নয়াদিল্লি, 8 জলাই : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগে সরব হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O Brien) ৷ কেন্দ্রের থেকে বাংলার পাওনাগণ্ডার হিসেব দিয়েছেন তিনি ৷ আর সেখানেই তাঁর অভিযোগ, 60 হাজার কোটি টাকা কেন্দ্রের থেকে পাওনা বাকি রয়েছে রাজ্যের ৷ সব অবিজেপি শাসিত রাজ্যের সরকারগুলিকেও তাঁদের নিজেদের পরিসংখ্যান ও হিসেব-নিকেশ তুলে ধরে এ ব্যাপারে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ৷
আজ টুইটে একটি হিসেব তুলে ধরেন ডেরেক ও ব্রায়েন ৷ কেন্দ্রীয় সরকারের থেকে বাংলার পাওনা শীর্ষক একটি লেখায় পয়েন্ট আকারে কতগুলি হিসেব লেখা রয়েছে ৷
আরও পড়ুন: সকালে বান্ধবীর ফেসবুক শুভেচ্ছা, বেলায় বউয়ের নতুন শাড়ি, 57-র কাননালয়ে শুধুই ভালবাসা
কী রয়েছে সেই লেখায়...
* 2020-21 সালের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী, করবাবদ কেন্দ্রের থেকে বাংলার প্রাপ্য 58,962.55 কোটি টাকা
* বাস্তবে রাজ্য পেয়েছে 44,737.1 কোটি টাকা
* অর্থাৎ রাজ্য 14,225.54 কোটি টাকা কম পেয়েছে
* 2019-20 সালে কেন্দ্রের থেকে করবাবদ প্রাপ্য 11,000 কোটি টাকা পায়নি বাংলা
* কেন্দ্রের অনুদানে চলা প্রকল্পগুলির জন্য এখনও 33,314 কোটি টাকা বকেয়া রয়েছে
* সবমিলিয়ে প্রায় 60,000 কোটি টাকার বঞ্চনা
-
The Union Government OWES Bengal Rs 60 thousand crores.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Urging all non-BJP State governments to put out their figures too.
Expose the sham in the name of ‘cooperative federalism👇 pic.twitter.com/ujoFV6WZOw
">The Union Government OWES Bengal Rs 60 thousand crores.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 8, 2021
Urging all non-BJP State governments to put out their figures too.
Expose the sham in the name of ‘cooperative federalism👇 pic.twitter.com/ujoFV6WZOwThe Union Government OWES Bengal Rs 60 thousand crores.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 8, 2021
Urging all non-BJP State governments to put out their figures too.
Expose the sham in the name of ‘cooperative federalism👇 pic.twitter.com/ujoFV6WZOw
এই হিসেবপত্রটি পোস্ট করে ডেরেক ক্যাপশনে লিখেছেন, "কেন্দ্রের থেকে 60 হাজার কোটি টাকা পাওনা বাকি বাংলার ৷ সব অবিজেপি রাজ্য সরকারগুলিকে তাঁদের হিসেব-নিকেশ তুলে ধরার আবেদন জানাচ্ছি ৷ কোঅপারেটিভ ফেডারালিজমের নামে যা চলছে তা প্রকাশ্যে নিয়ে আসুন ৷"
আরও পড়ুন: শপথের দিনই নিশীথের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন পার্থপ্রতিমের
এর আগেও বিভিন্ন সময়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ প্রাকৃতিক বিপর্যয় হলে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের প্রতি দরাজ সাহায্য নিয়ে এগিয়ে গেলেও বাংলার প্রতি কেন্দ্র বরাবর বঞ্চনা করে বলে অভিযোগ করেছে তারা ৷ এ ব্যাপারে এ বার জাতীয় স্তরে অন্যান্য বিরোধীদেরও পাশে পেতে চাইছে তৃণমূল ৷ সেই কারণেই একই অভিযোগ থাকলে অন্যান্য অবিজেপি রাজ্য সরকারগুলিকেও এ ব্যাপারে সরব হওয়ার আর্জি জানিয়েছেন তিনি ৷