ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা নিয়ে বড় বৈঠক

Union Home Minister Amit Shah: পুঞ্চে জঙ্গি হামলার পর নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মু ও কাশ্মীরে সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ উপত্যকার দায়িত্বে থাকা শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি ৷

Home minister Amit Shah
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 1:36 PM IST

নয়াদিল্লি, 6 জানুয়ারি: 9 জানুয়ারি জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পুঞ্চে জঙ্গি হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে জম্মু ও কাশ্মীরে তাঁর এই সফর । কয়েক সপ্তাহ আগে সশস্ত্র জঙ্গিরা পুঞ্চে দুটি সেনার গাড়িতে হামলা চালিয়েছিল । এই জঙ্গি হামলায় চার সেনা জওয়ান নিহত হন। আহত হন দু'জন। পুঞ্চে হামলার পর প্রথমে পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে । এবার স্বরাষ্ট্রমন্ত্রীও সেখানে যাচ্ছেন ৷

সূত্রের খবর, অমিত শাহ এই সফরে রাজৌরি-পুঞ্চ এলাকা পরিদর্শন করবেন এবং ওই এলাকায় জঙ্গিবিরোধী অভিযান পর্যালোচনা করবেন । এছাড়া নিরাপত্তা পরিস্থিতি নিয়েও পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । জানা গিয়েছে, অমিত শাহ জম্মু ও কাশ্মীরের শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গেও একটি বৈঠক করতে পারেন ৷ সেখানে তিনি দলীয় পরিস্থিতি এবং জম্মু ও কাশ্মীরের নির্বাচন সম্পর্কে আলোচনা করবেন । পুঞ্চে জঙ্গি হামলার পর 2 জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে দিল্লিতে একটি বৈঠক করেন । ওই বৈঠকে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা জোরদার করতে পুলিশ, সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয় স্থাপন নিয়ে আলোচনা হয় ৷

22 ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের পুঞ্চ-রাজৌরিতে একটি জঙ্গি হামলা হয়েছিল ৷ এই হামলায় 4 সেনা জওয়ানের মৃত্যু হয় । সেনাবাহিনীর দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা । ঘটনায় দুই সেনা জওয়ান গুরুতর আহতও হন । তিন থেকে চারজন জঙ্গি এই হামলায় জড়িত ছিল বলে জানা গিয়েছে ৷ 'ডেরা কি গালি' এবং 'বাফলিয়াজের' মধ্যে ধতিয়ার মোড়ে এই হামলা চলে । জানা গিয়েছে, হামলা চালানোর আগে জঙ্গিরা ঘটনাস্থল পরিদর্শন করেছিল ৷ এরপর পাহাড়ের চূড়ায় অপেক্ষা করছিল জঙ্গিরা ৷

আরও পড়ুন:

  1. পুঞ্চে সেনার গাড়িতে পুলওয়ামার মতো জঙ্গি হামলা, শহিদ 4 জওয়ান
  2. কোকারনাগে লস্কর কমান্ডার উজাইর খান-সহ দুই জঙ্গি নিহত, জানালেন কাশ্মীরের পুলিশ কর্তা
  3. অনন্তনাগের জঙ্গলে টানা পঞ্চম দিনেও অব্যাহত সেনা-জঙ্গি গুলির লড়াই

নয়াদিল্লি, 6 জানুয়ারি: 9 জানুয়ারি জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পুঞ্চে জঙ্গি হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে জম্মু ও কাশ্মীরে তাঁর এই সফর । কয়েক সপ্তাহ আগে সশস্ত্র জঙ্গিরা পুঞ্চে দুটি সেনার গাড়িতে হামলা চালিয়েছিল । এই জঙ্গি হামলায় চার সেনা জওয়ান নিহত হন। আহত হন দু'জন। পুঞ্চে হামলার পর প্রথমে পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে । এবার স্বরাষ্ট্রমন্ত্রীও সেখানে যাচ্ছেন ৷

সূত্রের খবর, অমিত শাহ এই সফরে রাজৌরি-পুঞ্চ এলাকা পরিদর্শন করবেন এবং ওই এলাকায় জঙ্গিবিরোধী অভিযান পর্যালোচনা করবেন । এছাড়া নিরাপত্তা পরিস্থিতি নিয়েও পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । জানা গিয়েছে, অমিত শাহ জম্মু ও কাশ্মীরের শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গেও একটি বৈঠক করতে পারেন ৷ সেখানে তিনি দলীয় পরিস্থিতি এবং জম্মু ও কাশ্মীরের নির্বাচন সম্পর্কে আলোচনা করবেন । পুঞ্চে জঙ্গি হামলার পর 2 জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে দিল্লিতে একটি বৈঠক করেন । ওই বৈঠকে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা জোরদার করতে পুলিশ, সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয় স্থাপন নিয়ে আলোচনা হয় ৷

22 ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের পুঞ্চ-রাজৌরিতে একটি জঙ্গি হামলা হয়েছিল ৷ এই হামলায় 4 সেনা জওয়ানের মৃত্যু হয় । সেনাবাহিনীর দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা । ঘটনায় দুই সেনা জওয়ান গুরুতর আহতও হন । তিন থেকে চারজন জঙ্গি এই হামলায় জড়িত ছিল বলে জানা গিয়েছে ৷ 'ডেরা কি গালি' এবং 'বাফলিয়াজের' মধ্যে ধতিয়ার মোড়ে এই হামলা চলে । জানা গিয়েছে, হামলা চালানোর আগে জঙ্গিরা ঘটনাস্থল পরিদর্শন করেছিল ৷ এরপর পাহাড়ের চূড়ায় অপেক্ষা করছিল জঙ্গিরা ৷

আরও পড়ুন:

  1. পুঞ্চে সেনার গাড়িতে পুলওয়ামার মতো জঙ্গি হামলা, শহিদ 4 জওয়ান
  2. কোকারনাগে লস্কর কমান্ডার উজাইর খান-সহ দুই জঙ্গি নিহত, জানালেন কাশ্মীরের পুলিশ কর্তা
  3. অনন্তনাগের জঙ্গলে টানা পঞ্চম দিনেও অব্যাহত সেনা-জঙ্গি গুলির লড়াই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.