ETV Bharat / bharat

Changes in Home Isolation Guidelines : বদলাল উপসর্গহীন ও মৃদু উপসর্গযুক্ত কোভিড রোগীদের নিভৃতবাসের নিয়ম

দেশজুড়ে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই উপসর্গহীন কোভিড আক্রান্তদের (Asymptomatic Covid Patients) জন্য নিভৃতবাসে থাকার নিয়মাবলীতে (Home Isolation Guidelines) কিছু পরিবর্তন আনল স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) ৷ তবে, কোমর্বিডিটি আছে, বা মারণব্যধিতে আক্রান্ত, কিংবা জটিল অসুখ রয়েছে, এমন করোনা রোগীরা এই নয়া নির্দেশিকার আওতাভুক্ত নন ৷

union health ministry changing guidelines of home isolation for asymptomatic and mild symptoms covid patients
Changes in Home Isolation Guidelines : বদলাল উপসর্গহীন ও মৃদু উপসর্গযুক্ত কোভিড রোগীদের নিভৃবাসের নিয়ম
author img

By

Published : Jan 5, 2022, 1:51 PM IST

Updated : Jan 5, 2022, 5:05 PM IST

নয়াদিল্লি, 5 জানুয়ারি : উপসর্গহীন কোভিড আক্রান্তদের (Asymptomatic Covid Patients) জন্য নিভৃতবাসে থাকার নিয়মাবলীতে (Home Isolation Guidelines) কিছু পরিবর্তন আনল স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) ৷ নতুন নিয়মে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ (Covid Positive Report) আসার পর অন্তত সাতদিন তাঁকে নিভৃতবাসে থাকতেই হবে ৷ এবং টানা তিনদিন জ্বর না এলে একমাত্র তবেই প্রকাশ্যে আসা যাবে ৷ যাঁদের উপসর্গ অত্যন্ত কম বা মৃদু (Covid Patients with Mild Symptoms) তাঁদের ক্ষেত্রেও একই নিয়মাবলী কার্যকর থাকবে ৷ সংশ্লিষ্ট করোনা রোগীদের শ্বাসকষ্ট থাকা চলবে না এবং শরীরে অক্সিজেনের মাত্রা থাকতে হবে 93 শতাংশের বেশি ৷ কোমর্বিডিটি আছে, বা মারণব্যধিতে আক্রান্ত, কিংবা জটিল অসুখ রয়েছে, এমন করোনা রোগীরা এই নয়া নির্দেশিকার আওতাভুক্ত নন ৷

আরও পড়ুন : Kolkata International Film Festival postponed : কোভিড কোপ, স্থগিত কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল

বুধবার এই নয়া নির্দেশিকা প্রকাশ্যে আনে স্বাস্থ্য মন্ত্রক ৷ তাতে উপসর্গহীন এবং মৃদু উপসর্গযুক্ত কোভিড রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য নির্দিষ্টভাবে আচরণবিধি ও স্বাস্থ্যবিধি উল্লেখ করা হয়েছে ৷ এতদিন করোনা আক্রান্ত হলেই 14 দিন নিভৃতবাসে থাকা আবশ্যিক ছিল ৷ এবার তা কমিয়ে করা হল সাতদিন (শুধুমাত্র উপসর্গহীন এবং মৃদু উপসর্গযুক্ত কোভিড রোগীদের ক্ষেত্রেই প্রযোজ্য) ৷ ঠিক কী কী বলা হয়েছে নয়া নির্দেশিকায় ? আসুন, দেখে নেওয়া যাক ৷

কাদের আমরা উপসর্গহীন এবং মৃদু উপসর্গযুক্ত কোভিড রোগী বলব ?

1) তাঁদের শরীরে করোনার কোনও লক্ষণ বা উপসর্গই থাকবে না ৷ কিন্তু, নমুনাপরীক্ষায় তাঁরা করোনা পজিটিভ হবেন ৷

2) আক্রান্তদের শরীরে অক্সিজেনের মাত্রা থাকতে হবে 93 শতাংশের বেশি ৷

3) এই রোগীরা জ্বরে আক্রান্ত হবেন না ৷ এঁদের শ্বাসকষ্ট থাকবে না ৷

আরও পড়ুন : High Court On Gangasagar Mela 2022 : গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যকে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিল হাইকোর্ট

করোনায় আক্রান্ত হওয়ার পরও কাদের বাড়িতেই নিভৃতবাসে রাখা যাবে ?

1) পেশাদার চিকিৎসক অথবা বৈধ কোনও চিকিৎসাকেন্দ্রকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যে সংশ্লিষ্ট ব্যক্তি উপসর্গহীন অথবা মৃদু উপসর্গযুক্ত কোভিড রোগী ৷

2) বাড়িতে নিভৃতবাসে থাকার মতো পরিকাঠামো থাকতে হবে ৷ নিভৃতবাসে থাকাকালীন আক্রান্ত ব্যক্তি যেন কোনওভাবেই পরিবারের বাকি সদস্যদের সংস্পর্শে না আসেন, তার নিশ্চয়তা থাকতে হবে ৷

3) বাড়িতে এমন অন্তত একজন ব্যক্তি থাকতে হবে, যিনি সর্বক্ষণ আক্রান্তের দেখাশোনা করতে পারবেন ৷ ওই ব্যক্তি যদি টিকার সম্পূর্ণ ডোজ নিয়ে থাকেন, তাহলে সবথেকে ভাল হয় ৷

4) যে ব্যক্তি আক্রান্তের দেখভাল করবেন তাঁর সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকের যোগাযোগ থাকতে হবে ৷

5) ষাটোর্ধ্ব কোনও ব্যক্তি, কিংবা কোমর্বিডিটি আছে, এমন কোনও করোনা আক্রান্তকে বাড়িতে রাখতে হলে সংশ্লিষ্ট চিকিৎসক বা মেডিক্যাল অফিসারের ছাড়পত্র লাগবে ৷

6) যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম (যেমন- এইডস বা ক্য়ানসার রোগী), তাঁরা করোনায় আক্রান্ত হলে কোনও মতেই বাড়িতে রাখা যাবে না ৷

7) করোনা আক্রান্ত ব্যক্তি যখন বাড়িতে নিভৃতবাসে থাকবেন, তখন পরিবারের বাকি সদস্যদেরও কোয়াব়্যানটাইনের যাবতীয় শর্ত মেনে চলতে হবে ৷

নয়াদিল্লি, 5 জানুয়ারি : উপসর্গহীন কোভিড আক্রান্তদের (Asymptomatic Covid Patients) জন্য নিভৃতবাসে থাকার নিয়মাবলীতে (Home Isolation Guidelines) কিছু পরিবর্তন আনল স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) ৷ নতুন নিয়মে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ (Covid Positive Report) আসার পর অন্তত সাতদিন তাঁকে নিভৃতবাসে থাকতেই হবে ৷ এবং টানা তিনদিন জ্বর না এলে একমাত্র তবেই প্রকাশ্যে আসা যাবে ৷ যাঁদের উপসর্গ অত্যন্ত কম বা মৃদু (Covid Patients with Mild Symptoms) তাঁদের ক্ষেত্রেও একই নিয়মাবলী কার্যকর থাকবে ৷ সংশ্লিষ্ট করোনা রোগীদের শ্বাসকষ্ট থাকা চলবে না এবং শরীরে অক্সিজেনের মাত্রা থাকতে হবে 93 শতাংশের বেশি ৷ কোমর্বিডিটি আছে, বা মারণব্যধিতে আক্রান্ত, কিংবা জটিল অসুখ রয়েছে, এমন করোনা রোগীরা এই নয়া নির্দেশিকার আওতাভুক্ত নন ৷

আরও পড়ুন : Kolkata International Film Festival postponed : কোভিড কোপ, স্থগিত কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল

বুধবার এই নয়া নির্দেশিকা প্রকাশ্যে আনে স্বাস্থ্য মন্ত্রক ৷ তাতে উপসর্গহীন এবং মৃদু উপসর্গযুক্ত কোভিড রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য নির্দিষ্টভাবে আচরণবিধি ও স্বাস্থ্যবিধি উল্লেখ করা হয়েছে ৷ এতদিন করোনা আক্রান্ত হলেই 14 দিন নিভৃতবাসে থাকা আবশ্যিক ছিল ৷ এবার তা কমিয়ে করা হল সাতদিন (শুধুমাত্র উপসর্গহীন এবং মৃদু উপসর্গযুক্ত কোভিড রোগীদের ক্ষেত্রেই প্রযোজ্য) ৷ ঠিক কী কী বলা হয়েছে নয়া নির্দেশিকায় ? আসুন, দেখে নেওয়া যাক ৷

কাদের আমরা উপসর্গহীন এবং মৃদু উপসর্গযুক্ত কোভিড রোগী বলব ?

1) তাঁদের শরীরে করোনার কোনও লক্ষণ বা উপসর্গই থাকবে না ৷ কিন্তু, নমুনাপরীক্ষায় তাঁরা করোনা পজিটিভ হবেন ৷

2) আক্রান্তদের শরীরে অক্সিজেনের মাত্রা থাকতে হবে 93 শতাংশের বেশি ৷

3) এই রোগীরা জ্বরে আক্রান্ত হবেন না ৷ এঁদের শ্বাসকষ্ট থাকবে না ৷

আরও পড়ুন : High Court On Gangasagar Mela 2022 : গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যকে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিল হাইকোর্ট

করোনায় আক্রান্ত হওয়ার পরও কাদের বাড়িতেই নিভৃতবাসে রাখা যাবে ?

1) পেশাদার চিকিৎসক অথবা বৈধ কোনও চিকিৎসাকেন্দ্রকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যে সংশ্লিষ্ট ব্যক্তি উপসর্গহীন অথবা মৃদু উপসর্গযুক্ত কোভিড রোগী ৷

2) বাড়িতে নিভৃতবাসে থাকার মতো পরিকাঠামো থাকতে হবে ৷ নিভৃতবাসে থাকাকালীন আক্রান্ত ব্যক্তি যেন কোনওভাবেই পরিবারের বাকি সদস্যদের সংস্পর্শে না আসেন, তার নিশ্চয়তা থাকতে হবে ৷

3) বাড়িতে এমন অন্তত একজন ব্যক্তি থাকতে হবে, যিনি সর্বক্ষণ আক্রান্তের দেখাশোনা করতে পারবেন ৷ ওই ব্যক্তি যদি টিকার সম্পূর্ণ ডোজ নিয়ে থাকেন, তাহলে সবথেকে ভাল হয় ৷

4) যে ব্যক্তি আক্রান্তের দেখভাল করবেন তাঁর সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকের যোগাযোগ থাকতে হবে ৷

5) ষাটোর্ধ্ব কোনও ব্যক্তি, কিংবা কোমর্বিডিটি আছে, এমন কোনও করোনা আক্রান্তকে বাড়িতে রাখতে হলে সংশ্লিষ্ট চিকিৎসক বা মেডিক্যাল অফিসারের ছাড়পত্র লাগবে ৷

6) যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম (যেমন- এইডস বা ক্য়ানসার রোগী), তাঁরা করোনায় আক্রান্ত হলে কোনও মতেই বাড়িতে রাখা যাবে না ৷

7) করোনা আক্রান্ত ব্যক্তি যখন বাড়িতে নিভৃতবাসে থাকবেন, তখন পরিবারের বাকি সদস্যদেরও কোয়াব়্যানটাইনের যাবতীয় শর্ত মেনে চলতে হবে ৷

Last Updated : Jan 5, 2022, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.