ETV Bharat / bharat

Union Cabinet reshuffle : 8 জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল ? জল্পনা তুঙ্গে তুলে দিল্লিতে ভিড় হেভিওয়েটদের

author img

By

Published : Jul 6, 2021, 4:49 PM IST

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা ৷ আগামী 8 জুলাই হতে পারে রদবদল ৷ আগেভাগেই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বিজেপি সাংসদদের ৷ পৌঁছচ্ছেন দলের হেভিওয়েট নেতারাও ৷ মন্ত্রিসভায় নতুন করে 25 জনকে যুক্ত করা হতে পারে ৷

Union Cabinet reshuffle expected to take place on 8th July: Sources
Union Cabinet reshuffle: 8 জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল ? জল্পনা তুঙ্গে তুলে দিল্লিতে ভিড় হেভিওয়েটদের

নয়াদিল্লি, 6 জুলাই : আগামী 8 জুলাই (বৃহস্পতিবার) রদবদল হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভার ৷ সূত্র মারফত অন্তত এমনটাই জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, রাজনৈতিক পরিসরে বেশ কিছুদিন ধরেই একটা জল্পনা চলছিল ৷ কানাঘুষো শোনা যাচ্ছিল, চলতি সপ্তাহের শেষেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে পারে ৷ এই জল্পনা সঠিক হলে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির (Narendra Modi) দ্বিতীয় দফার মেয়াদে এটাই হবে মন্ত্রিসভার প্রথম রদবদল ৷

সূত্রের খবর, মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলের কারণেই বিজেপি সাংসদদের আগেভাগে রাজধানীতে ডেকে পাঠানো হয়েছে ৷ তবে কবে, কখন হবে মন্ত্রিসভার এই রদবদল, সেই সম্পর্কে সরকারিভাবে কোনও তথ্যই প্রকাশ করা হয়নি ৷

আরও পড়ুন : একাধিক রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি

এদিকে, দু’দিনের সফরে আপাতত হিমচলপ্রদেশে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ৷ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধেতেই দিল্লি ফিরছেন তিনি ৷ বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই একাধিক নেতাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে ৷ সূত্রের খবর, তাঁদের অনেককেই মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে ৷ সম্ভাব্য সেই মন্ত্রিতালিকায় নাম থাকতে পারে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারও (Jyotiraditya Scindia) ৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, ক’দিনের জন্য মধ্যপ্রেশের ইন্দোরে গিয়েছিলেন জ্যোতিরাদিত্য ৷ কিন্তু, দলের শীর্ষ নেতৃত্বের তলব পেয়ে সেই সফর কাটছাঁট করেন তিনি ৷ শোনা যাচ্ছে, 8 তারিখের আগেই দিল্লি পৌঁছে যাবেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই হেভিওয়েট নেতা ৷

আরও পড়ুন : নির্বাচনের প্রস্তুতিতে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ জম্মু-কাশ্মীরে ডেলিমিটেশন কমিশন

এছাড়াও, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত রামবিলাস পাসওয়ানের (Ram Vilas Paswan) ভাই পশুপতি পারস (Pashupati Paras), এনডিএ শরিক সংযুক্ত জনতা দলের দুই নেতা আরসিপি সিং (RCP Singh) এবং রাজীব রঞ্জন লল্লনও (Rajeev Ranjan Lallan) দিল্লিতে পৌঁছচ্ছেন ৷ আপনা দলের প্রধান অনুপ্রিয়া প্য়াটেলও (Anupriya Patel) নির্দিষ্ট সময়ে দিল্লি পৌঁছে যাবেন ৷ প্রসঙ্গত, এই অনুপ্রিয়া মোদি সরকারের প্রথম দফায় মন্ত্রিসভার সদস্যা ছিলেন ৷

সূত্রের খবর, মোদির সরকারের দ্বিতীয় দফায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বহর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তাতে 25 টি নতুন মুখ দেখা যেতে পারে ৷ বিস্তারিত খোঁজ খবর নেওয়ার পরই এই 25 টি নাম চূড়ান্ত করা হয়েছে ৷

নয়াদিল্লি, 6 জুলাই : আগামী 8 জুলাই (বৃহস্পতিবার) রদবদল হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভার ৷ সূত্র মারফত অন্তত এমনটাই জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, রাজনৈতিক পরিসরে বেশ কিছুদিন ধরেই একটা জল্পনা চলছিল ৷ কানাঘুষো শোনা যাচ্ছিল, চলতি সপ্তাহের শেষেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে পারে ৷ এই জল্পনা সঠিক হলে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির (Narendra Modi) দ্বিতীয় দফার মেয়াদে এটাই হবে মন্ত্রিসভার প্রথম রদবদল ৷

সূত্রের খবর, মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলের কারণেই বিজেপি সাংসদদের আগেভাগে রাজধানীতে ডেকে পাঠানো হয়েছে ৷ তবে কবে, কখন হবে মন্ত্রিসভার এই রদবদল, সেই সম্পর্কে সরকারিভাবে কোনও তথ্যই প্রকাশ করা হয়নি ৷

আরও পড়ুন : একাধিক রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি

এদিকে, দু’দিনের সফরে আপাতত হিমচলপ্রদেশে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ৷ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধেতেই দিল্লি ফিরছেন তিনি ৷ বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই একাধিক নেতাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে ৷ সূত্রের খবর, তাঁদের অনেককেই মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে ৷ সম্ভাব্য সেই মন্ত্রিতালিকায় নাম থাকতে পারে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারও (Jyotiraditya Scindia) ৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, ক’দিনের জন্য মধ্যপ্রেশের ইন্দোরে গিয়েছিলেন জ্যোতিরাদিত্য ৷ কিন্তু, দলের শীর্ষ নেতৃত্বের তলব পেয়ে সেই সফর কাটছাঁট করেন তিনি ৷ শোনা যাচ্ছে, 8 তারিখের আগেই দিল্লি পৌঁছে যাবেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই হেভিওয়েট নেতা ৷

আরও পড়ুন : নির্বাচনের প্রস্তুতিতে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ জম্মু-কাশ্মীরে ডেলিমিটেশন কমিশন

এছাড়াও, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত রামবিলাস পাসওয়ানের (Ram Vilas Paswan) ভাই পশুপতি পারস (Pashupati Paras), এনডিএ শরিক সংযুক্ত জনতা দলের দুই নেতা আরসিপি সিং (RCP Singh) এবং রাজীব রঞ্জন লল্লনও (Rajeev Ranjan Lallan) দিল্লিতে পৌঁছচ্ছেন ৷ আপনা দলের প্রধান অনুপ্রিয়া প্য়াটেলও (Anupriya Patel) নির্দিষ্ট সময়ে দিল্লি পৌঁছে যাবেন ৷ প্রসঙ্গত, এই অনুপ্রিয়া মোদি সরকারের প্রথম দফায় মন্ত্রিসভার সদস্যা ছিলেন ৷

সূত্রের খবর, মোদির সরকারের দ্বিতীয় দফায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বহর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তাতে 25 টি নতুন মুখ দেখা যেতে পারে ৷ বিস্তারিত খোঁজ খবর নেওয়ার পরই এই 25 টি নাম চূড়ান্ত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.