ETV Bharat / bharat

Anurag Slams Rahul: ব্যর্থতা ঢাকতে বিদেশে গিয়ে ভারতের বদনাম করছেন রাহুল, তোপ অনুরাগের - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

লন্ডনে বসে বিবিসি ইস্য়ুতে মোদি সরকারের সমালোচনা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Criticises Mod Govt on BBC Issue) ৷ এই নিয়ে রাহুলের বিরুদ্ধে পালটা তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তাঁর দাবি, নিজের ব্যর্থতা ঢাকতে রাহুল বিদেশে গিয়ে ভারতের বদনাম করছেন ৷

Congress MP Rahul Gandhi
Congress MP Rahul Gandhi
author img

By

Published : Mar 6, 2023, 2:13 PM IST

নয়াদিল্লি, 6 মার্চ: কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Union minister Anurag Thakur) সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির (Congress MP Rahul Gandhi) বিরুদ্ধে বিদেশে গিয়ে ভারতের সম্মানহানি করার অভিযোগ তুলেছেন ৷ তাঁর দাবি, রাহুল নিজের ব্যর্থতা আড়াল করতে পূর্ব পরিকল্পিতভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে ৷ কংগ্রেস সাংসদের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, রাহুল গান্ধি বিতর্কের ঝড়ে পরিণত হয়েছেন ৷ বিদেশি বন্ধু, এজেন্সি বা বিদেশ, যাঁর সঙ্গে বা যেখানেই তিনি থাকুন, সবসময় ভারতের বদনাম করবেনই ৷

লন্ডনে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি আলোচনা সভায় সম্প্রতি অংশগ্রহণ করেছিলেন রাহুল গান্ধি ৷ সেখানে বিবিসির অফিসে হওয়া সাম্প্রতিক অভিযানের জন্য বিজেপির নিন্দা করেন ৷ রাহুল এই অভিযানকে কণ্ঠরোধের একটি পদক্ষেপ বলে উল্লেখ করেছিলেন ৷ তিনি দাবি করেছিলেন যে বিবিসি যদি কেন্দ্রের বিরুদ্ধে লেখা বন্ধ করে দেয়, তবে তাদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা হবে । তার একদিন পরে অনুরাগ রাহুলের বিরুদ্ধে পালটা সরব হয়েছেন (Anurag Thakur Slams Rahul Gandhi) ৷

রাহুল অভিযোগ করেছেন যে বিজেপি (BJP) একটি নতুন ভারত তৈরির জন্য দেশের কণ্ঠরোধ করার চেষ্টা করছে । গত ন’বছর ধরে এই কণ্ঠস্বর দমন হচ্ছে ৷ আর এই বিষয়ে সবাই সচেতন । কেন্দ্রের বিরুদ্ধে কথা বলা সাংবাদিকদের আক্রমণ করা হচ্ছে৷ হুমকি দেওয়া হচ্ছে ৷ যাঁরা সরকারের প্রশংসা করছেন, তাঁদের পুরস্কৃত করা হচ্ছে ৷ তাঁর আরও দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) যাঁরা সমর্থন করছেন, তাঁরা সরকারকে পাশে পাচ্ছেন ৷ আর যাঁরা সমালোচনা করছেন, তাঁরা আক্রমণের শিকার হচ্ছেন ।

ওই আলোচনা সভায় রাহুল আরও জানান যে মানুষের আওয়াজকে তুলে ধরাই ছিল তাঁর ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) লক্ষ্য ৷ এর আগে কেমব্রিজে এক অনুষ্ঠানে ভাষণ দেন রাহুল গান্ধি ৷ সেখানে তিনি পেগাসাস ব্যবহার করে ফোন ট্যাপিংয়ের অভিযোগ করেছিলেন ৷ যা নিয়ে আগেই বিজেপি রাহুলের বিরুদ্ধে ৷ তার পর বিবিসিকে নিয়ে ভারত সরকারের সমালোচনা করায় ফের বিজেপির তোপের মুখে পড়তে হল রাহুলকে ৷

অন্যদিকে রাহুলও এই নিয়ে জবাব দিয়েছেন বিজেপিকে ৷ তাঁর অভিযোগ, বিজেপি নেতারা তাঁর বক্তব্যকে বিকৃত করে সকলের সামনে নিয়ে আসে ৷ তাছাড়া স্বাধীনতার পর ভারতে কোনও উন্নয়ন হয়নি বলে বিদেশ সফরে গিয়ে প্রায়ই বলতে শোনা যায় প্রধানমন্ত্রী মোদিকে ৷ তাই মোদিও বিদেশে গিয়ে ভারতের বদনাম করেছেন ৷

আরও পড়ুন: লন্ডন থেকে বিজেপিকে তোপ রাহুলের, পালটা দিলেন অমিত

নয়াদিল্লি, 6 মার্চ: কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Union minister Anurag Thakur) সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির (Congress MP Rahul Gandhi) বিরুদ্ধে বিদেশে গিয়ে ভারতের সম্মানহানি করার অভিযোগ তুলেছেন ৷ তাঁর দাবি, রাহুল নিজের ব্যর্থতা আড়াল করতে পূর্ব পরিকল্পিতভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে ৷ কংগ্রেস সাংসদের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, রাহুল গান্ধি বিতর্কের ঝড়ে পরিণত হয়েছেন ৷ বিদেশি বন্ধু, এজেন্সি বা বিদেশ, যাঁর সঙ্গে বা যেখানেই তিনি থাকুন, সবসময় ভারতের বদনাম করবেনই ৷

লন্ডনে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি আলোচনা সভায় সম্প্রতি অংশগ্রহণ করেছিলেন রাহুল গান্ধি ৷ সেখানে বিবিসির অফিসে হওয়া সাম্প্রতিক অভিযানের জন্য বিজেপির নিন্দা করেন ৷ রাহুল এই অভিযানকে কণ্ঠরোধের একটি পদক্ষেপ বলে উল্লেখ করেছিলেন ৷ তিনি দাবি করেছিলেন যে বিবিসি যদি কেন্দ্রের বিরুদ্ধে লেখা বন্ধ করে দেয়, তবে তাদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা হবে । তার একদিন পরে অনুরাগ রাহুলের বিরুদ্ধে পালটা সরব হয়েছেন (Anurag Thakur Slams Rahul Gandhi) ৷

রাহুল অভিযোগ করেছেন যে বিজেপি (BJP) একটি নতুন ভারত তৈরির জন্য দেশের কণ্ঠরোধ করার চেষ্টা করছে । গত ন’বছর ধরে এই কণ্ঠস্বর দমন হচ্ছে ৷ আর এই বিষয়ে সবাই সচেতন । কেন্দ্রের বিরুদ্ধে কথা বলা সাংবাদিকদের আক্রমণ করা হচ্ছে৷ হুমকি দেওয়া হচ্ছে ৷ যাঁরা সরকারের প্রশংসা করছেন, তাঁদের পুরস্কৃত করা হচ্ছে ৷ তাঁর আরও দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) যাঁরা সমর্থন করছেন, তাঁরা সরকারকে পাশে পাচ্ছেন ৷ আর যাঁরা সমালোচনা করছেন, তাঁরা আক্রমণের শিকার হচ্ছেন ।

ওই আলোচনা সভায় রাহুল আরও জানান যে মানুষের আওয়াজকে তুলে ধরাই ছিল তাঁর ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) লক্ষ্য ৷ এর আগে কেমব্রিজে এক অনুষ্ঠানে ভাষণ দেন রাহুল গান্ধি ৷ সেখানে তিনি পেগাসাস ব্যবহার করে ফোন ট্যাপিংয়ের অভিযোগ করেছিলেন ৷ যা নিয়ে আগেই বিজেপি রাহুলের বিরুদ্ধে ৷ তার পর বিবিসিকে নিয়ে ভারত সরকারের সমালোচনা করায় ফের বিজেপির তোপের মুখে পড়তে হল রাহুলকে ৷

অন্যদিকে রাহুলও এই নিয়ে জবাব দিয়েছেন বিজেপিকে ৷ তাঁর অভিযোগ, বিজেপি নেতারা তাঁর বক্তব্যকে বিকৃত করে সকলের সামনে নিয়ে আসে ৷ তাছাড়া স্বাধীনতার পর ভারতে কোনও উন্নয়ন হয়নি বলে বিদেশ সফরে গিয়ে প্রায়ই বলতে শোনা যায় প্রধানমন্ত্রী মোদিকে ৷ তাই মোদিও বিদেশে গিয়ে ভারতের বদনাম করেছেন ৷

আরও পড়ুন: লন্ডন থেকে বিজেপিকে তোপ রাহুলের, পালটা দিলেন অমিত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.