লখনউ, 17 জানুয়ারি: বুধবার বড়সড় সাফল্য পেল উত্তরপ্রদেশের এটিএস । ফেরার আইসিস জঙ্গি ফৈজানকে এ দিন গ্রেফতার করেছে তারা ৷ ফৈজান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ৷ আলিগড়ে আইসিসের মডিউল তৈরির দায়িত্বে ছিল সে ৷ এর আগে, ফৈজানের আট সহযোগীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের এটিএস । তবে পলাতক ছিল ফৈজান ৷ এটিএস আধিকারিকদের মতে, সে জঙ্গি হামলার ছক কষছিল ৷
যারা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই অভিযান চালাচ্ছে উত্তরপ্রদেশের এটিএস ৷ বুধবার এএমইউ থেকে সোশাল ওয়ার্কে মাস্টার্সের ছাত্র ফৈজান বখতিয়ারকে গ্রেফতার করে এটিএস । ফৈজানের উপর 25 হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল । অভিযোগ, প্রয়াগরাজের কারেলির বাসিন্দা ফৈজান তার আগের ধৃত সহযোগী আবদুল্লাহ আরসালান, মাজ বিন তারিক এবং অন্যান্যদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস-এ যোগ দিয়েছিল ৷ এরপর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েই আইএসআইএসের মডিউল তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ ।
ডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার বলেন, ফৈজান এবং তার সহযোগীদের উত্তরপ্রদেশে হামলার নির্দেশ দিয়েছিল তাদের মাথারা ৷ সেই কারণে তারা তাদের দল তৈরি করছিল । এর আগে, ইউপি এটিএস ফৈজানের সহযোগী আবদুল্লাহ আরসালান, মাজ বিন তারিক-সহ আটজনকে গ্রেফতার করেছে । নভেম্বরে গ্রেফতার হওয়া আবদুল্লাহ আরসলান এবং মাজ দিওয়ালির সময় বোমা বিস্ফোরণের পরিকল্পনা করেছিল । আরসালান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক করেছে । আর মাজ বিন তারিক এএমইউ থেকে বি.কম পড়েছে । তাদের পুনেতে আইএসআইএস হ্যান্ডেলগুলির সঙ্গে যোগাযোগ ছিল ৷ তারাই ধৃতদের বিস্ফোরণের ছকে সাহায্য করছিল বলে জানিয়েছে এটিএস ৷ ইউপি এটিএস এখনও পর্যন্ত আলিগড়ের এই আইএসআইএস মডিউলের সঙ্গে জড়িত আবদুল্লাহ আরসালান, মাজ বিন তারিক, ওয়াজিউদ্দিন, ফারাজ আহমেদ, আবদুল সামাদ ফৈজান-সহ নয়জনকে গ্রেফতার করেছে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: