নয়াদিল্লি, 5 জানুয়ারি : উপসর্গহীন কোভিড আক্রান্তদের (Asymptomatic Covid Patients) জন্য নিভৃতবাসে থাকার নিয়মাবলীতে (Home Isolation Guidelines) কিছু পরিবর্তন আনল স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) ৷ নতুন নিয়মে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ (Covid Positive Report) আসার পর অন্তত সাতদিন তাঁকে নিভৃতবাসে থাকতেই হবে ৷ এবং টানা তিনদিন জ্বর না এলে একমাত্র তবেই প্রকাশ্যে আসা যাবে ৷ যাঁদের উপসর্গ অত্যন্ত কম বা মৃদু (Covid Patients with Mild Symptoms) তাঁদের ক্ষেত্রেও একই নিয়মাবলী কার্যকর থাকবে ৷ সংশ্লিষ্ট করোনা রোগীদের শ্বাসকষ্ট থাকা চলবে না এবং শরীরে অক্সিজেনের মাত্রা থাকতে হবে 93 শতাংশের বেশি ৷ কোমর্বিডিটি আছে, বা মারণব্যধিতে আক্রান্ত, কিংবা জটিল অসুখ রয়েছে, এমন করোনা রোগীরা এই নয়া নির্দেশিকার আওতাভুক্ত নন ৷
আরও পড়ুন : Kolkata International Film Festival postponed : কোভিড কোপ, স্থগিত কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল
বুধবার এই নয়া নির্দেশিকা প্রকাশ্যে আনে স্বাস্থ্য মন্ত্রক ৷ তাতে উপসর্গহীন এবং মৃদু উপসর্গযুক্ত কোভিড রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য নির্দিষ্টভাবে আচরণবিধি ও স্বাস্থ্যবিধি উল্লেখ করা হয়েছে ৷ এতদিন করোনা আক্রান্ত হলেই 14 দিন নিভৃতবাসে থাকা আবশ্যিক ছিল ৷ এবার তা কমিয়ে করা হল সাতদিন (শুধুমাত্র উপসর্গহীন এবং মৃদু উপসর্গযুক্ত কোভিড রোগীদের ক্ষেত্রেই প্রযোজ্য) ৷ ঠিক কী কী বলা হয়েছে নয়া নির্দেশিকায় ? আসুন, দেখে নেওয়া যাক ৷
কাদের আমরা উপসর্গহীন এবং মৃদু উপসর্গযুক্ত কোভিড রোগী বলব ?
1) তাঁদের শরীরে করোনার কোনও লক্ষণ বা উপসর্গই থাকবে না ৷ কিন্তু, নমুনাপরীক্ষায় তাঁরা করোনা পজিটিভ হবেন ৷
2) আক্রান্তদের শরীরে অক্সিজেনের মাত্রা থাকতে হবে 93 শতাংশের বেশি ৷
3) এই রোগীরা জ্বরে আক্রান্ত হবেন না ৷ এঁদের শ্বাসকষ্ট থাকবে না ৷
আরও পড়ুন : High Court On Gangasagar Mela 2022 : গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যকে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিল হাইকোর্ট
করোনায় আক্রান্ত হওয়ার পরও কাদের বাড়িতেই নিভৃতবাসে রাখা যাবে ?
1) পেশাদার চিকিৎসক অথবা বৈধ কোনও চিকিৎসাকেন্দ্রকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যে সংশ্লিষ্ট ব্যক্তি উপসর্গহীন অথবা মৃদু উপসর্গযুক্ত কোভিড রোগী ৷
2) বাড়িতে নিভৃতবাসে থাকার মতো পরিকাঠামো থাকতে হবে ৷ নিভৃতবাসে থাকাকালীন আক্রান্ত ব্যক্তি যেন কোনওভাবেই পরিবারের বাকি সদস্যদের সংস্পর্শে না আসেন, তার নিশ্চয়তা থাকতে হবে ৷
3) বাড়িতে এমন অন্তত একজন ব্যক্তি থাকতে হবে, যিনি সর্বক্ষণ আক্রান্তের দেখাশোনা করতে পারবেন ৷ ওই ব্যক্তি যদি টিকার সম্পূর্ণ ডোজ নিয়ে থাকেন, তাহলে সবথেকে ভাল হয় ৷
4) যে ব্যক্তি আক্রান্তের দেখভাল করবেন তাঁর সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকের যোগাযোগ থাকতে হবে ৷
5) ষাটোর্ধ্ব কোনও ব্যক্তি, কিংবা কোমর্বিডিটি আছে, এমন কোনও করোনা আক্রান্তকে বাড়িতে রাখতে হলে সংশ্লিষ্ট চিকিৎসক বা মেডিক্যাল অফিসারের ছাড়পত্র লাগবে ৷
6) যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম (যেমন- এইডস বা ক্য়ানসার রোগী), তাঁরা করোনায় আক্রান্ত হলে কোনও মতেই বাড়িতে রাখা যাবে না ৷
7) করোনা আক্রান্ত ব্যক্তি যখন বাড়িতে নিভৃতবাসে থাকবেন, তখন পরিবারের বাকি সদস্যদেরও কোয়াব়্যানটাইনের যাবতীয় শর্ত মেনে চলতে হবে ৷