ETV Bharat / bharat

রাজ্যসভায় বিজেপির দলনেতা হলেন পীযূষ গোয়েল - deputy leader of Rajya Sabha

দুবার রাজ্যসভার সাংসদ পীযূষ গোয়েল এনডিএ-র ডেপুটি নেতা ৷ তিনি মোদির মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রীও ৷ বাণিজ্য ও শিল্প, খাদ্য ও বস্ত্র এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন তিনি ৷ এবার থেকে রাজ্যসভার দলনেতার পদও সামলাবেন ৷

পীযূষ গোয়েল
পীযূষ গোয়েল
author img

By

Published : Jul 14, 2021, 6:03 PM IST

নয়া দিল্লি, 14 জুলাই : রাজ্যসভায় বিজেপির দলনেতা নির্বাচিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ৷ এই পদে আগে ছিলেন থাওয়ারচন্দ গেহলত ৷ সম্প্রতি, মন্ত্রিসভার রদবদলের পর তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তাঁকে কর্নাটকের 19 তম রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে ৷

দুবার রাজ্যসভার সাংসদ পীযূষ গোয়েল এনডিএ-র ডেপুটি নেতা ৷ তিনি মোদির মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রীও ৷ বাণিজ্য ও শিল্প, খাদ্য ও বস্ত্র এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন তিনি ৷ এবার থেকে রাজ্যসভার দলনেতার পদও সামলাবেন তিনি ৷

আরও পড়ুন, 19 জুলাই শুরু বাদল অধিবেশন, 311 সাংসদদের টিকাকরণ সম্পূর্ণ, জানালেন ওম বিড়লা

বাদল অধিবেশনের আগে বিজেপির রাজ্যসভার দলনেতা হিসাবে নির্বাচিত হলেন পীযূষ গোয়েল ৷ এদিকে, লোকসভায় কংগ্রেসের দলনেতার পদ থেকে অধীর চৌধুরীকে সরানো নিয়ে বেশ কিছুদিন থেকে জল্পনা চলছে ৷ তবে আজ সূত্র মারফত জানা গেছে, আপাতত বাদল অধিবেশনের আগে অধীর চৌধুরীকে লোকসভায় কংগ্রেসের দলনেতার পদ থেকে সরানো হচ্ছে না ৷

প্রসঙ্গত, 19 জুলাই থেকে 13 অগস্ট সংসদের বাদল অধিবেশন ৷ অধিবেশন চলবে বেলা 11টা থেকে সন্ধে 6টা অবধি ৷ ইতিমধ্যেই নিম্নকক্ষের 311 সাংসদের সম্পূর্ণ টিকাকরণ হয়েছে বলে জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ এমনকি, সংসদ সদস্যদের আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা সংসদ চত্বরে করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

নয়া দিল্লি, 14 জুলাই : রাজ্যসভায় বিজেপির দলনেতা নির্বাচিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ৷ এই পদে আগে ছিলেন থাওয়ারচন্দ গেহলত ৷ সম্প্রতি, মন্ত্রিসভার রদবদলের পর তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তাঁকে কর্নাটকের 19 তম রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে ৷

দুবার রাজ্যসভার সাংসদ পীযূষ গোয়েল এনডিএ-র ডেপুটি নেতা ৷ তিনি মোদির মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রীও ৷ বাণিজ্য ও শিল্প, খাদ্য ও বস্ত্র এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন তিনি ৷ এবার থেকে রাজ্যসভার দলনেতার পদও সামলাবেন তিনি ৷

আরও পড়ুন, 19 জুলাই শুরু বাদল অধিবেশন, 311 সাংসদদের টিকাকরণ সম্পূর্ণ, জানালেন ওম বিড়লা

বাদল অধিবেশনের আগে বিজেপির রাজ্যসভার দলনেতা হিসাবে নির্বাচিত হলেন পীযূষ গোয়েল ৷ এদিকে, লোকসভায় কংগ্রেসের দলনেতার পদ থেকে অধীর চৌধুরীকে সরানো নিয়ে বেশ কিছুদিন থেকে জল্পনা চলছে ৷ তবে আজ সূত্র মারফত জানা গেছে, আপাতত বাদল অধিবেশনের আগে অধীর চৌধুরীকে লোকসভায় কংগ্রেসের দলনেতার পদ থেকে সরানো হচ্ছে না ৷

প্রসঙ্গত, 19 জুলাই থেকে 13 অগস্ট সংসদের বাদল অধিবেশন ৷ অধিবেশন চলবে বেলা 11টা থেকে সন্ধে 6টা অবধি ৷ ইতিমধ্যেই নিম্নকক্ষের 311 সাংসদের সম্পূর্ণ টিকাকরণ হয়েছে বলে জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ এমনকি, সংসদ সদস্যদের আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা সংসদ চত্বরে করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.