পানাজি, 21 নভেম্বর: "আগামী পাঁচ বছরে বিশ্বের বাজারে ভারত মিডিয়া এবং বিনোদনের ক্ষেত্রে তৃতীয় স্থান অধিকার করবে।" 54তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ সোমবার গোয়ার পানাজিতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (আইএফএফআই)-এর 54তম সংস্করণের উদ্বোধনে বক্তৃতা রাখেন মন্ত্রী অনুরাগ ৷ কথনই এমনটা জানান ৷
এদিনের অনুষ্ঠান থেকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আগামিদিনে ওয়েব সিরিজগুলিকে ওটিটি পুরস্কার দেওয়া হবে ৷ একদিকে, ভারত বর্তমানে বিশ্বের অর্থনীতিতে পঞ্চম স্থান অধিকার করেছে। তাই সেদিক থেকে দেখলে মিডিয়া ও বিনোদনের বাজারেও তারা পঞ্চম স্থানে রয়েছে। কিন্তু আগামী 5 বছরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনৈতিক দেশ হিসাবে উঠে আসবে সেই সঙ্গে তাল রেখে মিডিয়াতেও তৃতীয় স্থান দখল করবে।"
-
#WATCH | Goa: At the inauguration of the 54th Goa International Film Festival, Union Minister for I&B Anurag Thakur says, "... The growth of media and entertainment industry in India is 20% annually. Today we are one of the five largest markets in the world... The film market is… pic.twitter.com/wph7QNteEU
— ANI (@ANI) November 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Goa: At the inauguration of the 54th Goa International Film Festival, Union Minister for I&B Anurag Thakur says, "... The growth of media and entertainment industry in India is 20% annually. Today we are one of the five largest markets in the world... The film market is… pic.twitter.com/wph7QNteEU
— ANI (@ANI) November 20, 2023#WATCH | Goa: At the inauguration of the 54th Goa International Film Festival, Union Minister for I&B Anurag Thakur says, "... The growth of media and entertainment industry in India is 20% annually. Today we are one of the five largest markets in the world... The film market is… pic.twitter.com/wph7QNteEU
— ANI (@ANI) November 20, 2023
এদিন এই অনুষ্ঠানে অনুরাগ ঠাকুর বলেন, "সিনেমা এই বৈপরীত্যে ভরপুর জগতে আশা জোগায় ও আমি বিশ্বাস করি, সিনেমা তার ইতিহাসে ধারণ করেছে একাধিক জিনিস, ছেঁকে নিয়েছে ভালোটা, কল্পনা এবং উদ্ভাবনী আইডিয়ায় উৎসাহ দিয়েছে যাতে এটি বিশ্বে শান্তি বজায় রাখে। অগ্রগতি এবং সমৃদ্ধির চালিকা শক্তি হিসেবে গড়ে ওঠে।" ইনফরমেশন এবং ব্রডকাস্টিং মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "কেবল বিনোদন নয় আমাদের ছবিগুলো, আমরা কীভাবে বাঁচি সেটার জন্য জরুরি এটা। এটা ভীষণভাবে আমাদের জীবনে অবদান রাখে। আমরা কী পরব, কেমন দেখতে লাগবে সবটার ক্ষেত্রেই সিনেমা আমাদের জীবনকে প্রভাবিত করে। কেবল ভারতীয় নয়, গোটা দক্ষিণ এশিয়ার বাসিন্দাদের জীবনের উপরেই সিনেমার বিশাল বড় প্রভাব আছে।"
এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ফরেন ফিল্ম প্রোডাকশনের ইনসেনটিভ 30 থেকে 40 শতাংশ বাড়ানো হয়েছে। লক্ষণীয় ভারতীয় কনটেন্টের ক্ষেত্রে আরও 5 শতাংশ পার্সেন্ট পাওয়া যাবে। গত বছর কেন চলচ্চিত্র উৎসবে ফরেন ফিল্ম প্রোডাকশনের ক্ষেত্রে এই ইনসেনটিভ স্কিম চালু করা হয়েছে। আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্তে মিডিয়া এবং বিনোদনে আরও জোর দেবে কেন্দ্রীয় সরকার। এতে 5 হাজার ছবি এবং ডকুমেন্টারি তৈরি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী ৷
আরও পড়ুন: