18, 2023, 9:22 PM IST

হরদৈ (উত্তরপ্রদেশ), 18 জানুয়ারি: কথায় বলে প্রেমে আর রণে কোনও কিছুই অন্যায় নয় ৷ এবার কাজে সেটাই করে দেখালেন উত্তরপ্রদেশর এক বিজেপি নেতা । চম্পট দিলেন সমাজবাদী পার্টির নেতার মেয়েকে নিয়ে । ফল যা হওয়ার তাই, দল থেকে ছেঁটে ফেলা হল নেতাকে । স্বভাবতই এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। আর তাই অবিলম্বে 'দল বিরোধী কাজ' করার অভিযোগে নেতাকে অপসারণ করল গেরুয়া শিবির।

দল থেকে পদ খোয়ানো নেতার নাম আশিস শুক্লা (BJP leader Ashish Shukla)। তিনি হরদৈ শহর বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর 47 বছরের আশিস বিবাহিত । তাঁর মেয়ের বয়স 21 বছর । তিনি সমাজবাদী পার্টির স্থানীয় নেতার মেয়েকে নিয়ে ঘর ছাড়েন । পুলিশের দাবি, ওই তরুণীর বয়স 26 বছর ।

সংবাদসংস্থা আইএএনএস জানিয়েছে, অপসারিত বিজেপি নেতার নামে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি বিজেপির মিডিয়া সেলের স্থানীয় সম্পাদক গণেশ পাঠক জানান, দল বিরোধী কাজে জড়িত রয়েছেন বলেই আশিসকে দল থেকে অপসারিত করা হয়েছে । তাঁর প্রাথমিক সদস্য পদও খারিজ হয়ে গিয়েছে । গণেশের কথায়, "আশিস যা করেছেন তা আমাদের দলের আদর্শের সঙ্গে মেলে না। তাই তাঁকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । পুলিশ-প্রশাসন তাঁর বিরুদ্ধে যে কোনওরকম ব্যবস্থা নিতে পারে।" পাশাপাশি এই ধরনের ঘটনা যে দল কোনওভাবেই অনুমোদন করে না সেটাও জানান নেতা । উত্তরপ্রদেশের এই ঘটনা নিয়ে বিভিন্ন মহলে তুমুল চর্চা চলছে ।

উত্তরপ্রদেশের রাজনীতিতে বিজেপি এবং সমাজবাদী পার্টির অবস্থান সম্পূর্ণ বিপরীতে । সপা প্রধান অখিলেশ যাদব জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে গুতুরত্বপূর্ণ মুখ হয়ে উঠতে চাইছেন ।যেদিন এই ঘটনা প্রকাশ্যে এল সেদিনও বিজেপি বিরোধী মঞ্চে দেখা গিয়েছে অখিলেশকে। আর এই আবহে বিজেপি নেতা পালিয়ে গেলেন সপা নেতার মেয়েকে নিয়ে ।

আরও পড়ুন: Abhishek Banerjee Meghalaya Visit: 'মেঘালয়ে সোনালী দিন ফিরিয়ে আনবে তৃণমূলই', প্রতিশ্রুতি অভিষেকের

হরদৈ (উত্তরপ্রদেশ), 18 জানুয়ারি: কথায় বলে প্রেমে আর রণে কোনও কিছুই অন্যায় নয় ৷ এবার কাজে সেটাই করে দেখালেন উত্তরপ্রদেশর এক বিজেপি নেতা । চম্পট দিলেন সমাজবাদী পার্টির নেতার মেয়েকে নিয়ে । ফল যা হওয়ার তাই, দল থেকে ছেঁটে ফেলা হল নেতাকে । স্বভাবতই এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। আর তাই অবিলম্বে 'দল বিরোধী কাজ' করার অভিযোগে নেতাকে অপসারণ করল গেরুয়া শিবির।

দল থেকে পদ খোয়ানো নেতার নাম আশিস শুক্লা (BJP leader Ashish Shukla)। তিনি হরদৈ শহর বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর 47 বছরের আশিস বিবাহিত । তাঁর মেয়ের বয়স 21 বছর । তিনি সমাজবাদী পার্টির স্থানীয় নেতার মেয়েকে নিয়ে ঘর ছাড়েন । পুলিশের দাবি, ওই তরুণীর বয়স 26 বছর ।

সংবাদসংস্থা আইএএনএস জানিয়েছে, অপসারিত বিজেপি নেতার নামে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি বিজেপির মিডিয়া সেলের স্থানীয় সম্পাদক গণেশ পাঠক জানান, দল বিরোধী কাজে জড়িত রয়েছেন বলেই আশিসকে দল থেকে অপসারিত করা হয়েছে । তাঁর প্রাথমিক সদস্য পদও খারিজ হয়ে গিয়েছে । গণেশের কথায়, "আশিস যা করেছেন তা আমাদের দলের আদর্শের সঙ্গে মেলে না। তাই তাঁকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । পুলিশ-প্রশাসন তাঁর বিরুদ্ধে যে কোনওরকম ব্যবস্থা নিতে পারে।" পাশাপাশি এই ধরনের ঘটনা যে দল কোনওভাবেই অনুমোদন করে না সেটাও জানান নেতা । উত্তরপ্রদেশের এই ঘটনা নিয়ে বিভিন্ন মহলে তুমুল চর্চা চলছে ।

উত্তরপ্রদেশের রাজনীতিতে বিজেপি এবং সমাজবাদী পার্টির অবস্থান সম্পূর্ণ বিপরীতে । সপা প্রধান অখিলেশ যাদব জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে গুতুরত্বপূর্ণ মুখ হয়ে উঠতে চাইছেন ।যেদিন এই ঘটনা প্রকাশ্যে এল সেদিনও বিজেপি বিরোধী মঞ্চে দেখা গিয়েছে অখিলেশকে। আর এই আবহে বিজেপি নেতা পালিয়ে গেলেন সপা নেতার মেয়েকে নিয়ে ।

আরও পড়ুন: Abhishek Banerjee Meghalaya Visit: 'মেঘালয়ে সোনালী দিন ফিরিয়ে আনবে তৃণমূলই', প্রতিশ্রুতি অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.